somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সৈয়দ মেহেদী হাসান
পেশায় সাংবাদিক। ‘জল পরীর ডানায় ঝাপটা লাগা বাতাস’ (২০১৩), ‘সাদা হাওয়ায় পর্দাপন’ (২০১৫) দুটি কবিতার বই প্রকাশিত। তার লেখা নাটকের মধ্যে ফেরা, তৎকালীন, আদমের সন্তানেরা উল্লেখযোগ্য। লেখালেখির জন্য ২০১৫ সালে হত্যার হুমকি প্রাপ্ত হন।

Facebook to bed : সমকামিতার অনুমতি মিলছে না কেন?

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারাবিশ্বে প্রযুক্তি ও আধুনিকতায় এগিয়ে যাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে এগিয়েছে বাংলাদেশও। বর্তমান বাংলাদেশে প্রযুক্তি ও তথ্য প্রবাহের অবাধ ব্যবহারে একদিকে যেমন উৎকর্ষ বৃদ্ধি পাচ্ছে তেমনি এর খারাপ দিকটিও মারাত্মকভাবে প্রভাব ফেলছে সমাজে।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী নথুল্লাবাদ থেকে অপহৃত হন ব্যবসায়ী আব্দুল্লাহ আল আজাদ। তাকে অপহরণ করেন বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের ৭ম বর্ষের ছাত্র মেহেদী হাসান। অপহরণের দেড়মাস পরে মেহেদী আটক হলে ঘটনার নতুন মোড় নেয়। সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মো. রকিব সংবাদ সম্মেলনে জানান, ব্যবসায়ী আব্দুল্লাহ আল আজাদ অপহরণ ও হত্যার নেপথ্যে কাজ করেছে সমাজ ও রাষ্ট্র নিষিদ্ধ একটি সর্ম্পক।

অভিযুক্ত ঘাতক মেহেদীর বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, আজাদের হাত থেকে রেহাই পেতে মেহেদী বিয়েও করেছিলেন। তারপরও রেহাই পাননি তিনি। বিভিন্ন সময় পূর্বের ঘটনা জানিয়ে দেওয়ার কথা বলে ব্লাকমেইল করে আজাদ তাকে বলাৎকার করে আসছিলেন। বলাৎকার থেকে রেহাই পেতে আজাদকে হত্যার দাবি করেছেন ঘটনার দেড়মাস পড়ে আটক মেহেদী।

ঘটনার অনুসন্ধানে পরে বেড়িয়ে এসেছে আজাদ হত্যার নেপথ্যে কাজ করেছে, Gay বা সমকামিতা। আজাদ হত্যার মধ্য দিয়ে বরিশালে সমকামিতা আলোচনায় এলেও প্রশাসনের হাতে নগরীতে বা এর আশেপাশে এই সর্ম্পকে লিপ্তদের বিষয়ে কোন তৎপরতা বা তথ্য নেই।

বরিশাল মেট্রাপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার নাসির উদ্দিন মল্লিক বলেছেন, বিষয়টি অতিসম্প্রতি বরিশালে আলোচনায় এসেছে। সুর্নিদিষ্ট তথ্য পেলে এই কর্মকান্ডে লিপ্তদের সনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কর্মকর্তা বলেন, সমকামিতা বাংলাদেশে সাংবিধানিকভাবেই মারাত্মক অপরাধ। আর প্যানাল কোড ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে।

বিজ্ঞানে এটিকে মনোবৈকল্য বলা হলেও বর্হিবিশ্বের কয়েকটি দেশের অনুসরণ করে বাংলাদেশ তথা বরিশালে যথারীতি ‘কমিউনিটি’ গড়ে উঠেছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ও বিশ্লেষক ডা: খান মোশতাক আল মেহেদী মনে করেন, সমকামিতায় মূলত নানাবিধ কারনে আসক্ত হয়ে থাকে একজন মানুষ। পরিবেশের বৈপরিত্য, শিশুকে যদি সঠিকভাবে গড়ে তোলা না যায় এবং অসম বন্ধুদের সাথে ঘনিষ্ঠতা থেকে প্রলুব্ধ হতে পারে।

চিকিৎসা বিজ্ঞানের বরাত দিয়ে সরকারের সাবেক এই উর্ধ্বতন কর্মকর্তা বলেন, চিকিৎসা বিজ্ঞানে এটিকে জিনগত সমস্যা হিসেবে প্রমাণিত। এখানে যিনি সমকামিতায় লিপ্ত হন তার চেয়ে পারিপাশ্বিক পরিবেশ বেশি দায়ী। ওদিকে বরিশালে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সমকামিদের সংখ্যা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ, পেজ ও আইডি খুলে সংঘবদ্ধভাবে রাষ্ট্রনিষিদ্ধ কাজ করে যাচ্ছে একটি শ্রেণী।

এ নিয়ে গ্রুপে গ্রুপে বিরোধ, উত্তেজনা ও মারধরের ঘটনাও ঘটে থাকে। এমনকি হত্যাকান্ডের উদাহরণও রয়েছে নগরীতে। ফলে বরিশাল নগরীর প্রেক্ষাপটে সমকামিদের তৎপরতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর কর্মতৎপরতা এখনই রোধ করা না গেলে বরিশালে সামাজিক অরাজকতা সৃষ্টি হতে পারে বলে মনে করেন সচেতনরা। তবে এই আসক্তিতে যারা জড়িয়ে পরেছেন তাদের ভাষ্য, ‘সাময়িক ফ্যান্টাসি’র মাধ্যমে আসক্তি চলে এসেছে।

অনুসন্ধানে উঠে এসেছে, বরিশাল বিভাগের ৬টি জেলার নাম, বিএম কলেজ, কয়েকটি উপজেলা, ও বিখ্যাত স্থাপনার নাম ব্যবহার করে ‘গে কমউিনিট’ গ্রুপ/পেজ/আইডি চালু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সমকামিরা। পুরো বরিশাল বিভাগে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সক্রিয় রয়েছে প্রায় ৭ হাজারের অধিক। বয়স শ্রেনী পর্যালোচনায় দেখা গেছে, এই আসক্তিতে ১৯ থেকে ৩৫ বছরের পুরুষরা সম্পৃক্ত। এরা সামগ্রিকভাবে এর সাথে যুক্ত না থাকলেও সময় ও ক্ষেত্র বিশেষে দৈহিক সর্ম্পকে জড়িয়ে থাকেন। আবার নির্ধারিত বয়সের অধিক হলে, এই অভ্রাস কিছু মানুষ ত্যাগ করতে পারলেও অদিকাংশরা পারেন না। আর বর্তমানে যোগাযোগের জন্য ছদ্মবেশী পরিচয়ে এরা আইডি পরিচালনা করে থাকেন।

ঘনিষ্ঠতার ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে পরিচয়; পরে প্রকৃত ছবি আদান প্রদানের মাধ্যমে সনাক্ত এবং শেষে মুঠোফোনে কথা বলে নির্ধারিত স্থানে মিলিত হন। অনেক সময়ে এই সর্ম্পকে লিপ্ত হতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পরে বিচারের সম্মুখিন হয়েছেন অনেকেই। খোঁজ নিয়ে এমন বেশ কয়েকটি ঘটনার তথ্য পাওয়া গেছে। আবার অনেকে টাকা দিয়ে মুচলেকায় মুক্তি পেয়েছেন। সর্ম্পকটি যেহেতু রাষ্ট্র নিষিদ্ধ সেহেতু সামাজিক বিবেচনায় ঘটনার পরে আলোচনায় থাকে না।

এদিকে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী তাদের প্রাথমিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে জানিয়েছেন, প্রথম অবস্থায় ফাঁদে পরে সর্ম্পকে লিপ্ত হয়েছেন। সানি খান (ছদ্মনাম) জনৈক সমকামি জানিয়েছেন, এই সর্ম্পকে যারা জড়িত তারা স্বাভাবিক সম্পর্কের তুলনায় ‘ঘটনার শিকার’ হয়ে থাকেন বেশি। এমনকি যৌন নির্যাতনের শিকারও হন অনেকে।

অপর একজন জানান, ফেসবুকে পরিচয়ের সময়ে অনেকে প্রকৃত তথ্য প্রদান করেন না। পরে তার গন্ডিতে গেলে জিম্মি করে সর্ম্পকে লিপ্ত করেন। আবার অনেকে সেই চিত্র মোবাইলে ধারণ করে পরবর্তীতে সর্ম্পক স্থাপনের জন্য ব্লাকমেইল করে থাকেন।

প্রসঙ্গত, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সমকামীদের মৃত্যুদন্ড বিলোপের যে প্রস্তাব তুলেছে, তার বিপক্ষে ভোট দেয় বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ সমকামীদের মৃত্যুদন্ডের পক্ষে।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেঘ ভাসে - বৃষ্টি নামে

লিখেছেন লাইলী আরজুমান খানম লায়লা, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩১

সেই ছোট বেলার কথা। চৈত্রের দাবানলে আমাদের বিরাট পুকুর প্রায় শুকিয়ে যায় যায় অবস্থা। আশেপাশের জমিজমা শুকিয়ে ফেটে চৌচির। গরমে আমাদের শীতল কুয়া হঠাৎই অশীতল হয়ে উঠলো। আম, জাম, কাঁঠাল,... ...বাকিটুকু পড়ুন

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১



এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

Instrumentation & Control (INC) সাবজেক্ট বাংলাদেশে নেই

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৫




শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

×