নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social, I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

অল্প পুঁজিতে অত্যন্ত লাভজনক একটি ব্যবসার সন্ধান, যে কেউ চাইলে শুরু করতে পারে

২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৫



কেউ একজন জানতে চেয়েছেন ১০/১২ লাখ টাকা বিনিয়োগ করে কিভাবে মাসে ১/২ লাখ টাকা ইনকাম করা যায়? বিষয়টা নিয়ে চিন্তা করে দেখলাম বাংলাদেশে ১০/১২ লাখ টাকা বিনিয়োগ করে অবশ্যই মাসে ২/৩ লাখ টাকা প্রফিট করা সম্ভব কিন্তু এ জন্য থাকতে হবে ভেজাল মিশ্রণ, চুরি, এবং ট্যাক্স-ভ্যাট ফাঁকি দেওয়ার অভিজ্ঞতা সাথে মিথ্যার ফুলঝুড়ি ফোঁটানোর দক্ষতা তো থাকতে হবেই। উক্ত অভিজ্ঞতা এবং দক্ষতা যদি আপনার থাকে তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না, তরতর করে আপনার বিজনেস গ্রো করবে। কিন্তু সমস্যা হচ্ছে এখানেও ঝুঁকি রয়েছে, সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে প্রতিপক্ষ্যের ঝুঁকি, আপনার প্রতিদন্ধী যদি অনেক শক্তিশালী হয় তাহলে তারা না না কারিকুলাম করে আপনার ব্যবসা ধ্বসিয়ে দিতে পারে। সুতরাং দেখা যাচ্ছে এখানেও ঝুঁকি রয়েছে, আসলে ব্যবসা মানেই ঝুঁকি তা আপনি যে পদ্ধতিতেই ব্যবসা করুন না কেন।

বিবিধ বিষয় গবেষণা করার পর আমি এমন একটি ব্যবসার সন্ধান পেয়েছি যেখানে মূলধণ হারোনোর ঝুঁকি নেই বললেই চলে, প্রকৃত পক্ষে এই ব্যবসাটি করার জন্য খুব বেশী মূলধনেরও প্রয়োজন পরে না তাই মূলধন হারোনোর চিন্তা নেই।

নাহ আর বেশী ভণিতা না করে ব্যবসাটির নাম বলেই দেই তাহলে, ব্যবসাটির নাম হচ্ছে 'রাজনীতি' আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যা অত্যন্ত ফলপ্রসূ একটি ব্যবসা, আপনাকে জাস্ট শুরু করতে হবে ফলাফল নিয়ে আপনার ভাবতেও হবে না। ব্যবসাটি শুরু করার কয়েক বছরের মধ্যেই আপনি নিজেকে মিলিয়নারদের কাতারে দেখিতে পাইবেন এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। বিষয়টির লাইভ উদাহারণ দেখতে আমাদের অকাল প্রয়াত হাদি ভাইয়ের এই বক্তব্যটি একবার শুনুন তাহলে রাজনীতি এবং আলাদিনের চেরাগের সম্পর্ক বুঝিতে পারিবেন। বিপুল সম্ভবনাময় অথচ অকাল প্রয়াত এই উসমান হাদি সম্পর্কে দুটি কথা না বললেই নয়- সদ্য প্রয়াত এই উসমান হাদি ছিলেন আমাদের দেশের প্রখর মেধাবী ও অগাধ বুদ্ধিমত্তা সম্পন্ন একজন উদিয়মান রাজনীতিবীদ, সত্য বলার অপরাধে তাকে আজ সিস্টেম করে সরিয়ে দেওয়া হলো, যা অত্যন্ত দুঃখজনক! :(( যথাযথ তদন্তের মাধ্যমে এই বর্বর হত্যাকান্ডের মূল হোতাদের গ্রেফতার এবং বিচারের দাবি জানাচ্ছি। দেশে এখন চলছে হাদির লাশ নিয়ে রাজনীতি- যা সম্পুর্ণ ভিন্ন প্রসঙ্গ, এই পোস্টে এসব নিয়ে আলোচনা অবান্তর বই কিছু না।

সতর্কীকরণ- "রাজনীতির সাথে লাশের একটি সম্পর্ক রয়েছে" এই বিষয়টা একটু নোট রাখুন যা আমি পরে ক্লিয়ার করছি।

যা হোক এবার মূল প্রসঙ্গে ফিরে যাই- বাংলাদেশে মানুষ ব্যবসা শুরু করতে ভয় পায় কেন?
কারণ ব্যবসায়—পুঁজি লাগে, হিসাব রাখতে হয়, লোকসান হলে ঘুম হারাম হয়, আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার—জবাবদিহি আছে। কিন্তু এক ধরনের ব্যবসা আছে, যেখানে এসবের কিছুই নেই। শূন্য পুঁজি, শূন্য ঝুঁকি আর লাভের সীমা অসীম। ব্যবসাটার নাম—রাজনীতি।

রাজনীতি- এটা কোনো আদর্শ নয়, কোনো সেবা নয়, নয় কোন আত্মত্যাগ। বাংলাদেশে রাজনীতি হলো একটি প্রমাণিত বিজনেস মডেল যেটা বহু মানুষ ট্রাই করেছে, এবং আশ্চর্যজনকভাবে বেশিরভাগই সফল। স্টার্টআপ ক্যাপিটাল: ০ টাকা। হ্যাঁ, এক টাকাও না। না ব্যাংক লোন, না ইনভেস্টর, না ভিসি ফান্ডিং।

শুধু লাগবে :
-লজ্জা কম থাকা।
-স্মৃতি দুর্বল হওয়া প্রয়োজনমতো মত পাল্টানোর ক্ষমতা।
-ননস্টপ বুলশিট বকে যাওয়ার ক্ষমতা।
-আর থাকতে হবে পাবলিক প্লেসে প্রচুর ভালো ভালো কথার ফুলঝুড়ি ফোঁটানোর ক্ষমতা, ব্যক্তিগত লাইফে আপনি যত বড় জঘণ্য এবং ইতর টাইপের ব্যক্তি'ই হোন না কেন দ্যাট ডাজন্ট ম্যাটার!


মাত্র এই পাঁচটি গুন থাকলে আপনি বাংলাদেশে রাজনীতি নামক ব্যবসা করার জন্য রেডি।

শুরুর দিকে আপনি থাকবেন “ভাইয়ের সাথে”। ভাই মানে—যিনি ক্ষমতার কাছাকাছি। আপনি চা ধরবেন, গেট পাহারা দেবেন, ফেসবুকে স্ট্যাটাস দেবেন। এইটাই আপনার Seed Round।

ফ্রি শ্রম = ফ্রি ট্রেনিং:
প্রথম কয়েক বছর আপনি কিছুই পাবেন না, কিন্তু শিখবেন অনেক কিছু— কখন কী বলতে হয়, কখন চুপ থাকলে বাঁচা যায়, কখন হাততালি দিলে ক্যামেরায় আসা যায় ইত্যাদি। এই ট্রেনিং কোনো বিজনেস স্কুলে নেই। এটা শেখায় কীভাবে মানুষ না হয়ে টিকে থাকতে হয়।

প্রমোশন: আদর্শ থেকে সুযোগ:
একসময় আপনি লক্ষ্য করবেন— আগে যেগুলোকে অন্যায় বলতেন, সেগুলো এখন “পরিস্থিতির কারণে” ঠিক হয়ে গেছে, এটাই গ্রোথ। এখন আপনি কমিটিতে ঢুকবেন, নামের আগে-পরে পদবি আসবে। পুলিশ ফোন ধরবে, অফিসের দরজা খুলবে, মানুষ ভয় পাবে, এই জায়গা থেকেই রাজনীতি ব্যবসা হয়ে ওঠে।



ইনকাম স্ট্রিম:
এখানে আয়ের অনেক পথ — ঠিকাদারি, দখল, চাঁদাবজি সুপারিশ, পারমিশন, “ভাইয়ের লোক”পরিচয় ইত্যাদি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে— এগুলোকে কেউ ঘুষ বলবে না, বলবে ম্যানেজমেন্ট। আর -ট্যাক্স, ভ্যাট, অডিট, আয়কর? ওগুলো তো সাধারণ মানুষের জন্য।

সবচেয়ে বড় সেফটি নেট:
এই ব্যবসায় ব্যর্থ হলেও বিপদ নেই, আপনি যদি কিছু করতে না পারেন—বলবেন, “দল ক্ষমতায় নেই” দল ক্ষমতায় থাকলে বলবেন “ত্যাগী নেতার মুল্যায়ন নেই” আর যদি সব পারেন তাহলে বলবেন- “জনগণ আমাকে ভালোবাসে, জনগণ আমার সাথেই আছে”। জনগণ তখন ফেসবুকে কমেন্ট লিখবে, বাস্তবে কিছুই বদলাবে না।

নৈতিকতা: লাক্সারি আইটেম:
-নৈতিকতা এই ব্যবসায় বাধ্যতামূলক নয়।
-এটা অনেকটা গাড়ির সানরুফের মতো, থাকলেও চলে, না থাকলেও সমস্যা নেই; বরং না থাকলে গাড়ি দ্রুত চলে।




কোটিপতি হওয়ার রহস্য:
আপনি কখনো খেয়াল করেছেন— যারা রাজনীতিতে ঢোকার আগে “সংগ্রামী কর্মী” ছিল, তারা কয়েক বছর পর কীভাবে “সম্মানিত ব্যবসায়ী” হয়ে যায়? কারণ এই ব্যবসায় ইনপুট কম, আউটপুট বেশি, প্রশ্ন করার মানুষ কম, বিচার করার নেই সময়। একবার এই পেশায় ঢুকলে, আপনি আর সিস্টেমের বাইরে নাআপনিই সিস্টেম।



যারা রাজনীতিকে সেবা ভেবেছিল—তারা হয় ক্লান্ত, নয় হারিয়ে গেছে। আর যারা এটাকে ব্যবসা ভেবেছে—তারা আজ সফল উদ্যোক্তা। তাই আপনি যদি সত্যিই - অল্প পুঁজিতে,অল্প পরিশ্রমে, আর সর্বোচ্চ লাভে আগ্রহী হন তাহলে- স্টার্টআপ নয়, ই-কমার্স নয়, স্টক/ ক্রিপ্টো নয়, নয় বিদেশে থালা-বাসন ঘষাঘষি, রাজনীতিই হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট বিজনেস।



রাজনীতি ব্যবসার আরও কিছু সুবিধা সমূহ:
-বাংলাদেশে একমাত্র ব্যবসা যেখানে পুঁজি লাগে না, হিসাব রাখতে হয় না,লোকসান হলেও দায় নেই— নাম তার রাজনীতি।
-রাজনীতিতে ঢোকার আগে সবাই আদর্শবাদী, দুই বছর পর আদর্শের জায়গায় ঠিকানা বদলায় ব্যাংক ব্যালান্স।
-ব্যবসা করলে ব্যর্থ হলে "দেউলিয়া" আর রাজনীতিতে ব্যর্থ হলে— "দল ক্ষমতায় নেই" "সময়টা ভালো ছিল না", সামনে অবারিত সুযোগ।
-রাজনীতি মোটেও কোনো সেবা নয়, এটা সবচেয়ে প্রফিটেবল পার্ট-টাইম বিজনেস।
-রাজনীতিতে নৈতিকতা বাধ্যতামূলক নয়; থাকলে ভালো, না থাকলে লাভ বেশি।
-এখানে ভোট আসে জনগণ থেকে, কিন্তু লাভ যায় নির্বাচিতদের পকেটে।
-যে রাজনীতিকে সেবা ভাবে, সে হারায় আর যে ব্যবসা ভাবে সে গাড়ি বদলায়।
-রাজনীতি একমাত্র পেশা যেখানে মিথ্যা বললে প্রেস কনফারেন্স হয়।


বাই দ্যা ওয়ে- পোস্টের শুরুতে যে রাজনীতির সাথে লাশের সম্পর্কের কথা বলছিলাম তার কারণ হচ্ছে- আমাদের দক্ষিণ এশিয়ায় রাজনীতিবিদদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারে না, তাছাড়া নিউটন সাহেব বলিয়াছেন- Every action has an equal and oposit reaction বিষয়টা ফিজিক্সের একটি নীতি হলেও জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা প্রযোজ্য। রাজনীতি নামক এই ব্যবসায় গাড়ি, বাড়ি, ধন দৌলত, জনপ্রীয়তা সবকিছু পাওয়ার হাতছানি থাকলেও- কবে, কখন, কোথায়, কোন ড্রেনে, রাস্তায় আপনার লাশ পড়ে থাকবে তার কোন হদিস নেই সেক্ষেত্রে আপনার অর্জিত সমস্ত ধন দৌলত অর্থহীন পরে থাকবে বা অন্যের ভোগের পণ্য হয়ে যাবে তাই বিষয়টি একটু খেয়াল কইরা।




নোট: লেখাটি নির্দিষ্ট কোন দল বা ব্যক্তির উদ্দেশ্যে নয়।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৪

কিরকুট বলেছেন: চলেন শুরু করি। কোটিপতির লিস্টে নাম তোলার আমার ছুডু বেলার খায়েশ।

২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: আমারও কোটিপতি হতে মুঞ্চায়!! দেখেন ছেড়া শার্ট পরিহিত কিছু ছেলেপেলে কয়েকমাসে কিভাবে কোটিপতি বনে গেলো।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৪

সাইবার পথিকৃৎ বলেছেন: এইসব না করে কাজের কাজ করেন। নিজের উপকার করেন, দেশের উপকার করেন, মানব জাতিরউপকার করেন। হিউম্যানয়েড বানানোর চেষ্টা করে দেখুন, না পারলে আমদানির চেষ্টা করেন।সেমিকন্ডাক্টর নিয়ে কিছু একটা করুন।
যা চর্চা করবেন তাই হবে। ময়লা নিয়ে ঘাটাঘাটি করলে দুর্গন্ধই ছড়ায়। তাই দুর্গন্ধ আর বাড়ায়েন না।

২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:০৫

জ্যাক স্মিথ বলেছেন: আমার দীর্ঘ দিনের স্বপ্ন আমার নিজের একটি রোবট তৈরী করবো, আমার ব্রেইনের সব তথ্য যার মধ্যে জমা থাকবে, রোবটটা আমার ক্লোন ভার্সন হিসেবে কাজ করবে, এ জন্য আমার প্রচুর টাকা দরকার।

ময়লা নিয়ে ঘাটাঘাটি করলে দুর্গন্ধই ছড়ায়। তাই দুর্গন্ধ আর বাড়ায়েন না। - এই দেশের প্রায় শতভাগ অকর্ম মানুষজন সারাদিন এইসব দুর্গন্ধ নিয়ে ঘাঁটাঘাটি করে।

আমার নীড়ে আপনাকে স্বাগতম।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আপনি আগে বিজনেস শুরু করেন ।

২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১০

জ্যাক স্মিথ বলেছেন: আমি অতি শীঘ্রই জনগনের জন্য কাজ শুরু করে দিবো, ঘরে ঘরে ইনসাফ প্রতিষ্ঠা করিবো। B-)
মিডিয়াতে ভালো ভালো কথার ফুলঝুড়ি ফুঁটিয়ে হাবাগোবা জনগোষ্ঠীর মন জয় করে বিপুল ভোটে বিজয় অর্জন করিবো। :D

৪| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৩১

কামাল১৮ বলেছেন: ইউনুস বিনা পুজিতেই নোবেল সহ কুটি কুটি টাকার ব্যবসা করেছে।সেটাই ভালো, টাউটারি ব্যবসা।তার অনুসারিরাও আজ বানাচ্ছে কুটি কুটি টাকা।

২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১১:১৪

জ্যাক স্মিথ বলেছেন: ইউনুস এখন কেন এসব করছে? তাকে তো আমি ভালা মানুষ হিসেবেই জানতাম, তাছাড়া শতভাগ জনগনের মতামতের ভিত্তিতে তাকে ক্ষমতায় বাসানো হলো, তাহলে এখন কেন সে দূর্নীতি করছে?

জনগণের রায় নিয়ে পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে, তারা কি দূর্ণীতি মুক্ত থাকবে?

২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৩

জ্যাক স্মিথ বলেছেন: বাই দ্যা ওয়ে- আপনাকে কেউ কি তওবা পড়িয়েছে যে আপনি কোনদিন পোস্ট করবেন না?
৪ বছর ধরে ব্লগে আছেন অথচ একটা পোস্টও করছেন না, অথচ ৭১ সালে আপনার রয়েছে স্বর্ণালী অতীত, রয়েছে অনেক অনেক অভিজ্ঞতা।

আপনি সারাদিন বাসায় বসে বসে কি করেন? মুক্তিযুদ্ধের ঘটনাপুঞ্জি নিয়ে ডেইলি ১ করে পোস্ট করতে সমস্যা কি?

৫| ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৬

সাইবার পথিকৃৎ বলেছেন: আমার দীর্ঘ দিনের স্বপ্ন আমার নিজের একটি রোবট তৈরী করবো, আমার ব্রেইনের সব তথ্য যার মধ্যে জমা থাকবে, রোবটটা আমার ক্লোন ভার্সন হিসেবে কাজ করবে, এ জন্য আমার প্রচুর টাকা দরকার।

কাজ কতদুর এগিয়েছে? UARE.AI বর্তমানে এমন কাজ করছে। হিউম্যানয়েড তৈরীর পার্টনার হিসেবে জয়েন দিতে পারেন।

২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৩২

জ্যাক স্মিথ বলেছেন: আপাদত আমি ম্যাশিন লার্ণিং এবং এআই ট্রেইন আপের বিষয়ে প্রথামিক নলেজ অর্জনের চেষ্টা করছি, আমি এটাকে নিজে নিজেই বানাবো এবং নিজে নিজেই আমার মত করে ট্রেইন করবো।

আপনার দেয়া ওয়েব সাইট'টই ইন্টারেস্টিং দেখি সময় করে একটু দেখতে হবে। আজকাল এআই নিয়ে প্রচুর স্ক্যামিং হয় তাই ভয় করে।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩৮

স্বকীয়তা বলেছেন: আমার দীর্ঘ দিনের স্বপ্ন আমার নিজের একটি রোবট তৈরী করবো
আপনার স্বপ্ন পূরণ হোক। এইসব ব্যবসাই দেশে দরকার।

২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪১

জ্যাক স্মিথ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

এই ব্যবসার পুরোটাই আমদানি নির্ভর, কাস্টমস কর্মকর্তারা প্রচুর হয়রানি করবে আমি নিশ্চিত। তাছাড়া রোবটকে মূর্তি মনে করে তৌহিদী জনতা আবার ভেঙ্গে না ফেলে তা নিয়েও আমি চিন্তিত। তবে ছোট পরিসরে ব্যক্তিগতভাবে পরীক্ষা নিরীক্ষা চালোনো যেতে পারে, ভবিষ্যৎ দুনিয়া হবে হিউম্যানয়েড রোবটের দুনিয়া।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০৪

ক্লোন রাফা বলেছেন: বাংলাদেশে রাজনীতি করতে হোলে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয়। যদি টাকা না থাকে তাহলে সন্ত্রাসীর সার্টিফিকেট মাস্ট । ২/৪ টা মার্ডারের রেকর্ড থাকলে প্লাস পয়েন্ট । আর টাকা থাকলে ডোনেশনের নামে চাঁদা দিয়ে রাতারাতি এমপি। তার পুরা বাংলাদেশ বাপ দাদার সম্পত্তি । রগকাটার এক্সপেরিয়েনস থাকলে । মাসিক ভাতা নিয়ে রাজনৈতিক ব‍্যবসা করার একটি উপায় আছে, এটাই একমাত্র ইনভেস্টমেন্ট ছাড়া রাস্তা । এখন সিদ্ধান্ত আপনার ।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৫

জ্যাক স্মিথ বলেছেন: ঠিক বলেছেন, রাজনীতিতেও ইনভেস্ট প্রয়োজন হয় তবে খুব দ্রুত কয়েকগুন অর্থ তুলে নেয়া যায়।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নাই।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৩

জ্যাক স্মিথ বলেছেন: টাকা পয়সার প্রতি মোহ যত কম থাকবে জীবন ততো সহজ হবে।



তবে যারা টাকার পুজো করে আপনার যদি টাকা না থাকে তাহলে তারা আপনাকে ঘৃণা করবে।

৯| ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৮

সাইবার পথিকৃৎ বলেছেন: আপাদত আমি ম্যাশিন লার্ণিং এবং এআই ট্রেইন আপের বিষয়ে প্রথামিক নলেজ অর্জনের চেষ্টা করছি
কী কী শিখলেন জানায়েন। প্রতিনিয়ত এই ক্ষেত্র পরিবর্তন হতেই থাকে। এসব নিয়মিত চর্চা করার মত বিষয়।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৬

জ্যাক স্মিথ বলেছেন: ঠিক বলেছেন।

আমি মূলত Python ব্যবহার করে ডেটা অ্যানালাইসিস, এবং বেসিক ML algorithm যেমন regression, classification এসব শিখতেছি। তাছাড়া ডেটা ক্লিন করা, ট্রেনিং টেস্ট ডেটা বানানো, স্প্যাম মেইল ফিল্টারিং ইত্যাদি শিখতেছি।

১০| ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫১

রাসেল বলেছেন: অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আপনার লেখা পড়ে আমাদের রাজনীতিবিদ ও দালালরা নিজেকে "নিষ্পাপ, নির্লোভ, নিরহংকারী, দেশপ্রেমিক" দাবী করে বিপুল উৎসাহে, নতুন উদ্যমে দেশসেবায় (চুরি, বাটপারি, লুইচ্চামি, চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি) নেমে পড়বে।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:২৭

জ্যাক স্মিথ বলেছেন: আপনি কয়েক লাইনে সব বলে দিয়েছেন।

আজকাল রাস্তা ঘাট, ইউটিউব, ফেসবুক এখানে সেখানে প্রচুর দেশপ্রেমিকের ছাড়াছড়ি।

অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয় ঠিক তেমনই অতি দেশপ্রেমিকের ছাড়াছড়িতে দেশের অবস্থা ১২ টা বেজে গিয়েছে।

এই সব সো কলড ফেক দেশপ্রেমিকের মিষ্টি কথার ফাঁদে পরা যাবে না।

ব্যক্তিগত লাইফে যে যতবেশী চোর, চাঁদাবাজ, দূর্ণীতিবাজ পাবলিক লাইফে সে তত বড় দেশপ্রেমিক, এদের কথাবর্তা শুনলে মনে হয় এই মাত্র মাসুম ফেরেশতা আকাশ থেকে পড়লো।


১১| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে,।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১৯

জ্যাক স্মিথ বলেছেন: ধন্যবাদ, মহাশয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.