লিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:০৬

ছবিঃ অন্তর্জাল।
মুখের বুলিসর্বস্ব নয়, সত্যিকারের মানবাধিকার ইসলামের ছায়াতলেই রয়েছে- ইসলাম অন্যের দরজা-জানালায় উঁকি দেওয়াকেও পাপ সাব্যস্ত করেছেআজকে যারা মানবাধিকারের কথা বলে বলে মুখে ফেনা তোলেন। ইসলামকে সেকেলে, মধ্যযুগীয়, বর্বর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১২:৪৪

ছবিঃ আমার তোলা।
১। মানুষ যদি পরকালের শাস্তির কথা ভেবে নৈতিক হয়, সেই নৈতিকতার মধ্যে মহত্ব কোথায়?
২। 'পৃথু ঘোষ চেয়েছিল, বড় বাঘের মতো বাচঁবে। বড় বাঘের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ২:১৬

ছবিঃ আমার তোলা।
আমি কোনো কিছু লুকাই না।
সব কিছু স্পষ্ট বলে দিতে ভালোবাসি। এটা শিখেছি আমি হুমায়ূন আহমেদের কাছ থেকে। হুমায়ূন আহমেদ তার সুখের কথা, কষ্টের কথা,...
...বাকিটুকু পড়ুন
©কাজী ফাতেমা ছবি
ভুল শুদ্ধতার সিঁড়ি বেয়ে জীবন বহমান,
এত সুখ হৃদয় ছুঁয়ে
তবুও অচেনা এক দীর্ঘশ্বাসের উঁকি
বুকের বাম অলিন্দে।
স্মৃতির পরতে পরতে মউ মউ ঘ্রাণ,
অথচ বর্তমান অতীত হয় বিষ স্মৃতির অন্তরালে,
কত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহ আজিজ, ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৮:৪২
গতকাল ডিবিসি টি ভি তে অনলাইন আলাপে জানা গেল ভ্যাক্সিন নিয়েছেন এমন একজন বৃদ্ধ মারা গেছেন ভৈরবে । ওখানকার সিভিল সার্জন বেশ কিছু তথ্য দিলেন যা পত্রিকায় আজো ছাপা হয়নি... ...বাকিটুকু পড়ুন

জানুয়ারির শেষদিকে ব্লগে একাউন্ট খুলি। ফেব্রুয়ারি পুরোটাই ব্লগ পর্যবেক্ষণ করে কাটিয়েছি। সেই অভিজ্ঞতা থেকে ভাবলাম একটা ব্লগ সংকলন করার দুঃসাহস করেই ফেলি! আশা করি নতুন ব্লগার হিসেবে আমার এই চঞ্চলতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বলাই বাহুল্য, এটা একান্তই আমার ব্যক্তিগত নির্বাচন। দ্বিমত হলে কটু কথা বলবেন না প্লিজ! এখানে একটি কথা বলে রাখি, কিছু ব্লগার আছেন, যারা প্রচুর লেখা দেন, এবং ভালোও লেখেন। তাদের সব লেখা নির্বাচিত না করে বিভিন্ন বিভাগে বেছে বেছে কিছু লেখা নিয়েছি। শুরু করা যাক তাহলে!
কবিতামাহিনের আজকাল -স্প্যানকড কবিতা --- দুঃখ বিলাসী - ফারহা মৌরিন মৌমা মাটি বাংলা - মাসুদুর রহমান (শাওন)[link|https://www.somewhereinblog.net/blog/sandycandy/30314718|গতিময় স্থিতিজড়তা || কবিতা...
...বাকিটুকু পড়ুন

।
"রেল লাইনের ঐ বস্তিতে
জন্মেছিল একটি ছেলে
মা তার কাঁদে,
ছেলেটি মরে গেছে,
হায়রে হায় বাংলাদেশ বাংলাদেশ
বাংলাদেশ...... "
.
এই গানটি যুদ্ধের পরে করা তাঁর প্রচুর বিখ্যাত একটি গান। কী একটা অব্যক্ত হাহাকার যেন আছে গানটিতে! কত কিছু যেন বলতে চাচ্ছেন গায়ক! গানটির শিল্পী পপসম্রাট আজম খান।
.
পপগুরু আজম খানকে চেনেন না বাংলাদেশে এমন কেউই হয়তো নাই। তাঁর আসল নাম মোহাম্মদ মাহবুবুল হক খান । আলাল-দুলাল, সালেকা-মালেকা, রেল লাইনের ওই বস্তিতে, অনামিকা, পাপড়ি কেন বোঝেনার মত তুমুল জনপ্রিয় সব গানে বাঙালিদের মনে চিরস্থায়ী জায়গা করে নেন। জাতীয় জীবন এবং সঙ্গীত জগত দুইক্ষেত্রেই আজম খান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অজ্ঞ বালক, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮
অক্টোবরের এক তারিখ রাত তিনটা তেইশ মিনিটে ন্যাশনাল হেল্প-লাইন নাম্বার ৯৯৯-এ, বনশ্রীর সাত নম্বর রোডের তেরো নম্বর বাসার ফ্ল্যাট ডি টু থেকে মিসেস শান্তা রহমানের একটা ফোন গেলো। মিসেস শান্তা কম্পিত গলায় স্বল্প ভাষায় অপারেটরকে বললেন এই মাত্র, তিনি তার ঠিক পার্শ্ববর্তী ফ্ল্যাট ডি ওয়ান থেকে একটা প্রচণ্ড শব্দ শুনে জেগে উঠেছেন। যদিও তার এধরনের শব্দের সাথে খুব একটা জানাশোনা নেই, তবে তিনি মোটামুটি নিশ্চিত যে শব্দটা একটা পিস্তল থেকে ছোড়া গুলিরই হবে। খুব সম্ভবত পাশের বাসায় কোন চোর বা ডাকাত প্রবেশ করেছে ও বাধার সম্মুখীন হয়ে গুলি ছুঁড়ে নিজেদের পথকে নিষ্কণ্টক করে নিয়েছে। সেই সাথে মিসেস শান্তা এটাও জানাতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপু তানভীর, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৫
সরকারিভাবে তাজিংডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হিসেবে স্বীকৃত। । কেউক্রাডং হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় ! কিন্তু বাংলাদেশের সব থেকে উচু পাহাড় গুলোর তালিকাতে তাজিংডং এর অবস্থান ৫ নম্বরে । কেউক্রাডংয়ের অবস্থান ছয় নম্বরে। এর থেকেও আরও চারটা উচুর পর্বত শৃঙ্গ রয়েছে । তাদেরই একটা জ্যোতলং পর্বতশৃঙ্গ । এটি বান্দরবানের থানচিতে অবস্থিত । উচ্চতা হিসাবে এটা বাংলাদেশের দ্বিতীয় উচ্চ পর্বত । আর ওঠার পথ বিবেচনা করলে এর থেকে ভয়ংকর কিছু আর সম্ভবত হতে পারে না !
যাত্রার শুরুটাই আমাদের খারাপ ভাবে হয়েছিলো । প্রথমে তো বাস এসেছিলো ঘন্টাখানেক দেরীতে । এরপর কুমিল্লা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে রওয়ানা দিতেই বাস নষ্ট হয়ে... ...বাকিটুকু পড়ুন

ছবি সুত্রঃ
https://phys.org ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির জ্যেষ্ঠ গবেষক বলেছেন, “পৃথিবী গত ৫০ বছরের তুলনায় এখন দ্রুত গতিতে ঘুরছে। পৃথিবীর ঘূর্ণন গতি আরো বাড়লে হয়তো নেগেটিভ লিপ সেকেন্ডের প্রয়োজন হবে। যদিও এটা সম্ভব কিনা তা এখনই বলা যাচ্ছে না। আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এই লিপ সেকেন্ড সংযোজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
৬০ সেকেন্ডে এক মিনিট সময় আমরা গণনা করি এবং ২৪ ঘণ্টায় পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসে। এই ঘূর্ণনের ওপর নির্ভর করেই আমাদের সময়ের হিসাব নির্ধারিত।
ভবিষ্যতে প্রচলিত সময়ের ধারণা পরিবর্তন হয়ে হয়ত মিনিটে কমবে সেকেন্ডের সংখ্যা। বিশ্বের অনেক বিজ্ঞানী ধারণা করছেন বিগত পাঁচ দশকে পৃথিবীর...
...বাকিটুকু পড়ুন