| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাসের একটু পেছন ফিরে তাকালেই আমরা দেখতে পাই রাজনীতিতে খুন খারাবা একদম ডালভাত। সেসব কথা মনে করলে এখন দুই একটা খুন খারাবি বিচ্ছিন্ন ঘটনা মাত্র।
আগে ছিল রাজতন্ত্র রাজনীতি ছিল একমাত্রিক। বাপের পছন্দমত পোলা হবে পরবর্তী রাজা। কিন্তু যতদিন বাপ্ বেঁচে আছে ততোদিন কেউ চেয়ারের প্রতি লোভ দেখতে পারবে না। কেবলমাত্র বাপের পরেই তার পছন্দের পোলা রাজা হবে। কিন্তু বাপ্ বেঁচে থাকতে কেউ যদি চেয়ারের প্রতি নজর দেয় তাইলে বাপই তার প্রতিদ্বন্দ্বী পোলারে কল্লা কাটার অর্ডার দিয়ে দিতেন। আবার এক ঘরে একাধিক উপযুক্ত পোলা থাকলেও সমস্যা। ভাই হয়ে ভাইয়ের কল্লা কাটা কোনো ব্যাপারই ছিল না।
মুসলমানদের ইতিহাসে অটোমান সাম্রাজ্য ছিল সবচেয়ে সুসংগঠিত । অটোমান সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘস্থায়ী সাম্রাজ্য, যা তিনটি মহাদেশে ( এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা ) তার প্রভাব বিস্তার করেছিল। কিন্তু এইসব গৌরব অর্জনের পিছে শত্রুদের দমনের কথা বাদ দিলে নিজেদের মধ্যে কি পরিমাণ বলিদান করতে হয়েছে তার ইয়াত্তা নাই।
আর এখন রাজনীতি হল গণতন্ত্র। বহুমাত্রিক ব্যাপার স্যাপার। কেউ যে কার দুশমন তার ঠিক ঠিকানা নাই। রাজতন্ত্রের আমলে আইন সেরকম ছিল না তাই কল্লা কাটা ছিল ডালভাত। এখন আইন একটু বেশি কড়া হয়েছে না হলে এখন রাস্তা ঘাটে কল্লার ছড়াছড়ি যেত।
এখনকার যুগে যারা এরকম কিলিং টিলিং করে তারা আসলে সেই পুরানো রাজা বাদশার আমলের বংশধর হবে। আজও তারা সেই ধারা বজায়ে রাখতে চায় আরকি।
২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০১
সপ্তম৮৪ বলেছেন: হ ভাই আপনি ১০০% রাইট।
র চায় ইলেকশনের আগে গ্যাঞ্জাম পাকিইয়া ইউনুস স্যারের ক্ষমতা দীর্ঘয়িত করতে। যেন জামাত আরো সময় পায় জনসমর্থন আদায় করার। আর বর্তমানের জনপ্রিয় দল বিএনপি যেন কোনভাবেই ক্ষমতায় যেতে না পারে। দিন শেষে জামাতে ভোট দিন। জান্নাতের টিকিট কনফার্ম করুন।
২|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩০
সৈয়দ কুতুব বলেছেন: রাজায় রাজায় লড়াই ,পরান যায় আমাগো ।
২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৩
সপ্তম৮৪ বলেছেন: সেক্ষেত্রে আল্লাহ তায়ালার কাছে আমাদের একটাই কামনা , " ইয়া আল্লাহ দেখেন আপনি যেটা ভালো মনে করেন। "
৩|
২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:২৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কথা সত্য। খালি নিজের গা বাঁচিয়ে চলতে হবে। এত গণ্ডগোলে গিয়ে মরে কাজ কী? তবে সমস্যা হলো যে কারো সাতেও নাই পাঁচেও নাই, তাকেও মরতে হচ্ছে।
২০ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৮:৫৬
সপ্তম৮৪ বলেছেন: একটাই ওষুধ
তিন বেলা দোআ ইউনুস।
![]()
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪০
আলামিন১০৪ বলেছেন: হত্যা থেকে ভারতে পলায়নঃ নিখুত পরিকল্পনা, ভারতীয় কর্তৃপক্ষ জড়িত, ‘র?