নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

বিএনপিকেই নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাটবে?

২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৫




অতি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য ও বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্যের মধ্যে ইদানীং আওয়ামীসুরের অনুরণন পরিলক্ষিত হচ্ছে। বিএনপি এখন জামাতের মধ্যে ৭১ এর অপকর্ম খুঁজে পাচ্ছে! বিএনপি যখন জোট গঠন করেছিল তখন সেই গন্ধ তাদের কাছে ছিলনা হঠাৎ জামাত এতো দূর্গন্ধময় হলো কেন বিএনপির কাছে? এর উত্তর একটাই তাহলো ক্ষমতা। যখন জামাতকে নিয়ে জোট করেছিল তখনো মূল কারণ ছিল ক্ষমতার মোহ ঠিক সেই ক্ষমতার মোহই এখন জামাতকে তারা দূর্গন্ধময় ভাবছে।

জামাত তার স্বার্থ হাসিলের জন্য আম্লিগের সংগে আতাত করে বিএনপিকে টেনেহিচড়ে নামায় এবং জামাতকে সেই গাদ্দারির ফল তাদের সিনিয়র রাজনীতিকদের জীবন দিয়ে পরিশোধ করতে হয়েছে। আম্লিগ তখন বিএনপি জামাত দেখে নাই তারা দেখেছে কাদেরকে ফাঁসিতে ঝোলালে তাদের আপদ বিদায় হবে সেটাই করেছে।

বিএনপিতে ভারত তোষণনীতি দেখা যাচ্ছে। বিষ্ময়কর ভাবে মতিউর রহমান বিএনপির প্রসংশা করছে যে মতিউর বিএনপিকে পঁচাতে হেন কাজ নেই যে মতি করেনি।

বিএনপি ক্ষমতায় এলে আম্লিগ ফিরবে ধীরগতিতে কারণ বিএনপিকে প্রটেকশন দেবে জামাত অন্যদিকে জামাত যদি ক্ষমতায় যায় আম্লিগ ফিরবে অতিদ্রুত গতিতে কারণ বিএনাপি জামাতকে টেনেহিচড়ে নামানোর জন্য গুন্ডা সন্ডা খুনি ধর্ষক আম্লিগকে ডেকে আনবে। বিএনপিকে মনে রাখতে হবে আম্লিগ ফাঁসি দেওয়ার সময় বিএনপি জামাত দেখেনি।

বিএনপি যদি ভারত তোষণ নীতি গ্রহন করে ও জনগনের পালস্ বুঝতে ব্যর্থ হয় তাহলে বিএনপির অবস্থান মুসলিমলীগের মতো হওয়া অস্বাভাবিক নয়। অতএব বিএনপিকেই নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাটবে?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫২

আলামিন১০৪ বলেছেন: জামাত-বিএনপি কোয়ালিশন হলে কেমন হয়?

২৩ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাহলে বিরোধী দল হবে কে?

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০০

আদিবাসী শামুক বলেছেন: আপনি কি জামাতে ইসলামির একজন সমর্থক?

২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই লেখায় জামাতের গোলাম আজমের ছবি দেখা যাচ্ছে কি ব্রাদার?

৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২০

একজন নিষ্ঠাবান বলেছেন: বিএনপির মাঝে ইদানীং ভারত প্রীতি লক্ষ করা যাচ্ছে।

২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারাও ভাবছে ভারত ছাড়া ক্ষমতায় থাকা যাবেনা কিন্তু হাসিনার পলায়ন থেকে তারা কোন শিক্ষা নেয়নি।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুদ্রার এপিঠ ওপিঠ

২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি সঠিক বলেছেন।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২৭

আদিবাসী শামুক বলেছেন: জ্বী, যাচ্ছে। আর জামাত সাপোর্ট করলে সমস্যা কী?

২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুড ব্রাদার। তা ছবিটা ছোট না বড়, কালা না রঙ্গিন? আমি আম্লিগ ছাড়া সবই বলতে পারেন :D

৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: বিএনপির ইতিহাস তো ভালো না।
বিএনপি পারে শুধু দূর্নীতি আর নব্য ধনী সৃষ্টি করতে।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৪৯

মাথা পাগলা বলেছেন: হাঁটার দরকার কি? বসে থাকুক!

৮| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৬

নতুন নকিব বলেছেন:



বিএনপির নীতি আদর্শটা আসলে কী, যেটা তারা ফলো করে।

আধিপত্যবাদের সামনে মস্তক অবনত করে ক্ষমতায় আসীন হওয়া এবং টিকে থাকার নোংড়া খেলায় যদি বিএনপি নামে তাহলে তারা ভুল করবে। এতে তারা দেশের কোন কল্যান করতে পারবে না।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৩

সৈয়দ কুতুব বলেছেন: সবার আগে জামাত শুরু করেছে : টিনের চালে কাউয়া , তারেক আমার ডট ডট বলেছে , জামাত বিএনপি চাদাবাজ এবং শেখ হাসিনার আমলে শিখিয়ে যাওয়া করাপশনে ১ম হয়েছে বলেছে ; কিনতু সে সময় জামাত জোটে ছিলো। জামাত আল বটর মিলিশিয়া বট আইডি খুলে বিএনপিকে হেয় করেছে সবসময় । রুমিন ফারহানা সহ বিএনপির নেতাদের নামে গুজব ছড়িয়েছে । জাশি সালাউদদিনের সাথে কথায় না পেরে উনাকে ভারতের দালাল বানিয়েছে । জামাতের নেতারা খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছেন বলে শেখ হাসিনার সাথে একমত(যদিও সরাসরি বলেনি) । এখন বিএনপি যখন জামাত কে চেপে ধরেছে আর ভালো লাগছে না । এখন বিএনপি লীগের সুরে কথা বলেছে।

পলিটিক্সে সব রকম কথা্ বলা যায় । জামাত যেমন বিএনপিকে বলেছে এখন বিএনপি বলছে । এতে মন খারাপের কি আছে ? =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.