নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

কবিতা - একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার

১৮ ই মে, ২০১৫ রাত ৮:৫৭

বিপরীত দিক হতে ধেয়ে আসা মাত্রই যা ঘোরতর অপরাধ
পক্ষপাত দুষ্ট হলেই তা ডিসকোর্স, কখনো বা শিল্প!
মিথ্যা কে, কি এবং কেন-র জবাব তাই
মিথ্যার মতই বনেদী প্যাঁচওয়ালা।
অভিধানে কয় – যা সত্য নয়
আমি জানি, বিশ্বাস করি এবং মানি –
তা ই মিথ্যা।

ধরা যাক ঝন্টুকে একবেলা ব্যাটিং-এর লোভ দেখিয়ে
ঝাঁঝালো রোদ্দুরের মাঝে দিনমান ফিল্ডিং করানো হল, তবে
সেটা ঝন্টুর তরফে মিথ্যা।
আবার কড়কড়ে খররোদে পোড়া জ্যৈষ্ঠের আকাশে যখন
কালো মেঘ দেখা দেয় – দশদিকে ঢেউ খেলে
শীতল বাতাস তবু প্রকৃতি ছেনালি করে
বৃষ্টি হব হব বলেও হয় না আর – সেটাও একপদের মিথ্যা।

বঙ্গের ছাওয়ালেরা থাই- ইন্দোনেশিয়ান উপকূলে অনাহারী
ভেসে বেড়াচ্ছে দিন কে দিন, মাসকে মাস, আর
মালের মন্ত্রী তখন দারিদ্রকে জাদুঘরে রেখে আসার
পাঁচশালা প্রকল্প ঘোষণা করে,
জেনে রেখো , সেটা সত্যের মুখে থুথু ছেটানো জঘন্য মিথ্যা!
অ্যামেরিকা যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়
ডানহাতের তর্জনী তোমার দিকে তোলে জঙ্গিরাষ্ট্র হিসেবে
পেছনে, বামহাতে গোলাবারুদ আর মিসাইল জমা রেখে –
সেটা মিথ্যা! সেটা মিথ্যা!

আবার ধরো, আলোচনার মোড় খানিকটা ঘুরিয়ে যদি বলি,
তুমি রাবীন্দ্রিক, তাই এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে কল্লোলের কোলাহল
বলতে পারো ‘রবিই ঠিক, বাকি সব মিথ্যে’!
ক্যাবারে ড্যান্সারের বক্ষের হিল্লোল বা
বারবণিতার খঞ্জর আঁখিপটে তোমার জন্যে ভালোবাসা –
হতে পারে এ সবই মিথ্যা।
আর্টগ্যালারীতে ঝাঁঝালো হয়ে ফুটে থাকা
স্লিভলেস সুন্দরীদের তরল “লাভ ফর আর্ট”
হতেই পারে সে এক শৈল্পিক মিথ্যা।

এতকিছু আগাপাছতলা ভাববার পরে,
এই গ্রীষ্মের রাতে ঘড়ির কাঁটা যখন তিন ঘটিকায় টিকটিকোয়
আর আমি তোমার গালমন্দ খেয়ে
সুবোধ বালকটির মত বলি –
গাঢ় করে তোমার গ্রীবার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে
প্রকাণ্ড চুম্বনে তোমার শরীরের সমস্ত প্রাণশক্তি শুষে নেবার
বিন্দুমাত্র আগ্রহ নেই আমার, অসভ্য বনমানুষের মত
টেনে হিঁচড়ে শতছিন্ন, ফালাফালা করতে ইচ্ছা করে না
তোমার আমার মাঝে বিভেদ তৈরি করে রাখা তোমার
শরীরের প্রতিটি সুতো; অথবা
শীতল ক্যানাইনের স্পর্শে রক্তিম করে দিতে
কখনোই ইচ্ছে করে না তোমার ‘ছোঁয়া যায় না’ অমন স্তনবৃন্ত;
অথবা নক্ষত্র খচিত আকাশের নীচে বিস্তীর্ণ ফসলের চারণভূমির
মত তোমার শরীর বিছিয়ে দিয়ে তাতে রাতভর নোনা চাষাবাদের
সাধ জাগে নি কখনো- ইচ্ছে করেনি পাঁজরের চাপে
পাঁজরকে চূর্ণবিচূর্ণ করে মিলে মিশে একাকার হতে -
তোমার সাথে!

জেনে রেখো, জেনে রেখো, জেনে রেখো
এ অত্যন্ত মিথ্যে কথা!
নিতান্ত অসহনীয় রকমের অসত্য!
একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার!

painting by - Mahnoor Shah

মন্তব্য ২৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৫ রাত ১:০৭

আরণ্যক রাখাল বলেছেন: এতকিছু আগাপাছতলা ভাববার পরে,
এই গ্রীষ্মের রাতে ঘড়ির কাঁটা যখন তিন ঘটিকায় টিকটিকোয়
আর আমি তোমার গালমন্দ খেয়ে
সুবোধ বালকটির মত বলি –
গাঢ় করে তোমার গ্রীবার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে
প্রকাণ্ড চুম্বনে তোমার শরীরের সমস্ত প্রাণশক্তি শুষে নেবার
বিন্দুমাত্র আগ্রহ নেই আমার, অসভ্য বনমানুষের মত
টেনে হিঁচড়ে শতছিন্ন, ফালাফালা করতে ইচ্ছা করে না
তোমার আমার মাঝে বিভেদ তৈরি করে রাখা তোমার
শরীরের প্রতিটি সুতো; অথবা
শীতল ক্যানাইনের স্পর্শে রক্তিম করে দিতে
কখনোই ইচ্ছে করে না তোমার ‘ছোঁয়া যায় না’ অমন স্তনবৃন্ত;
অথবা নক্ষত্র খচিত আকাশের নীচে বিস্তীর্ণ ফসলের চারণভূমির
মত তোমার শরীর বিছিয়ে দিয়ে তাতে রাতভর নোনা চাষাবাদের
সাধ জাগে নি কখনো- ইচ্ছে করেনি পাঁজরের চাপে
পাঁজরকে চূর্ণবিচূর্ণ করে মিলে মিশে একাকার হতে -
তোমার সাথে!

জেনে রেখো, জেনে রেখো, জেনে রেখো
এ অত্যন্ত মিথ্যে কথা!
নিতান্ত অসহনীয় রকমের অসত্য!
একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার
Sooo well

১৯ শে মে, ২০১৫ সকাল ৮:১৫

সাজিদ উল হক আবির বলেছেন: Dear blogger , I really appreciate that you have read my poem and marked the part that you liked.
Cordial thanks.

২| ১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৩৮

সুমন কর বলেছেন: এত কঠিন............ক্যান :(

১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সাজিদ উল হক আবির বলেছেন: মনের সুপ্ত ইচ্ছার কথা সুমনদা, অত অকপটে ক্যামনে কই ? :)
শুভেচ্ছা অনেক!

৩| ১৯ শে মে, ২০১৫ সকাল ১১:২১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লাগলো।

১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৪| ১৯ শে মে, ২০১৫ দুপুর ২:৫৬

শতদ্রু একটি নদী... বলেছেন: চমতকার হইছে। বড় হইলেই ভালো যদি এমন শক্তিশালী কিছু হয়। এই কবিতাটা শ্লোগানের মত চীতকার করে পড়বার, অন্তত শেষের অর্ধেক।

++

১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

সাজিদ উল হক আবির বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । কবিতা লেখার পাশাপাশি আমি পারফর্মেন্স পোয়েট্রি - ও প্র্যাকটিস করি , যেটা ঠিক আবৃত্তি নয় , আবৃত্তির সাথে থিয়েট্রিক্যালিটির সংযোগে একটু ভিন্ন ধাঁচের পরিবেশনা। কিছু কবিতা তাই প্ল্যান করেই ওরকম লেখা হয়, যেগুলো পারফর্ম করা যায় ।

আমার একটা কবিতা হতচ্ছাড়া নিয়নের আলোর আংশিক রেকর্ডেড আছে। এটা পারফর্মেন্স পোয়েট্রির ব্যাপারে ধারণা দেবে বিধায় শেয়ার করলাম -
https://soundcloud.com/bcbglarts/hotocchara-niyoner-alo-shazed?in=bcbglarts/sets/muse-masters-season-2 ।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার সাহিত্যচর্চার প্রয়াসে।

১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সাজিদ উল হক আবির বলেছেন: Click This Link (লিঙ্কটা পুনরায়)

৫| ১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

খেয়ালি দুপুর বলেছেন: অসম্ভব ভাল লেগেছে। চমৎকার লিখতে জানেন আপনি। শুভকামনা রইলো।

১৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সাজিদ উল হক আবির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মন ছুঁয়ে গেল আপনার কথাগুলো। নিত্য ভালো থাকুন।

৬| ১৯ শে মে, ২০১৫ রাত ৮:২৬

কবি হাইড্রা বলেছেন: ভাল মনমানসিকতা থেকে ভাল লিখা আসে! আপনার কবিতার ভাষা অসাধারন।

২০ শে মে, ২০১৫ সকাল ৮:৫৫

সাজিদ উল হক আবির বলেছেন: অনুপ্রেরনাদায়ী মন্তব্যে কৃতজ্ঞতা, কবি হাইড্রা !! শুভকামনা আপনার প্রতি।

৭| ১৯ শে মে, ২০১৫ রাত ৮:৩৬

শতদ্রু একটি নদী... বলেছেন: আমিতো ভাইয়া এতো কিছু বুঝিনা সাহিত্যের, তবে পড়তে পড়তে মনে হইছিলো এমন করে পড়লে ভালো হবে। মঞ্চনাটক অথবা শ্লোগানের মতো গলা কাপিয়ে, অনেক আবেগ নিয়ে।

শুনে দেখতেছি আপনার লিঙ্কটা। :)

২০ শে মে, ২০১৫ সকাল ৯:১৪

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ পুনরায় :)

৮| ১৯ শে মে, ২০১৫ রাত ৯:০০

নিষ্ঠুর পৃথিবী বলেছেন: জেনে রেখো, জেনে রেখো, জেনে রেখো
এ অত্যন্ত মিথ্যে কথা!
নিতান্ত অসহনীয় রকমের অসত্য!
একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার!.......

.
.
.

ধ্রুব সত্য

২০ শে মে, ২০১৫ সকাল ৯:১৪

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ পাঠে , ধন্যবাদ মন্তব্যে। নিত্য ভালো থাকুন।

৯| ১৯ শে মে, ২০১৫ রাত ৯:০৪

হাসান রাব্বি বলেছেন: ভাল লাগলো।

২০ শে মে, ২০১৫ সকাল ৯:১৪

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ ।

১০| ১৯ শে মে, ২০১৫ রাত ৯:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: শনলাম। শুনতে গিয়ে আরো অন্যদেরও আরো বেশ কয়টা শুনলাম। যদিও আমি আবৃত্তির কিছু বুঝিনা, তবে কিছু শব্দের উচ্চারনগত সমস্যা আছে মনে হইছে। যেমন বমি, পড়ছিলো, ধোয়া এইসব কিছু শব্দ। ধোয়াটা কানে লাগলো বেশি, ধুয়া বলছিলেন হয়তো। কন্ঠ আরো ভরাট হইলে আরো ভাল্লাগতো। যদিও টোনের সাডেন চেঞ্জের পার্টটা ভাল্লাগছে।

শুভকামনা রইলো। :)

২০ শে মে, ২০১৫ সকাল ৯:১৮

সাজিদ উল হক আবির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। এই ফরমেট , অর্থাৎ পারফর্মেন্স পোয়েট্রিতে কণ্ঠের থেকে থিয়েট্রিক্যালিটি বেশী গুরুত্বপূর্ণ , মানে হাত পা নাড়ানো চারানো - ইত্যাদি। পারমরমেনসগুলা দেখাইতে পারলে বেশী ভালো হইত আর কি। যাক তবুও আপনার খুঁটিনাটি ক্রিতিকাল ভিউ গুলা উপকারি। কৃতজ্ঞতা জানাই। শুভকামনা রইল আপনার প্রতিও। :)

১১| ২২ শে মে, ২০১৫ বিকাল ৫:১৫

জেন রসি বলেছেন: চমৎকার।

দ্রোহের কবিতায় ভালো লাগা।

১৭ ই জুন, ২০১৫ রাত ৮:৩০

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ ব্লগার জেন রসি । দেরীতে প্রত্যুত্তর করায় দুঃখ প্রকাশ করছি।

১২| ২৫ শে মে, ২০১৫ ভোর ৪:৪৫

অন্ধবিন্দু বলেছেন: কবিতা পড়ে আহত হলেম মানছি। কিন্তু তবুও প্রশ্ন করার সাহস করি- ‘সহনীয়’ রকমের প্রতিটি অসত্য কি আহত হয়েছে !

১৭ ই জুন, ২০১৫ রাত ৮:৩৬

সাজিদ উল হক আবির বলেছেন: আপনার কাছেও দুঃখ প্রকাশ করছি , ব্লগার অন্ধবিন্দু , এত দেরীতে রিপ্লে দেবার জন্যে।
আমি আপনার প্রশ্নটা আসলে বুঝি নি।
একটু সহজভাবে জিগ্যেস করলে হয়তো কিছু একটা বলতে পারতাম।
শুভেচ্ছা ।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: এতগুলো ঘৃণ্য মিথ্যার মাঝে একটা প্রিয় মিথ্যে এসে ঢুকে পড়ল!

ভাল লেগেছে। কবিতায় জীবনশক্তির প্রকাশ প্রবল, আবৃত্তি শুনে ও দেখে হয়তো পুরো স্বাদ বোঝা যেত।

০৮ ই জুলাই, ২০১৫ রাত ১০:০০

সাজিদ উল হক আবির বলেছেন: অনেক ভালো লাগলো আপনার মন্তব্যে প্রিয় প্রফেসর। এখন গল্প লেখা দরকার খান তিনেক নতুন বইএর জন্যে। দোয়া করেন! :)

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

তার আর পর নেই… বলেছেন: কিছু কিছু সত্যকে কখনো সত্য বলতে হয়না। সেই সত্যে যদি মানুষের ভেতরের 'আমি 'বের হয়ে যায়।
ভালো লাগলো। তবে শেষের অংশটা অবশ্যই বেশি ভাল । শুধু কবিতার জন্য।
+++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯

সাজিদ উল হক আবির বলেছেন: আপনার সুচিন্তিত মন্তব্যে ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.