নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর সাথে বাটপারি!

১৮ ই মে, ২০২২ রাত ১:৫৭

আল্লাহর সাথে বাটপারি! =

কয়েকদিন আগে কানাডার টরন্টো হতে এক তরুণ আমাকে ফোন দিল। সে কানাডা এসেছে প্রায় দুবছর। পরিচয় দিলে তাঁকে তাৎক্ষণিক চিনে ফেললাম। তার মা-বাবা নাকি আমার সাথে কথা বলতে বলেছেন। আংকেল ডাকলো আমাকে। কথা হলো কিছুক্ষন। - -

এই ছেলের জন্ম আমার চোখের সামনে। তার বাবা সরকারী চাকুরী করতেন। একে একে তিন কন্যা জন্ম নেবার পর স্বামী-স্ত্রী মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি পুত্র সন্তানের ফরিয়াদ জানাতেন। বলতেন, 'ইয়া পরওয়ারদেগার, একটা পুত্র সন্তান হলে তাকে তোমার রাস্তায় দিয়ে দেব। সে বড়ো আলেম হবে। তোমার দ্বীন প্রচারে তার জীবন কেটে যাবে। ইহুদি-নাসারার ইংরেজি তাকে পড়াবো না। ...'

এসব কথা বিভিন্ন আড্ডায় একপ্রকার খোলামেলাই বলতেন ভদ্রলোক। সেভাবেই আমি জেনেছি।

কাছাকাছি এলাকায় আমরা বসবাস করতাম। ছেলেটির নাম রাজপূত। সে যখন কেবল হাঁটতে শেখে তখন আমি দেশ ছাড়ি। তবে, আমার মনে আছে ছোটবেলায় তাঁকে কয়েকবার কোলে কাঁধে আমিও নিয়েছিলাম। স্বভাবতঃই, তাকে ঘিরে আমার মনে নানা প্রশ্ন।

- রাজপূত, তুমি কোন স্কুলে পড়েছো?

দেশের এক ইংরেজি মিডিয়াম স্কুলের নাম বললো সে। ব্রিটিশ কারিকুলামে পড়েছে।

- তারপর কোথায় পড়লে?

দেশের এক নামিদামি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নাম উচ্চারিত হলো তার মুখে।

- তুমি কি কখনো মাদ্রাসায় পড়েছো?

- না আংকেল; এ প্রশ্ন কেন?

- এমনি; তোমার বাবা খুব পরহেজগার মানুষ তো! তাই, জানতে চাইছি। - - -

দেখলেন তো বন্ধুরা, আল্লাহর সাথে কেমন বাটপারি!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২২ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:



ওর বাবা ওকে ঠিক শিক্ষা প্রতিষ্টানে পাঠায়েছেন, ছেলে ভালো আলেম (শিক্ষিত, শিক্ষক ) হবে। আপনি ভুল দগারণা থেকে অপ্রয়োজনীয় পোষ্ট লিখেছেন।

২| ১৮ ই মে, ২০২২ রাত ৩:২২

শ্রাবণধারা বলেছেন: এটা কেমন পোস্ট রে ভাই! হে হে :)

৩| ১৮ ই মে, ২০২২ রাত ৩:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওয়াদা পালন করা মুমিনের কাজ,
সকলে কি মুমিন হয়?

৪| ১৮ ই মে, ২০২২ ভোর ৫:১৯

প্রতিদিন বাংলা বলেছেন: এটা বাটপারি নয়,
আসলে আমরা ভুলে যাই ,এবং তিনি আল্লাহ`র সব লিপিবদ্ধ থাকে এটাও আমাদের মনে থাকে না !

৫| ১৮ ই মে, ২০২২ ভোর ৫:৪৯

হাইজেনবার্গ ০৬ বলেছেন: এটা হয়তো উনার জন্য এক্টা পরীক্ষা ছিল উনি, ফেল করেছেন।আল্লাহ রাহমানির রাহিম, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন।

৬| ১৮ ই মে, ২০২২ সকাল ৮:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওয়াদা ভঙ্গকরা ঠিক না।

৭| ১৮ ই মে, ২০২২ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এরকম করা ঠিক নয়।

৮| ১৮ ই মে, ২০২২ দুপুর ১২:৪৩

খাঁজা বাবা বলেছেন: ওনারা ভুল ওয়াদা করেছেন,
বাবা মায়েদের এমন ওয়াদা ঠিক না
যার যার নিজস্ব পছন্দ বা সক্ষমতা আছে।
বাবা মা চাইলেই কেউ ডাক্তার হতে পারবেনা, তার ইচ্ছা ও যোগ্যতা থাকা লাগবে

৯| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: আপনি শিরোনামটা সেই দিয়েছেন।

১০| ১৮ ই মে, ২০২২ রাত ১১:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভুলে যাওয়া মানুষের চিরাচরিত অভ্যাস।

১১| ২০ শে মে, ২০২২ রাত ১২:৩৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: এইরকম তো মনে হয়, আমরা অনেকেই আছি, প্রয়োজনে আল্লাহকে ডাকি আর প্রয়োজন শেষ হইলে বেমালুম আর মনেই থাকে না :|| /:)

১২| ২০ শে মে, ২০২২ রাত ২:৫৪

শার্দূল ২২ বলেছেন: আমার খুব ইচ্ছে যে আমি কোন মানুষকে অপমান করে কথা বলবোনা, কিন্তু কিভাবে সম্ভব বলেন অপমান না করে কি থাকা যায়? আরে বাপ নাহয় ভিক্ষা কইরা কয়টা টাকা হাতে আসছে তাই বলে কি স্মার্ট ফোন কিনে ফেলতে হবে? বাজারে কি বাটন ফোন নাই? আচ্ছা বাপ নাহয় স্মার্ট ফোন কিনেই ফেলেছো ভালো কথা তাই বলে কি যেখানে সেখানে ঢুকে যাবা? সব জায়গা কি তোমার জন্য? আচ্ছা নাহয় আসলাই একটা জায়গায় তো চুপ থাকা যায়না? কিছুনা কিছু বলতেই হবে? আচ্ছা বলতে যখন ইচ্ছে করছে তো যা জানো তা নিয়ে বলো। যা জানোনা তার পিছে কেন লাগতে গেছো? বাবা আগে পড়ো জানো শিখো তার পর বলো আমরা শান্ত পাঠককের মত তোমার কথা শুনবো।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.