নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

ধৃষ্ট

২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫৩



আমি অসীম, অনন্ত
দিক বিজয়ী আমি
হয়নি কভু ক্ষান্ত।
কেবল আমিই সত্য
বাকিসব মিথ্যা, ঠুনকো
কেবল আমিই শুভ্র
বাকীসব শুদ্র।
বিশালতা পা আমার
ধরণী প্রান্ত অন্ত
আকাশ ফুড়িয়া উঠিয়াছে
আমারি মস্তক শীর্ণ।
আমিই তৃণ তীর্থ
স্থল মহিমান্বিত,
আমারি পদলে লুটিয়াছে
সকল মানব ক্লেষ্ট।
আমি শিক্ত-
নয়নের জলে গড়িয়াছি
বেগানা পুষ্পমঞ্জরি
আমিই সর্বউৎকৃষ্ট।
ধরণী তল ফুটিয়াছি
আমি হিমালয় শৃঙ্গ।
আমিই লিখিয়াছি উচ্চ মর্গীয়
কাব্য গান গল্প
আমিই দিয়াছি বাক্য সর্বশ্রেষ্ঠ।

আমি কবি, আমি রবি
আমিই সকলের পূজ্য
আমারি কলমে ঝড়ে কেবল
ঝিনুক, মানিক, মুক্ত।
হিংসায় জ্বলে যায় যারা
তাদের পৃষ্ঠা শূন্য,
আমারি তুষ্টিতে ঝড়ে
তাদের লোহিত-রক্ত।

আমি তির্যক তীক্ষ্ণ
ধনুক বাণে বক্র
বক্ষ ভেদ করিয়া যায়
আমারি শানিত শব্দ।
আমি রাগে ফুসি উঠি যবে
ত্রিভুবনে হয় কম্প,
আমিই উদগিরণ করিয়া ফেলি
আগ্নেয় লাভা সুপ্ত।
আমি তোষামোদে হই
ইশ্বর সমতূল্য
স্তুতি গায় আমারি
ভক্ত অন্ধ।
আমি রহমতের ঝর্ণা ঝড়ায়
যে কহে আমারি পূন্য,
আমারি পরম করুণায়
তারা হয় ধন্য।

আমিই বিদ্রোহী, আমিই বিপ্লবী
আমিই বীর বিশিষ্ট
মহামানব ন্যায় সঙ্গ
আমিই সকলের ধৃষ্ট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৫৯

পাজী-পোলা বলেছেন:
কোন অপমৃত্যু-ই কাম্য নয়।

২| ২১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমিই বিদ্রোহী, আমিই বিপ্লবী
আমিই বীর বিশিষ্ট

....................................................
বিপ্লবীরা মানুষের মনে বেঁচে থাকে
এখানে কি তিনি যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করেছেন ???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.