নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

আমার বুকসেলফ! - পর্ব ০০

০৮ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:২৮

বই পড়ার নেশা আমার বহুকালের! আমার মায়ের কাছ থেকে পেয়েছি এটা। ছোট থেকতে মায়ের পাশে শুয়ে শুয়ে বই পড়তাম। প্রথম প্রথম আমার আর্ধেক পেজ পড়া হতে হতে আম্মার দুই পেজ পড়া হয়ে যেতো।



শেষে এক সময় ছিলো যখন আম্মার এক পেজ হতে হতে আমার দুই পেজ শেষ।

আব্বার বইয়ের দোকান ছিলো, স্কুলের বই থেকে শুরু করে মাদ্রাসা, কলেজ এর বই, গল্পের বই, সেলফ ডেভলপমেন্ট বই সহ কত বই না ফ্রিতে পড়েছি। কখনও লুকিয়ে, কখনও প্রকাশ্যে।

একটা সময় প্রচুর পড়তাম হুমায়ুন আহমেদের বই, আর কিছু কিছু জাফর ইকবাল। বাংলা সাহিত্যের বই মূলত এই দুইজনেরটাই একটু ভালো লেগেছে। সুনীল-শীর্ষেন্দু-আনিসুল সহ বেশ কিছু লেখকের লেখা পড়া হয়েছে ঠিকই, তবে জুত লাগে নি!

স্কুলের টেক্সট বই পড়ার প্রতিও আমার বেশ ঝোক ছিলো, ফলে ক্লাস ৭ এ থাকতেই আমি একাউন্টিং, ফাইনান্স, মার্কেটিং এর বই পড়েছি; শিখেছি।

এখনও বই পড়ি, তবে কাজের ব্যস্ততায় কম পড়া হয়। মাসে গড়ে ২টার মত; বছরে অন্তত ২০টা। কাগজের বই প্রচন্ড ভালো লাগে। এক সময় টাকা পয়সা ছিলো না, তখন স্ক্যান করা বই কম্পিউটারে পড়তাম। আলহামদুলিল্লাহ, একটা কিন্ডেল পেয়েছি বড় ভাইয়ের কাছ থেকে, এরপর আবার বই পড়ায় বেশ জোয়ার এসেছে।

আমাকে মাসে ২/৩ বার রিয়াদের বাইরে যেতে হয়। এয়ার পোর্টে ও বিমানে বসেই মোটামুটি মাসে ১.৫-২টা বই শেষ করা যায়।

সৌদীতে আসবার সময় কয়েকশত বই মানুষকে গিফট করে দিয়ে এসেছি। তার কিছু কিছু বই সৌদীতে এসে আবার কিনে পড়তে হয়েছে।

নীলক্ষেতে যে বই ৭৫ টাকায় পাওয়া যায়, সৌদীতেও সেই বই ৭৫ রিয়ালে পাওয়া যায়। পার্থক্য হচ্ছে টাকা আর রিয়ালের কনভার্সন রেট! ২০-৩০ গুন বেশী দাম পড়ে যায়। তাই এখন কিন্ডেলেই কিনি, কিন্ডেলেই পড়ি। সৌদী আসবার পর একটা বুকসেলফ হয়েছে ঠিকই, তবে তাতে সেই পরিমানে বই নেই। বই আছে আমার ডিজিটাল লাইব্রেরীতে।

যাই হোক। একটা ধারাবাহিক লেখা শুরু করতে চাচ্ছি। যেখানে আমার বুকসেলফ + ডিজিটাল বুকসেলফ এ থাকা বই গুলি নিয়ে ছোটখাট একটা একটা রিভিউ দিবো।

খুব সম্ভবত ঘোষণামূলক এই পোষ্টটি আপনাকে বিরক্ত করেছে! এর জন্য আমি দুঃখিত।

Photo by Jaredd Craig on Unsplash

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:১৪

সোনাগাজী বলেছেন:



আপনার লেখা থেকে মনে হয়, আপনি রূপকথা জাতীয় সাধারণ বই পড়েছেন।

০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: যাক, অন্তত বোঝা তো যায় যে বই পড়েছি!

২| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: বইয়ের তাক আবারও বইয়ে ভরে উঠুক এই কামনা করছি। তবে কত বই আর ঘরে রাখা সম্ভব। সবচেয়ে ভালো হয় কাছের কোন পাঠাগারের সদস্য হওয়া। তবে এটা বাংলাদেশে সব জায়গাতে সম্ভব না। সৌদিতেও হয়তো সব জায়গায় সম্ভব না। বাংলাদেশের শাসকরা মনে হয় চায় না যে দেশের মানুষ বই পড়ুক এবং উন্নত চিন্তার অধিকারী হোক। এই কারণে সরকারী পৃষ্ঠপোষকতায় পাঠাগারের পরিমান খুব কম। শুনেছি রাশিয়ার মানুষ নাকি অনেক বই পড়ে। আমাদের দেশের মানুষ যারা বই পড়ে তাদের বড় অংশই বই বলতে বোঝে প্রেমের গল্প।

০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমাদের মসজিদের লাগোয়া একটা পাঠাগার ছিলো। আমি নিয়মিত সদস্য ছিলাম। সেটা বহু আগেই বন্ধ হয়ে গেছে, পাঠকের অভাবে। সৌদী আরবে পাঠাগার থাকলেও তা খুব সম্ভবত আরবী বইয়ে ঠাসা থাকবে। আমি আরবী পড়ে বোঝার মত আরবী এখনও পারি না।

আমার খুব ইচ্ছা করে একটা পাঠাগার দিতে।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে প্রচুর বই পড়তাম। এখন আর পড়া হয় না। কত কত বই যে ছিল । ঘরে বই রাখার জায়গা নেই । মনের দুঃখ এইটাই নিজের বইগুলোও বোনের বাসায় রেখেছি। আশেপাশের মানুষ সাহিত্যকে ভালো না বাসলে সেখানে সাহিত্য চর্চাও ব্যহত হয়।

০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: সাহিত্য চর্চা বিষয়টা আমি পারি না; বা করতে চাই না। আমি বই পড়তে ভালোবাসি। বই পড়ুয়া লোকজনের সাথে থাকতে পারলে বই পড়া কন্টিনিউ করা সহজ; নয়ত খুব কঠিন।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


এখন পর্যন্ত টোটাল কত বই পড়েছেন আনুমানিক?

০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত ক্লাস ১ থেকে ১০ পর্যন্ত টেক্সট বুক কতগুলি হবে? হুমায়ুনের পড়েছি শ'দেড়েক। বিজনেস+সেলফ ডেভলপমেন্ট বই পড়েছি ৯০+। ছোট ছোট গল্পের বই কত পড়েছি গোনা মুসকিল। কমিকস ও পড়েছি কিছু, চাচা চৌধূরী মূলত...

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০১

অপু তানভীর বলেছেন: ডিজিটাল বই আমার ভাল লাগে না মোটেই । কাগুজে বইয়ের মত আরাম নেই মোটেও ।
আমার কাছে প্রচুর পিডিএফ রয়েছে তবে সেগুলো খুব একটা পড়ি না। কাগুজে বই পড়ি বেশি । পিডিএফ পড়ি বাইরে থাকলে তবে কেবল সেই পিডিএফই পড়ি যে বইটা আমার কাছে রয়েছে ।
বুকসেলপ ছাড়াও বিছানার আশে পাশে টেবিলের উপরে বালিশের পাশে কত স্থানে যে আমার বই রাখা আছে তার কোন ঠিক নেই ।

০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমিও ডিজিটাল বই পড়ে খুব এটা মজা পাই না। তবে কিন্ডেল আলাদা। বইয়ের মতই ফিল হয়।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এক সময় আমিও বেশী বই কিনতাম। অনেক বছর আগে সিম্ফনি একটি ৮ ইঞ্চির সস্তা ট্যাব বের করেছিলো। সাথে সাথেই সেটি কিনি আমি। সেই থেকে পড়া শুরু পিডিএফ, বই কেনা বন্ধ হয়।

০৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: বই কেনা বন্ধ করলে লেখকদের চলবে কি করে?

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০০

নেওয়াজ আলি বলেছেন: পড়া এই ভালো অভ্যাস এখন হারিয়ে যাচ্ছে। মানূষ এখন যান্ত্রিক হয়ে যাচ্ছে

০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: মানুষ কিছুদিন আগেও অন্তত স্ট্যাটাস পড়তো। এখন টিকটক ভিডিও দেখে!

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:২২

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি চমৎকার এই সিরিজে দারুণ কিছু বই আলোচনা পাবো।
আমি নিজে একজন সর্বভুক পড়ুয়া ! বই পড়া আমার অনেক প্রিয়।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২১

ঋণাত্মক শূণ্য বলেছেন: দেখি; চেষ্টা করা যাক।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: ঋণাত্মক শূণ্য,




আপনার মতো মায়ের পাশে শুয়ে শুয়ে বই না পড়লেও তার বই পড়া শুনতুম। দুপুরে বিছানায় শুয়ে বাবাকে পড়ে শোনাতেন। তার কাছেই শুনেছি মাইকেল মধুসূদনের জীবন কাহিনী, বেগম-সওগাত পত্রিকা থেকে গল্প, মেঘনাদ বধ কাব্য আরও কতো কিছু, এখন আর স্মরণে নেই।
কাগজের বইয়ের নেশা ছিলো একসময়। চুরি করে বই এনেও পড়েছি তরুণকালে।
এখন ছোট খাটো একটা লাইব্রেরী আছে বটে কিন্তু আর বই কেনা হয়না। যা কিনি তা বই মেলা থেকেই। তাও গত দু'বছর বই মেলায় যাওয়া হয়নি।

শেষে "সৈয়দ মুজতবা আলী"র কথাতেই বলি -
"রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়।"

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার আব্বাও বই পড়তেন, তবে কম।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: আমি একটা লাইব্রেরী দিবো। এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমারও এমন একটা ইচ্ছা আছে।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:৪০

কাছের-মানুষ বলেছেন: আপনি চালিয়ে যান পোষ্ট, পড়ার অপেক্ষায় রইলাম!

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: দেখা যাক, কদ্দুর আগাতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.