নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

আমি বেঁচে আছি সুবোধ! দেখে যাও -

২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

আমি বেঁচে আছি সুবোধ, দেখে যাও
বেশ আছি ছানা-পোনা নিয়ে
শেয়ালের ভয়ে ডানায় আকড়ে রাখি
তবু ছিড়ে খুড়ে ছোঁ মেরে নিয়ে যায় বাজপাখি!

তবুও আমি বেঁচে আছি সুবোধ, দেখে যাও
বেশ আছি-প্রতিবাদহীন। বোবার শত্রু নাই মন্ত্রও
মিথ্যে হয়ে যায়-আবরার, তনু, সীমা, অসীম নামের ভারে
পত্রিকার পাতায় চোখ রাখা দায় ধর্ষন মহোৎসবে


তারপরও আমি বেঁচে আছি সুবোধ, দেখে যাও
চুয়ান্নর ভয়ে অলখেই কবি হয়ে দেখি!
প্রকাশ বাসনার চোরা ঢেউ চোরা পথ খুঁজে নেয়
কিছু কবিতা কেবলই হার্ডডিস্কে ভয়ে, আতংকে লুকিয়ে থাকে।

অত:পর আমি বেঁচে আছি সুবোধ, দেখে যাও
সাতে পাঁচে নেই কারো, সাত চড়ে রা করেনা বধু হয়ে
সংবিধান, গণতন্ত্র, মৌলিক মানবাধিকার যাদুঘরে সাজিয়ে!
তবু নির্ভার ঘুম হলো কই? দু:স্বপ্নেরা তাড়া করে নিত্য!

বিশ্বাস হলো না? তবুও আমি বেঁচে আছি সুবোধ, দেখে যাও
চোখ-মূখ বুঝে, মাথা ঘাড় গুজে; সব রং এক রং
এক দেশে-এক বেশে-ভিন্নমত যখন গুনাহ, চলি পূণ্যপথের খোঁজে
তবু নি:শংক হতে পারলাম কই? অদৃশ্য গুপ্তচর অন্তর্জালায়!

একে কি বেঁচে থাকা বলে সুবোধ? তবুও আমি বেঁচে আছি
জ্যান্তেমরা অর্থ আর অভিধানে খুঁজতে হয়না
শহরে, নগরে, বন্দরে, গ্রামে একদৃষ্টে চেয়ে থকি
মৃতদেহের মিছিলে নিজেকে দেখে চমকে উঠি।।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




প্রথম ছত্র অপূর্ব।
সুবোধ কি করে দেখে যাবে ? তাকে তো ঘরছাড়া হতে হয়েছে হুলিয়া মাথায় নিয়ে!
সুবোধদের "সময়" কখনও পক্ষে ছিলোনা, আজ তো আরও নেই! :(

২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জি এস ভায়া

হুম। তাইতো বিপন্ন আত্মার আর্তচীৎকার তারেই স্মরণ করে।
পলায়নেও অপারগ নিজেকে খুঁজে পায় মৃতদেহের মিছিলে!!!

২| ২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ নিজেকে মাঝে মাঝেই অন্ধ মূক ও বধির মনে হয়।

২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সে যাতনারই প্রকাশের চেষ্টা!

অদ্ভুত অক্ষমতায় মাঝে মাঝে মনে হয় -
ফাঁসির আসামীর মতো অদৃশ্য ডান্ডবেরী যেন সকলের হাতে পায়ে!
বুরা মাত বলো বুরা মাত দেখো বুরা মাত কহো’র নিরবতায়
বোবাআত্মা গুমরে কেঁদে মরে।

৩| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০২

একাল-সেকাল বলেছেন:
সর্বত্রই মুক, অন্ধ বধির দের নির্বাক জনসভা। সচেতন জনগোষ্ঠী র অচেতন অবয়ব আর দিন দিন অসহায়ত্ব বাড়ছে চারিদিকে।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
যেন এক জ্যান্ত জুম্বি জমানায় বসবাস! সবাই জ্যান্ত অথচ কেউ জীবিত নয়
চারিদিকে মৃত লাশের মিছিল
কারো চেতনা, কারো বিবেক, কারো অন্ধত্ব, কারো দলান্ধতা, কারো অসহায়ত্ব....

৪| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০২

দয়িতা সরকার বলেছেন: সুন্দর। ভালোলাগ. ++++++++++++++++

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই সুন্দর যদি লিখতে না হতো- তবেই হতো সত্যিকারের সুন্দর!

অনেক অনেক ধন্যবাদ প্লাসে কৃতজ্ঞতা

৫| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৬

নেওয়াজ আলি বলেছেন: বায়ান্ন হতে একাত্তরে বিদ্রোহী হয়ে ভূখণ্ড পেয়েছি।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
কিন্তু বর্তমানের মাৎসানায়ে দাড়িয়ে যেন রুপকথা মনে হয়!
ব্রিটিশ খেদানো, পাকি তাড়ানো বাঙালী -স্ব-দেশী স্বৈরাচারিতায় যেন অসহায়!!!
নিজের বিরুদ্ধে নিজের এ লড়াই কে ন্যায়-অন্যায়, ভাল আর মন্দ, সাদা আর কালোর মাত্রা দেয়া
সেই দ্রোহের কবির অপেক্ষা -
মোটা দাগে যে চিহ্ণিত করে দেবে সত্য আর মিথ্যাকে। ভাল আর মন্দকে। সাদা আর কালোকে।

৬| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুবোধকে নিয়ে কেন মিথ্যে স্বপ্ন দেখি? সুবোধ অনেক আগেই মরে গেছে। আমরা তার প্রাণহীন দেহকে নিয়ে মিছে স্বপ্ন দেখি। আমরা মৃতের শোভাযাত্রায় আছি।সুবোধকে সামনে রেখে আমাদেরও তেমনই জীবন্মৃত হয়ে বেঁচে থেকে শেষের সে দিনের জন্য অপেক্ষা করা। কাব্যে ভালোলাগা।++
শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুবোধ এক স্বপ্ন
ফিনিক্স পাখির মতো অমর স্বপ্ন....
তাই মৃতের শোভাযাত্রায় পুন:প্রাণ লাভের ফিনিক্স স্বপ্ন হয়েই সুবোধ ফিরে ফিরে আসে।

অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা।
এখন শরীরের অবস্থা কেমন?

৭| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর হয়েছে।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৮| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১১

ইসিয়াক বলেছেন: কিছুই করার নেই যেন।অদৃশ্য শেকলে বন্দী সকলে।

২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো নিজেকে খুঁজে পাই মৃতদের মিছিলে
জ্যান্তেমরা সবাই....
সৈন্য আছে সেনাপতি নাই

৯| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: চারপাশ কেমন হতাশায় ডুবে যায়।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনিশ্চত আঁধার এক ঘিরে থাকে
এরই মাঝে হাতড়ে হাতড়ে পথ চলা...
মুক্তির সূর্যোদয়ের কত দেরী?
আঁধার যত গভির হয়, ভোরের সম্ভাবনা নাকি তত নিকটে!
শ্বাস ওঠা রোগী জানে অপেক্ষা কত যাতনাময়।

১০| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই দুঃসময় এ সুবধের উচিৎ ফিরে আসা ।
চমৎকার লেখনি গুরু ।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুবোধ আর ফিরবে কি? মাৎসানায় আঁধারে . . .
যদি লন্ঠন হাতে আসে আলোর দিশা লয়ে, আসবে কি?

ধন্যবাদ এবং শুভেচ্ছা অন্তহীন

১১| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৩:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভকামনায় আবারো ধন্যবাদ। আপনিও নিরাদ থাকুন সতর্ক থাকুন, সাবধান থাকুন করোনায়. . .

১২| ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৫৯

জাফরুল মবীন বলেছেন: ‘মৃতদেহের মিছিলে নিজেকে দেখে চমকে উঠি’ - কী অসাধারণ ভাবের প্রকাশ!

শুভকামনা রইলো সব্যসাচী কবির জন্য।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণীত হলাম।
পাঞ্চ লাইনটা কোট করায় প্রীতানুভব করছি।

আর শুভকামনায় বিনীত কৃতজ্ঞতা

১৩| ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৮:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পালিয়ে কেউ বাঁচতে পারবে না,কেউ পারে নাই।তার চেয়ে প্রতিবাদ প্রতিরোধ গড় তুলতে হবে।এই জন্য দরকার প্রস্তুতি পরিকল্পনা ও সংগঠিত হওয়া।

২১ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন।
কিন্তু অনুভব করছে সবাই- সিপাহসালার হচ্ছে না কেউ!
আমজনতা তাই হাবুডুবু খাচ্ছে অকুল পাথারে - - -

১৪| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: বেঁচে থাকাটাই বড় কথা। বেঁচে থাকার আনন্দে সমস্ত দুষ্টলোকদের ক্ষমা করে দিন।

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আর দুষ্ট লোকেরা আরো বেশি করে অধিকার হরণের দুষ্টামি করুক, তাই চান?
শেয়াল আর সিংহের কাহাবত তো জানেন মনে হয়।

আপনার কথায় আরেকটা প্রবচন মনে পড়লো
করেছো কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না?

১৫| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১১

জাহিদ হাসান বলেছেন: ভালো লাগলো।

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জাহিদ হাসান ভায়া

১৬| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৭

করুণাধারা বলেছেন: একে কি বেঁচে থাকা বলে সুবোধ? তবুও আমি বেঁচে আছি

:(( চোখ বন্ধ,মুখ বন্ধ, কান বন্ধ, হাত বন্ধ করে স্থবীর হয়ে জীবন বাঁচিয়ে চলেছি সুবোধ...

চমৎকার কবিতা, ++++

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমম

জ্যান্তেমরা হয়েই বেঁচে থাকা!

অনেক অনেক ধন্যবাদ

১৭| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: িবড়ালের গলায় ঘন্টা বাধার মত লোক নেই, তাই সুবোধ পালিয়ে বেড়াচ্ছে।

তবু সে ফিরে এসে দেখুক বর্তমান সময়ের বাংলাকে।+++++

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বৈরাচারী বিড়ালের আচড়ে খামচিতে রক্তাক্ত মৌলিক অধিকার!
মৃতদেহের মিছিল বাড়ছে
জ্যান্তেমরা আমজনতা কোমায় বেঁচে আছে

১৮| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৯

জাহিদ হাসান বলেছেন: :)

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

১৯| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৬

রানার ব্লগ বলেছেন: হ্যা ঠিকি এখনো বেঁচে আছি !!!!

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্যান্তেমরা অর্থ আর অভিধানে খুঁজতে হয়না
শহরে, নগরে, বন্দরে, গ্রামে একদৃষ্টে চেয়ে থকি
মৃতদেহের মিছিলে নিজেকে দেখে চমকে উঠি।।

২০| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: যারা কবিতা লেখেন তাদের ভিন্ন গ্রহের প্রানী বলেই আমার মনে হয়।
এমনিতে কবিতা আমি কম বুঝি।
এত সুন্দর করে কিভাবে অল্প কথায় মনের ভাব প্রকাশ করে।
এমন অনেক শব্দ ব্যবহার করছেন, যার জন্য বাংলা অভিধানের সাহায্য নিতে হবে।
ভাললাগা জানিয়ে গেলাম। ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভায়া

আপনার ভাললাগা অনুপ্রাণ হয়ে রইলো
শুভেচ্ছা জানবেন।

২১| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬

মিরোরডডল বলেছেন:



তবু নির্ভার ঘুম হলো কই? দুঃস্বপ্নরা তাড়া করে নিত্য ।
একে কি বেঁচে থাকা বলে সুবোধ ? তবুও আমি বেঁচে আছি
মৃতদেহের মিছিলে নিজেকে দেখে চমকে উঠি


সুন্দর কিন্তু কষ্টদায়ক :(




২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
যদি লিখতে না হতো এমন সুন্দর সেটা হতো সত্যিকারের সুন্দর
যুগান্ত যাতনারা কুড়ে কুড়ে খায়
সয়ে সয়েও মাঝে মাঝে কিছু বেরিয়ে যায়! কিছু রয়ে যায় আতুর ঘরেই।

অনেক অনেক শুভকামনা রইলো

২২| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৭

পদ্মপুকুর বলেছেন: আগে তো তাও মানুষের চিন্তা থেকে সুবোধরা নগরীর দেয়ালে যায়গা নেয়ার সাহস করতো, এখন সে সাহসটুকুও অপসৃয়মান। সুবোধ সহসা আর দেখতে আসবে বলে মনে হয় না।

স্বপ্নবাজ সৌরভকে দেখলাম অনেকদিন পর।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেয়াল থেকে হারিয়ে গেছে
যাচ্ছে বুঝি হৃদয় থেকেও
স্বৈরাচারের খড়গ কৃপান
করছে ধাওয়া আড়াল হয়েও।।

হুম। ভায়া মনে হয় ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন!!
তাই আমরা মিস করছি।

২৩| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

মা.হাসান বলেছেন: সুবোধ পালাইয়া গিয়াছে।

শান্তির দেশে দেয়ালে উল্টাপাল্টা লিখিয়া অশান্তি সৃষ্টির অভিযোগে ঐ সময়ে র‌্যাব-পুলিশ উভয়ে মিলিয়া সুবোধকে গরু খোঁজা খুঁজিয়াছে। উহাদের দোষ দিব কেনো, দেশে কোনো অপরাধী নাই, র‌্যাব-পুলিশের হাতে কাজ নাই, কাজেই ঐ গ্রাফিতিকারকে খোঁজাই বড় কাজ।

দুবছর আগেই দেশে শান্তি আর শান্তিই ছিলো , এখন উহার বাড় বাড়ন্ত। ২০৪১ পর্যন্ত সুবোধ আত্মগোপনেই থাক, চাইলে আত্মহত্যাও করিতে পারে।

দেয়াল থেকে হারিয়ে গেছে
যাচ্ছে বুঝি হৃদয় থেকেও


ইহাই নিরাপদ।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমি বন্ধ রাখবে মূখ
তুমি আটকে রাখবে কি বোর্ড
তুমি মুছে দেবে গ্রাফিতি
তুমি সুলেমানী ব্যান দেবে সোশাল আইডিতে
আমার চেতনাকে বাঁধবে কি দিয়ে?

একাত্তরে দেখোনি
মৃত্যু কখনো ভীত করতে পারেনি
মৃত্যু কখনো কাবু করতে পারেনি
দমাতে পারেনি
থামাতে পারেনি, অনন্ত অসীম স্বাধীনতা স্পৃহাকে!

তখন শত্রু ছিল ভিনদেশি
আজ স্ব-দেশি বলেই
ক্ষনিক থমকে আছে সকলে!!!
শপথ আমজনতার- যখন ভাংবে সে দেয়াল
বেনোজলে ভেসে যাবে সকল -স্বৈরাচার।

২৪| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪২

নীল আকাশ বলেছেন: ভাই রে এই দেশে আস্তে আস্তে আমাদের সবাইকেই সুবোধের মতো হতে হবে!

২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুবোধতো পালিয়ে বেঁচেছে?
আমজনতারতো পালানোর পথও নেই!!!!

২৫| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১:৫৭

সোহানী বলেছেন: সুবােধ!! সে তো কবেই গুম হয়ে গেছে........। হাড্ডিগুড্ডি ও এখন সার প্রায়।

২২ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :((

তাই বুঝি সব অ'বোধদের উলম্ফন!
হায়েনার চিৎকার
শকুনের ঝাক ঢেকে দেয় সূর্যালোক
একমূখিতায় কাৎ হয়ে পড়ে ন্যায়ের পাল্লা

সুবোধ, ফিনিক্স পাখির মতো
আবার উঠবে জেগে
বারবার শুন্যথেকেই অগুনিতে

চেতনার গহনে শেকলবন্ধী
শেকল ছেড়ার মন্ত্র পেয়ে গেলেই
শৈকল ছেড়ার গানে জাগাবে জাতি . . .



২৬| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ২:০৯

ডঃ এম এ আলী বলেছেন:



কেমন করে জানাই যে
আমি এখন তেমন সুস্থ নই,
শুধু দেখে গেলাম ।একটু
ভাল ফিল করলে আবার
আসব ফিরে এমন সুন্দর
কবিতায়।
শুভেচ্ছা রইল ।

২৭ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে আল্লাহ, হে পরম দয়ালু
তুমি অসীম রহমতে তুমি প্রিয় ভাইটিকে শেফায়ে কামলো দান করো।
পূর্ণ সুস্থতা দান করো। এবং আসমানী জমিনী, জাহিরী, বাতেনি সকল প্রকার
আজাক গজব, বিপদ আপদ থেকে হেফাজত করো।

সুস্থ প্রত্যাবর্তনের অপেক্ষায় রইলাম

২৭| ২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৮

ৎঁৎঁৎঁ বলেছেন: কে যেন লিখলো যে সময় কখনো সুবোধদের পক্ষে থাকে না, ছিল না। তবুও সময়ের চরম অসময়ে শহরের দেয়ালে আঁকা হয় হয় গ্রাফিতি, সবাক অথবা নির্বাক প্রতিবাদে লেখা হয় কবিতা তখনো, এখনও....

শুভকামনা নিরন্তর....

২৯ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সময়ের চরম অসময়ে শহরের দেয়ালে আঁকা হয় হয় গ্রাফিতি, সবাক অথবা নির্বাক প্রতিবাদে লেখা হয় কবিতা তখনো, এখনও....

অনুভব আর তার দারুন নান্দনিক প্রকাশে মুগ্ধতা :)
অনেক অনেক ধন্যবাদ ৎঁৎঁৎঁ

অন্তহীন শুভকামনা রইলো

২৮| ২৭ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: এ দেশে এখন অন্ধ মূক ও বধিরগণই নিরাপদ। সুবোধ তিরোহিত, গ্রাফিতি অপসারিত, বিবেক বিলুপ্ত।

০২ রা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র

যথার্থ বলেছেন। মাৎসানায়ে অসহায় সমপর্ণই জীবন!

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.