নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

আরো একটি সফলতা যুক্ত হোলো আধা নোবেল জয়ীর একাউন্টে‼️

২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪০



সেদিন প্রথম আলো-র সম্পাদক বলেছিলেন—
“আজ শেখ হাসিনা পালিয়েছে, প্রথম আলো এখনো আছে।”

একজন সাধারণ নাগরিক হিসেবে আজ আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই—
প্রথম আলোর সম্পাদক সাহেব, আপনারা কি সত্যিই আছেন?

যেদিন দেশ জঙ্গিদের দেওয়া আগুনে পুড়ছিল,
যেদিন ঘরবাড়ি, উপাসনালয়, মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছিল—
সেদিনও আপনারা সেই আগুনকে “বিক্ষুব্ধ জনতার ক্ষোভ” বলে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন।
আজ যখন আপনাদেরই দেবালয় পুড়ে ছাই,
আজ কী বলবেন?
আজও কি সেটাকে “ক্ষোভের বহিঃপ্রকাশ” বলবেন?

ডেইলি স্টার-এর সম্পাদক মহোদয় একসময় কলাম লিখে বলেছিলেন—
“আপনি যাবেন না ইউনুস ভাই, গেলে সব শেষ হয়ে যাবে।”
আজ যখন বাস্তবতা ভিন্নভাবে দাঁড়িয়ে গেছে,
আজ কি আবার কলাম লিখে সেই একই কথা বলবেন?
নাকি এবার নীরবতাই হবে আপনার সম্পাদকীয় অবস্থান?

নিউ এজ-এর সম্পাদক সাহেব,
স্বৈরাচারী আচরণ, মব জাস্টিস আর সন্ত্রাসী ফ্যাসিবাদের সংজ্ঞা কি এবারও বদলাবে না?
এবার তো এদের বলা হচ্ছে “বিপ্লবী”—
তাই কি এদের সব কর্মকাণ্ডই বৈধ হয়ে যায়?
টক শোতে গিয়ে কি এবারও বলবেন—
“এগুলো বিপ্লবী কর্মকাণ্ড”?

---

জনাবগণ, আমার আজ সত্যিই কিছু প্রশ্নের উত্তর জানার খুব প্রয়োজন আছে—

1. আগুন যদি ক্ষমতার পক্ষে লাগে, তখন কি তা বিপ্লব—আর বিপক্ষে লাগলে তা সন্ত্রাস?

2. মানবাধিকার কি কেবল পছন্দের মানুষের জন্য, নাকি তা সার্বজনীন?

3. সংবাদমাধ্যম কি ক্ষমতার ভাষ্য বৈধ করার যন্ত্র, নাকি জনগণের বিবেক?

4. আপনারা কি ইতিহাসের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন—আপনারা সত্যের পক্ষে ছিলেন?

5. নাকি ভবিষ্যৎ প্রজন্ম পড়বে—এই সময়েও কিছু সংবাদমাধ্যম নির্বাক দর্শক ছিলো! কেউ কেউ সহযোগী॥
আমি শুধু একজন নাগরিক—
যে জানতে চায়,
দেশ জললে আসলে আপনারা কোথায় দাড়ান?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: “আপনি যাবেন না ইউনুস ভাই, গেলে সব শেষ হয়ে যাবে।”
........................................................................................
মাত্রই তো নাটক শুরু হলো
এত তাড়াতাড়ি যাবে কেন,
আমরা বাঙালীরা আবেগ প্রবন
তাই মানুষ চিনতে একটু দেরী করে ফেলি ।

২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩১

ক্লোন রাফা বলেছেন: এত গ্রিডি মানুষ আমার দেখার দুর্ভাগ্য আমার হইতো’না । যদি আমি বাংলাস্থান এর আধা নোবেলজয়ী’কে না দেখতাম।আধা নোবেলেই বাংলা পুড়ে ছারখার । এখন চিন্তা করে দেখুন পুরো নোবেল থাকলে । আমরা এতদিনে মায়ানমার হইতে পারতাম ।

২| ২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৫৬

মাথা পাগলা বলেছেন: ডেইলি স্টার, প্রথম আলোর সাথে লীগের কোনকালেই ভালো রিলেশন ছিলো না। কেউ কোন দিন পুড়াইতে যায় নাই। পুড়ানো নিয়ে বুড্ডিজীবীদের এই নিয়ে কোন প্রতিবাদ নাই উল্টা হাদীর মতো ছাপড়িরে আইডোলজী বানিয়ে বয়ান দেয়। আমার ধারনা দেশের মানুষ এখনো বিপদ আঁচ করতে পারে নাই। আইরনি হবে কিছুদিন বাদে ডেইলি স্টার, প্রথম আলো যদি নিউজ করে - ফ্যাসিস্ট হাসিনার দোসররা এই কাজ করেছে...বলা তো যায় না, সব ঠগের দল!


"ইউনুস সাহেবের মতো একজন সৎ নিষ্ঠাবান উপদেষ্টা এই উপমহাদেশের মধ্যে একজনই, সেই জন্যই দেশে এখন সুশাসন - গনতন্ত্রের নহর বইছে।" ~ বানীতে জনৈক ব্লগার।


২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৩৬

ক্লোন রাফা বলেছেন: বাঁক স্বাধীনতা এখন ভাগ স্বাধীনতা হয়ে গেছে-
আজকের প্রজন্ম এবং লালবদরদের জন্য এই ধাক্কাটা প্রয়োজন ছিলো। পরবর্তীতে আজকের প্রত‍্যেকটি অপকর্ম, অন‍্যায় , অবিচার উদাহরণ হয়ে থাকবে।
এর প্রতিটি প্রয়োগ হবে যথাযথ নিয়মে। আর কোনো ধানাই পানাই চলবেনা , পরবর্তীতে ।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৪

ধুলো মেঘ বলেছেন: যারা প্রথম আলো ডেইলি স্টারে গিয়ে মব করেছে - তাদের কারো নাম বা চেহারা কি কেউ প্রকাশ করেছে? করেনি। এখানেই তো আসল খেলা। সেটা করলেই তো প্রকাশ হয়ে যায় এই খেলার পেছনে কারা আছে!

২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯

ক্লোন রাফা বলেছেন: এখানেই ভুলটা করেছে । অনেক রেকর্ডেড ভিডিও ক্লিপ আছে । যা ঐ জুলাই লালবদরদের কল‍্যানে ছড়িয়ে গেছে । এখন এদের কেশাগ্র স্পর্শ করা যাবেনা । কিন্ত উপযুক্ত সময় এবং পরিবেশে যুদ্ধাপরাধের মতই বিচার হবে ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৪

কিরকুট বলেছেন: আধা না । তিন ভাগের এক ভাগ । খুচড়া বলতে পারেন । আমার মাঝে মাঝে মনে হয় , নোবেল কমিটি গ্রামীণফোন আর টেলিনোর কম্পানিকে দিতে চেয়েছিলো আমাদের ইউনুস চাচু টেলিনোরের হাতেপায়ে ধরে নিজের নাম ঢুকিয়ে দিয়েছে ঠিক যেমন ইউনুস চাচুর স্বিকারক্তি তার বাচ্চা বেলার পুরুষ্কার ডাকাতির গল্প ।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


শেখ হাসিনার সময় বাংলাদেশে এখনকার চেয়ে কমপক্ষে ১০০ গুণ বেশী ভালো ছিল।
শেখ হাসিনা বাংলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শাসক।
তাকে মানুষ ভুলবে না।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জাতীয় কবিকে এভাবে অপমান না করলে কি হতো না?
কাজী নজরুল ইসলামের পাশে একটা নোংরা মানুষের কবর।
ছিঃ!

৭| ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৫

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার আওয়ামি লিগের । ;)

৮| ২০ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৪৫

কিরকুট বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার আওয়ামি লিগের ।

কুতুব সাহেব হয়তো ব্যংগার্থে প্রকাশ করলেন কিন্তু আমি বিশ্বাস করি এটাই সত্য । তার কর্কান্ডের বরাতে এই ধ্বংসযোজ্ঞ ।

৯| ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: ইউনুস একজন ব্যর্থ।

১০| ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৮

বাকপ্রবাস বলেছেন: নো ওয়ান কিল্ড হাদি

১১| ২০ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৫

প্রামানিক বলেছেন: যেই ক্ষমতায় আসুক এ দেশ কন্ট্রোল করা সহজ হবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.