নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। \"কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।\"

শিখা রহমান

পুরনো ইমেজারির ব্যবসা করি। চিত্রকল্প সস্তায় বানাই। টান টান রিমেকশিল্প, ওপরে ঝকঝক করছে স্কাই।.........লোকে পড়ে ভাবে এ তো নতুন, আনকোরা কৌটো। কিন্তু সেই একই, সেই একই বন্দিপ্রাণ ছটফট ভ্রমর....

শিখা রহমান › বিস্তারিত পোস্টঃ

অন্বিষ্ট

১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৫৮


আজকাল কোন কিছুই আর অবাক করে না।
রাজপথে ফুটপাতে হেঁটে যাওয়া অগণিত মানুষের গল্প
খুব সাদামাটা মনে হয়;
কোন কবিতাই অবাক করে না আর,
উপমা-উৎপ্রেক্ষা শব্দের ব্যাঞ্জনা আশ্চর্য করে না আজকাল।

মহামারীতে উজাড় হয়ে যাওয়া জনপদ,
ফাঁকা সংসারে বেজে যাওয়া অবিশ্রান্ত শূণ্যের সানাই,
চোখে জল আনে না তো আর।
অনুভবহীন সময় হাতের মুঠোয় নিয়ে নির্বিকার বসে থাকি।
কেবলই গুনে যাওয়া অন্তহীন সময়ের স্রোত,
জোয়ার নেই, ভাটা নেই,
ক্যালেন্ডারের পাতায় বার-তারিখ মুছে একাকার...

বেঁচে থাকার উত্থান পতন,
বাঁচা কিংবা মরে যাওয়া দাগ কাটে না অনুভূতির জমিনে আর।
ভাবলেশহীন দেখে যাই জলজ্যান্ত মানুষেরা কি মন্ত্রে পরিসংখ্যান হয়ে যায়!
বেঁচে থাকার চাইতে স্বাভাবিক হয়ে হয়ে গেছে মৃত্যু ....
অপেক্ষা মৃত্যুর লক্ষনরেখা পার করে হাঁটে বহুদূর,
পরজন্ম খুঁজে বেড়ানো আমার কবিতাদের
বড় অসামাজিক অসম্পূর্ণ মনে হয় আজকাল।

শহুরে ধূলোয় জমতে থাকা সংস্কৃতি,
প্রেম-অপ্রেম-পরকীয়া সব দায়সারা মনে হয় এ সময়ে,
আজকাল কিছুই আর আমাকে উদ্বেল করে না,
নিদারুণ গ্রীষ্মদিনে বহু প্রতীক্ষিত বৃষ্টি,
অসময়ে ফোটা কৃষ্ণচূড়া,
গোলাপী মেঘ কি নীল গোলাপ!!
ইচ্ছের গোলকধাঁধায় খুঁজে ফেরা নিজেকে কী ভীষণ ক্লান্তিকর!
স্বপ্নের পাশাপাশি সমান্তরালে হাঁটে দুঃস্বপ্নের সারি...

শুধু কখনো জনারণ্যে কিংবা শবের মিছিলে
হঠাৎ কারো অবয়বে তোমার মুখের জ্যামিতি,
কোন সাদামাটা গল্পের সংলাপে কি কবিতার কোন গতানুগতিক উপমায়,
আচমকাই তোমার মুখ উঁকি দিয়ে যায়...

আজকাল কোন কিছুই আর অবাক করে না,
কেবল তুমিই মুগ্ধ করো হঠাৎ...
টের পাই আশার অঙ্কুর রয়ে গেছে বুকের গহীনে,
তোমাকে মনে পড়লেই বেঁচে থাকতে বড়ো ইচ্ছে করে...

©️ শিখা রহমান

মন্তব্য ২৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মনোমুগ্ধকর কবিতা।

২০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০১

শিখা রহমান বলেছেন: কাজী ফাতেমা ছবি আমার লেখায় সম্ভবত এটি আপনার প্রথম মন্তব্য। আমার ব্লগে আপনাকে স্বাগতম। মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন

শুভকামনা নিরন্তর।

২| ১৯ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫৩

মিরোরডডল বলেছেন:



কবিতায় ভালোলাগা ।
শেষ চারটি লাইন ভীষণ সুন্দর !
স্পর্শ করে গেলো ।


২০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৪

শিখা রহমান বলেছেন: মিরোরডডল আমার লেখার আপনাকে স্বাগতম। আপনার লেখা মাঝে মাঝে অফলাইনে পড়া হলেও মন্তব্য করা হয়ে ওঠেনি। মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

শুভকামনা সতত প্রিয় ব্লগার।

৩| ১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:০৭

শিখা রহমান বলেছেন: ধন্যবাদ +++ প্রিয় কবি। আপনার সাথে অনলাইনে অন্য প্লাটফর্মে প্রায়ই দেখা হলেও এক বছর পরে ব্লগে দেখা হলো।

ভালো থাকুন সবসময় কবিতায় ও ভালোবাসায়।
পাশে থাকার জন্য ধন্যবাদ ও শুভকামনা।

৪| ১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আজকাল কোন কিছুই আর অবাক করে না
কেবল তুমিই মুগ্ধ করো হঠাত.....

২০ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৬

শিখা রহমান বলেছেন: আইনস্টাইন আমার লেখায় স্বাগত। আশাকরি মাঝে মাঝেই লেখায় আপনাকে পাবো।

শুভকামনা সবসময়।

৫| ১৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৬

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ কবিতা!
চমৎকার একটি ছোট্ট, এক শব্দের শিরোনামে খুবই সুন্দর কবিতা লিখেছেন, শিখা। প্রায় প্রতিটি স্তবকে অন্ততঃ একটি করে লাইনে এসে থমকে দাঁড়াতে হয়েছে, কয়েকবার পাঠ করতে হয়েছে সে লাইনগুলো। কপি-পেস্ট এর সুবিধে নেই বলে সেসব চমৎকার লাইন উদ্ধৃত করা থেকে বিরত থাকতে হলো।
শেষের স্তবকে এসে কবিতাটি যেন পূর্ণতা পেল। "অনুভবহীন সময় হাতের মুঠোয় নিয়ে নির্বিকার বসে থাকা" উদাসীন, ভাবলেশহীন কবিকে তাও কোন একটা মুখের ছায়া সেটিকে 'অন্বেষণে' প্রবৃত্ত করতে পারলো।
কবিতায় পঞ্চম ভাললাগা। + +

৬| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

৭| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মুগ্ধতা। বারবার পাঠের মত কবিতা। শেষের লাইনটাতেই কত কথা বলেদিলেন।

৮| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২১

ইসিয়াক বলেছেন: কবিতা পাঠে মন্ত্র মুগ্ধ আমি।
অনবদ্য উপস্থাপন। সত্যি অসাধারণ।

এবার আশা করি ব্লগে নিয়মিত হবেন প্রিয় ব্লগার।

শুভকামনা সতত।

৯| ১৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো কবিতাটি++

১০| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: অন্বিষ্ট মানে কি?

১১| ২০ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৫৩

নেওয়াজ আলি বলেছেন: দারুণ উপস্থাপন ,

১২| ২০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৩

Abida-আবিদা বলেছেন: কাব্যশক্তির অতুলনীয় নমুনা। ভালো লাগার মত কবিতা।

১৩| ২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব সুন্দর শব্দের শিল্প ।

১৪| ২১ শে অক্টোবর, ২০২১ ভোর ৬:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন:
.
তুই লিখিসটিখিস বলে,
তোর কাব্য ঘোরের ছলে।
শব্দ সকল ঝালর হয়ে-
স্তুতির সেরা ভালোর হয়ে-
ঝলসে দেয়া আলোর হয়ে-
ধ্রুবক হয়ে জ্বলে রে মেয়ে
একেই 'ধ্রুপদ' বলে!!

১৫| ২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: .
তুই ব্লগে এলে পানসে সামুয় 'জাম ভর্তার' টেস্ট,
তুই লিখিস বলে কাব্য মহান, তুই কবিটা বেস্ট।

১৬| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৪

ফুয়াদের বাপ বলেছেন: হুতাশন হৃদয়ের হাহাকার আর প্রিয়জন প্রাপ্তির বাসনা-অসাধারন কাব্যিক ছন্দে উপাস্থপন করেছেন। পাঠ মুগ্ধ হয়েছি। শুভকামনা রইলো।

১৭| ০৬ ই মে, ২০২২ সকাল ১০:১৯

বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?

আপনার নতুন নতুন অসাধারণসব কবিতা মিস করছি।
মিস করছি আপনার আন্তরিকতা।

একটু সাড়া দিন।

১৮| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১২:০২

আরোগ্য বলেছেন: শিখা আপুর হদিশ নেই কেন? ব্লগের উপর অভিমান নাকি জীবনের ব্যস্ততা?
অন্ধকার ব্লগে শিখার আলো আবার জ্বলে উঠুক এই প্রত্যাশা রেখে গেলাম।

১৯| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রিয় শিখা আপা,
সালাম রইলো, আশা করি ভালো আছেন, প্রত্যাশাও তাই। আমি কবিতা বুঝি, বেশ ভালো বুঝতে পারি। আপনি এতো এতো কঠিন কবিতা কিভাবে লিখেন, এমন কঠিন কবিতা লিখতে পারা সহজ কাজ নয়, এই কঠিন কাজটি যিনি করছেন তিনি বেশ কিছুদিন যাবত অনুপস্থিত, আপনাকে অনেক অনেক দিন হলো ব্লগে আর দেখি না, তাই খানিকটা চিন্তিত। সময় ও সুযোগ পেলে লগইন হয়ে জানান দিবেন এই আশা রাখছি।

ইতি আপনার ভাই

ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.