নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সহজ মানুষ। পড়া এবং জানা আমার নেশা।[email protected]

মোহাম্মদ সাখাওয়াত হোসেন

সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!

মোহাম্মদ সাখাওয়াত হোসেন › বিস্তারিত পোস্টঃ

পিতৃহারা

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭


সকাল গড়িয়ে যখন সন্ধ্যা নামে নীল গগনে
খেলা ছেড়ে ফিরে শিশু নীড়ে
নিজ নিজ পিতার আহ্বানে,
সারাদিন হয়ে উদাসীন থাকি বসে খেলার মাঠে
কেউ ডাকেনা আয় ফিরে ঘরে আদর ভরা সুরে।
বাবা আজ তোমায় বড্ড পড়ে মনে
কতদিন ডাকনা নাম ধরে মোরে,
গিয়েছো চলে দূর গগনে নক্ষত্র হয়ে
ভাসিয়ে চোখের জলে একাকী করে,
বাবা তুমি ছিলে বটবৃক্ষের ছায়া
যখন যা চেয়ছি তাই দিয়েছো হাসিমুখে
কখনো দাওনি বুঝতে অভাবের তাড়না।
যখন দেখি কোনো বাবা খায় চুমু তাঁর ছেলেকে
তখন বেদনাতে কাঁদি নিরবে পিতৃহারা হয়ে।
কেউ দেয়না মাথায় হাত আদর বুলিয়ে
কত সুখ হইলো বিয়োগ পিতার মৃত্যুতে
কেহ নাহি বুঝে কি ব্যথা অন্তরে,
বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে
ফিরে এসে ধরো জড়িয়ে করো আদর মোরে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫০

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই ।
ভাল থাকবেন ভাইয়া।

২| ১৬ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৪

কবীর হুমায়ূন বলেছেন: পিতাকে নিয়ে মন খারাপ করার মতো কবিতা। ভালো লেগেছে। শুভ কামনা।

১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৫

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

ভাল থাকবেন ভাইয়া। শুভেচ্ছা নিরন্তর ।

৩| ১৬ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই ।
ভাল থাকবেন ভাইয়া।

আপনি কি শবনম গ্রুপের এডমিন?

১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:

না ভাইয়া, আমাকে মডারেটর করা হয়েছে।
মন্তব্যে আবার ফিরে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
শুভ রমজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.