| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মানুষ
ইমাম গাজ্জালীর স্থলাভিষিক্ত একজন
পৃথিবীতে অবতরণ করেছেন ।
তিনি মহান আল্লাহকে স্বপ্নে দেখেছেন
খিজির আঃ কে বাস্তবে দেখেছেন ।
আর মহান আল্লাহ তাকে কথা দিয়েছেন যে,
তার সাথে রাসুল সাঃ মদীনায় দেখা করবেন ,
তাছাড়া তিনি যেকোনো হক মাজারেই যান না কেনো
সেখানে শায়িত অলীগন স্বচেহেরায় তার সাথে সাক্ষাৎ করেন।
অতঃপর তিনি ইসলামকে উন্মাদ দেখেছেন
যেভাবে আঃ কাদের জিলানী রঃ ইসলামকে
বৃদ্ধ অবস্থায় দেখেছেন ।
আর তিনি তাগুতকে চাক্ষুষ দেখেছেন
তাগুতের প্রত্যক্ষ জ্ঞান তাকে দেওয়া হয়েছে ।
দাজ্জালকে দেখানো হয়েছে ।
তিনি ইবলিশের সাথে কথা বলেছেন
তিনি সৃষ্টির শুরু দেখেছেন এবং
কিয়ামত কি দ্বারা তৈরি তা দেখেছেন ,
এভাবে অসংখ্য মারেফাত তাকে দেওয়া হয়েছে ।
হক আল্লাহর অলীগনও
এসব জ্ঞান রাখতেন , আর এজন্য
তারা রাষ্ট্র এবং শরিয়ত একত্র করেন নাই ,
অথচ এখনকার শব্দার্থ জানা মোল্লারা
রাষ্ট্র ও শরিয়ত একত্র করার চেষ্টা করছে ।
এটা চরম মূর্খতা ।
ওহাবি, সালাফি, আহলে হাদিসরা মারেফাত
অস্বীকার করে , অথচ কোরান হাদিসে
মারেফাতের সুস্পষ্ট বর্ণনা রয়েছে ।
তিনি প্রমাণ করবেন
ইসলাম শান্তির ধর্ম ,
আর এজন্য তিনি সন্ত্রাসবাদকে
জাদুঘরে পাঠাবেন ইনশাআল্লাহ ।
তিনি অনেক দেশে একটি মিলিশিয়া বাহিনী
তৈরি করবেন ইনশাআল্লাহ ,
নাম হবে - “মডারেট মুসলিম মিলিশিয়া” ( M3)
বাহিনী।
যে দেশে বেশি সমস্যা থাকবে
সে দেশে , প্রয়োজনে ৭০ শতাংশ মানুষকে
এই বাহিনীতে নিয়োগ দেওয়া হবে ।
এরা কিছু সময় কৃষিসহ সব কাজই করবে ।
অতঃপর ঐ দেশে কোনো সন্ত্রাসী অবশিষ্ট
থাকবে না ইনশাআল্লাহ ।
যদি পুরো ৭০ শতাংশ মিলিশিয়া বাহিনী বিদ্রোহ
ঘোষণা করে ,
তবে পুরো জাতিকেই নাই করে দেওয়া হবে ইনশাআল্লাহ ।
যদি আল্লাহ সুযোগ দেন , এর বিস্তারিত পরিকল্পনা
পরে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ ।
ওআইসি এবং আরবলীগ এক্ষেত্রে কয়েক ট্রিলিয়ন
ডলার বিনিয়োগ করবে ইনশাআল্লাহ
এবং অমুসলিম দেশও কয়েক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইনশাআল্লাহ ।
বিশ্ব শান্তির জন্য এই বিনিয়োগ করতেই হবে ।
তিনি অবশ্যই মহান আল্লাহর পক্ষ থেকে
একটি নিদর্শন ।
সন্ত্রাসীরা যদি তাকে হত্যা করে
তবে দেশে বিদেশে মহান আল্লাহ
মহা গজব নাজিল করবেন ,
এতে কোনই সন্দেহ নাই ।
মহান আল্লাহ সাবধান করছেন
দেশের মানুষকে এবং সরকারকে
ছোট ছোট কম্পন দিয়ে।
সরকারকে অনুরোধ করছি
সন্ত্রাসীদেরকে ধরে ধরে শাস্তি দিন
এবং তাকে রক্ষায় আল্লাহকে সাহায্য করুন ।
এই নিয়ম সারা পৃথিবীর, সব দেশের জন্য প্রযোজ্য,
প্রত্যেক দেশের জন্য সাবধান বাণী এটা ,
তাকে রক্ষায় আল্লাহকে সাহায্য করুন
তা না হলে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চলবে ,
তীব্র এবং ভয়ংকর ধ্বংসযজ্ঞ ।
ইনশাআল্লাহ আমার জন্য
মহান আল্লাহই যথেষ্ট ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।
২|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫২
রাজীব নুর বলেছেন: আপনি একজন খাটি ধার্মিক।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিশ্ব শান্তির জন্য এই বিনিয়োগ করতেই হবে ।
................................................................................
বলতে পারবেন বিশ্ব শান্তি কবে আসবে ???