নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সংসার জীবনে সফল হতে কী করণীয়?

১৭ ই মে, ২০২২ রাত ১:১৬



সংসার সুখের হবে ভালোবাসার মধ্য দিয়ে।
সবার আগে সংসারে শান্তির জন্য 'ছাড়' দেওয়ার মানসিকতা থাকতে হবে। এই 'ছাড়' স্বামী স্ত্রী দুজনকেই দিতে হবে। জীবনে যত 'ছাড়' দিবেন সংসার তত আনন্দময় হয়ে উঠবে। সাংসারিক জীবন যত পুরান হবে ঝগড়া লাগার সম্ভবা তত বেশি হবে। কাজেই সাবধান থাকতে হবে। এজন্য স্ত্রী কে সব সময় খুশি রাখতে হবে। স্ত্রী খুশি থাকলেই সংসার শান্তিময় হয়ে উঠবে। আপনি বাইরে যা খুশি তাই করুণ কিন্তু নিজের ঘর সব সময় ঠিক রাখতে হবে। নিজে ঘরসংসার শান্তি তো পুরো দুনিয়া শান্তি।

স্ত্রীকে খুশি রাখতে তাকে প্রতিমাসে দুইবার রেস্টুরেন্টে নিয়ে যাবেন।
যা খেতে চায় খাওয়াবেন। দুই মাস পর পর কম বেশি শপিং করে দিবেন। স্ত্রী জাতি শপিং করতে সবচেয়ে বেশি পছন্দ করে। বছরে দুইবার দেশ এবং দেশে বাইরে বেড়াতে নিয়ে যাবেন। স্ত্রীর বাবা মা ভাই বোনকে নিজের বাবার মায়ের চেয়ে বেশি ভালবাসবেন। অন্তত পক্ষে ভালোবাসার অভিনয় করবেন। দুই হাত ভরতি করে শ্বশুর বাড়িতে বাজার করে নিয়ে যাবেন। শ্বশুরের সাথে দাবা খেলবেন। এবং ইচ্ছা করে হেরে যাবেন। শালা, সমন্ধির যে কোণো কাজে মুগ্ধ হওয়ার ভাব দেখাবেন।

স্ত্রীকে সময় দিবেন। প্রচুর সময় দিবেন।
ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করবেন। স্ত্রী ভুল করলেও রাগবেন না। সুন্দর করে বুঝিয়ে বলবেন। স্ত্রী যা পছন্দ করে তাই করবেন। যা পছন্দ করে না তা কখনও করবেন না। যেমন ভেজা টাওয়াল বিছানায় রাখবেন না। যে জিনিস যে জায়গায় ছিলো সেখানেই রাখবেন। খবরের কাগজ টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। টিভি দেখতে বসলে টিভির রিমোট স্ত্রীর হাতে দিয়ে দিবেন। এবং স্ত্রী টিভিতে যা দেখবে, আমি তা খুব আগ্রহ নিয়ে দেখবেন। মাঝে মাঝে আপনার মোবাইল স্ত্রীর হাতে দিয়ে দিবেন। তাতে তার অমূলক সন্দেহ গুলো দূর হবে।

সব সময় মাথায় রাখতে হবে-
মেয়েটা (আপনার স্ত্রী) আপনার হাত ধরে তার বাবা মা ভাইবোন ছেড়ে আপনার কাছে চলে এসেছে। তাকে দুঃখ দেওয়া যাবে না। কষ্ট দেওয়া যাবে না। অপমান অবহেলা করা যাবে না। আদর ভালোবাসার তাকে খুব যত্ন করে রাখতে হবে। আপনার স্ত্রী যখনই তার বাবার বাড়ি যেতে চাইবে সাথে সাথে রাজী হয়ে যাবেন। কোনোদিন বলবেন না। পরে যেও। স্ত্রীর সাথে এমন আচরন করবেন যেন পরের বার আবার দুনিয়াতে জন্ম নিয়ে এলে যেন আপনার স্ত্রী আপনাকেই স্বামী হিসেবে চায়।

আমার নিজের কথা বলি-
আমার সাথে সুরভির কখনও ঝগড়া হয় না। আমি বিয়ের আগেই ঠিক করে রেখেছিলাম স্ত্রীর সাথে কখনও ঝগড়া করবো না। ঝগড়া আমার পছন্দ না। ছোটবেলায় দেখেছি আমার বাবা মা দুজনে খুব ঝগড়া করতো। সেই থেকে আমার ইচ্ছা হয়েছে আমি কোনোদিন আমার স্ত্রীর সাথে ঝগড়া করবো না। নো নেভার। আমি যখন'ই বাইরে যাই খালি হাতে বাসায় ফিরি না। দশ টাকার বাদাম হলেও স্ত্রীর জন্য নিয়ে আসি। একদিন কথায় কথায় সুরভি বলেছিলো- চিড়ার মোয়া খেতে ইচ্ছা করে। আমি সেদিনই খুঁজে খুঁজে চিড়ার মোয়া নিয়ে বাসায় ফিরেছি। মোয়া দেখে সুরভি খুব খুশি। ভীষন খুশি। মাত্র চল্লিশ টাকা এক পেকেট চিড়ার মোয়া।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২২ রাত ১:২১

ঘুম ঘুম চোখে বলেছেন: আপনার দৃষ্টিতে সফল সংসার জীবনের ব্যাখ্যা কি?

আপনার লেখাটা পড়ে মনে হয়েছে বউকে খুশি রাখাই সফল সংসার জীবনের অর্থ!

১৭ ই মে, ২০২২ রাত ১:৩৩

রাজীব নুর বলেছেন: বউ খুশি থাকলেই সব ঠিকঠাক।

২| ১৭ ই মে, ২০২২ রাত ১:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


পোস্টের পাঁচ প্যারায় নির্দেশনা শহরের কতভাগ ও গ্রামের কতভাগ মানুষ মেনে চলে?

১৭ ই মে, ২০২২ রাত ১:৩৪

রাজীব নুর বলেছেন: সেই হিসাব তো আমার কাছে নাই।

৩| ১৭ ই মে, ২০২২ রাত ১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাদের জন্য শুভকামনা রইলো।

১৭ ই মে, ২০২২ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: ওকে।
ধন্যবাদ।

৪| ১৭ ই মে, ২০২২ রাত ১:৪০

গরল বলেছেন: আমি কাজ করি বাসায় মানে হোম অফিস, আর বউ কাজ করে বাইরে। তাই বউই আমার জন্য ডার্ক চকোলেট, চকোলেট মিল্ক, আমন্ড বার, আইসক্রিম যা যা পছন্দ করি নিয়ে আসে। আমি উইকএন্ডে বাইরে খাওয়াই আর ড্রাইভ করে ঘুরতে নিয়ে যাই। কাউকে কিছু দেওয়া নিয়ে আমি মাথা ঘামাই না, বউই করে সব সেটা আমার বাড়ি হোক আর শশুর বাড়ি হোক। টাকা লাগলে বলে আমি টাকা দিয়ে দেই। আমার লাইফ অত কম্প্লিকেটেড না, বউ খরচ করতে থাকে, ওর টাকা শেষ হলে আমাকে বলে আমি টাকা দিয়ে দেই।

১৭ ই মে, ২০২২ রাত ১:৫২

রাজীব নুর বলেছেন: বাহ চমৎকার।

৫| ১৭ ই মে, ২০২২ রাত ১:৫১

ঘুম ঘুম চোখে বলেছেন: লেখক বলেছেন: বউ খুশি থাকলেই সব ঠিকঠাক।

পোষ্টের টাইটেল হওয়া দরকার ছিলো "হাউ টু মেক ইউর ওয়াইফ হ্যাপি"

১৭ ই মে, ২০২২ রাত ১:৫৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিকই বলেছেন।
আসলে সঠিক শিরোনাম আমি কখনই দিতে পারি না।

৬| ১৭ ই মে, ২০২২ রাত ২:৫১

সোনাগাজী বলেছেন:



গড়ে ঢাকার স্ত্রীরা সুখী?

আমাদের গ্রামের ১টা মেয়েকেও সুখী হতে আমি দেখনি; অভাব ও অশিক্ষা ওদের জীবনটাকে মাটি করে দিয়েছে।


unction at() { [native code] }

১৭ ই মে, ২০২২ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: ঢাকার মেয়েরা সুখী না। তবে সুখের অভিনয় করে থাকে।

৭| ১৭ ই মে, ২০২২ ভোর ৪:৫২

বলেছেন: মোয়া খান, সুখী হোন।।।

১৭ ই মে, ২০২২ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: মোয়া একটা উছিলাম মাত্র। উদাহরণ মাত্র।

৮| ১৭ ই মে, ২০২২ সকাল ৯:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শান্তিতে থাকতে হলে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে।

১৭ ই মে, ২০২২ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: হ্যা অবশ্যই।

৯| ১৭ ই মে, ২০২২ সকাল ৯:১৫

জুল ভার্ন বলেছেন: অন্যকে জিতিয়ে নিজে জিততে চা- এই মানষিকতা নিয়ে কিছুটা চেক এন্ড ব্যালেন্স করে চলতে পারলে সমস্যা হয়না।

শুভ কামনা।

১৭ ই মে, ২০২২ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ১৭ ই মে, ২০২২ সকাল ১০:৩৯

রানার ব্লগ বলেছেন: আমার বউ সব জানে !!! ব্যাস আপনার সংসার জীবন আনন্দময় !!!

১৭ ই মে, ২০২২ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ১৭ ই মে, ২০২২ দুপুর ১২:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কি সংসার করেন ঝগড়া হয় না?

১৭ ই মে, ২০২২ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: সুরভি আমার বন্ধু। ভালো বন্ধু। তাই আমাদের ঝগড়া হয় না।

১২| ১৭ ই মে, ২০২২ দুপুর ১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পরের কয়েক লাইন ছিল। কোন কারণে মিসিং হয়েছে।
কি লিখেছিলাম সেটা আর জানা যাবে না।

১৭ ই মে, ২০২২ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: ওকে।

১৩| ১৭ ই মে, ২০২২ দুপুর ২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুরভী বরিশালের মেয়ে বলে সংসার
করলেন! অন্য কেউ হলে আপনাকে
ছেড়ে যেত একা ফেলে, তখন বুঝতেন
বউ কারে কয়! এখন বলুন " সংসার
সুখের হয় বরিশালের মেয়ের গুণে"।

১৭ ই মে, ২০২২ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: বরিশাল বলে কথা। যে কোনো অঞ্চলের মেয়ে আমার সাথে আনন্দ নিয়ে জীবনযাপন করতে পারবে। আমি মানুষটাই এইরকম।

১৪| ১৭ ই মে, ২০২২ বিকাল ৩:০১

গেঁয়ো ভূত বলেছেন:


আদর্শ স্বামীর প্রতিকৃতি রাজীব নূর ভাই দীর্ঘজীবী হোন।

১৭ ই মে, ২০২২ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

১৫| ১৭ ই মে, ২০২২ বিকাল ৩:২৬

জ্যাকেল বলেছেন: টাকাই সকল সুখের মূল। কি বলেন?

১৭ ই মে, ২০২২ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: তা ঠিক।
সংসার জীবনে টাকা না থাকলে সেই সংসার টিকে থাকাই মুশকিল।

১৬| ১৮ ই মে, ২০২২ রাত ১:৫৬

কাছের-মানুষ বলেছেন: চমৎকার। আমার মনে হয় আপনি সংসার জীবনে সফল! পোষ্টে ভাল লাগা রইল।

১৮ ই মে, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: সংসার জীবন আমাদের ভালো কাটছে।

১৭| ১৮ ই মে, ২০২২ রাত ৩:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অন্ধ, বোবা স্বামীই হলো আদর্শ স্বামী।
আপনার মাঝে তা পুরোপুরি ভাবে
বিদ্যমান। সুতরাং সুখ আপনার জীবনে
ভরপুর!

১৮ ই মে, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: হা হা হা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.