ভূমিকা দেয়ার মনে হয় প্রয়োজন নেই.... সাহায্য দরকার... খুব দ্রুত!
সুতরাং সাহায্যের হাত বাড়িয়ে দিন। যার যতটুকু সামর্থ রয়েছে, ততটুকু হলেই যথেষ্ট। যিনি ভাবছেন, 'আমার তো মাস শেষে তেমন একটা পয়সা থাকে না হাতে.', অথবা, 'আমি তো ছাত্র.. এখনো রোজগার করি না', তিনিও পারেন সাহায্য করতে। কিভাবে দেখুন-
১) যার ধুমপানের অভ্যাস রয়েছে:
আজ হতে পরবর্তী তিন মাস প্রতিদিন একটি করে সিগারেট কম খাবেন। তাতে সেভ হবে ৯০ টি সিগারেটের সমপরিমান অর্থ।
- বেনসন: ৪ * ৯০ = ৩৬০ টাকা
- অন্য ব্রান্ড: ২.৫০ * ৯০ = ২২৫ টাকা
২) যার চা পানে অভ্যাস রয়েছে:
আজ হতে প্রতিদিন এক কাপ কম খেতে পারেন চা। তাতে মোট ৯০ কাপ চায়ের টাকা আপনি সেভ করতে পারছেন।
- ৫ টাকা রেট: ৫ * ৯০ = ৪৫০ টাকা
- ৩ টাকা রেট: ৩ * ৯০ = ২৭০ টাকা
৩) যার কফি পানের অভ্যাস রয়েছে:
আজ হতে সপ্তাহে অন্ত তিন কাপ কফি কম পান করুন। তাতে ৯০ দিনে অন্তত ৩৮ কাপ কফির টাকা বাঁচাতে পারবেন।
- ২৫ টাকা রেট: ২৫ * ৩৮ = ৯৫০ টাকা
- ১৫ টাকা রেট: ১৫ * ৩৮ = ৫৭০ টাকা
৪) যিনি প্রতিদিন প্রিয়তম/প্রিয়তমা'র সাথে মোবাইলে কথা বলে কম পক্ষে ৫০ টাকা খরচ করেন:
আজ হতে সপ্তাহে অন্তত একদিন কথা বলা বন্ধ রাখুন। তাতে আপনি সেভ করতে পারছেন-
১২ * ৫০ = ৬০০ টাকা।
এমনি ভাবে একদম শূণ্য থেকে এক্সট্রা মানি বের করে আনার আরো বহু উপায় একটু ভাবলেই বের করতে পারবেন। এভাবে হিসেব করে সাহায্য করার জন্য টাকা বের করে আনার পর পরবর্তী তিন মাস যখন আপনার প্রিয় একটি কাজে প্রতিদিন বা প্রতি সপ্তাহেই ত্যাগ স্বীকার করবেন, তখন দেখবেন একটা অন্যরকম অনুভূতি জাগবে মনে। মনে হবে একটা ভালো কাজ করছেন। সেই অনুভূতির তুলনায় আপনার ত্যাগটিকে খুবই ক্ষুদ্র মনে হবে।
তাহলে, ঠিক করে ফেলুন সাহায্যের জন্য টাকাটা কখন জমা দিবেন। কোথায় এবং কয়টায় দিলে ভাল হয়? ঠিক করে ফেলুন এখুনি....
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭