নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

আজরাইলের প্রতি ভালোবাসা

২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

আমাদের দেখা হয় না বহুদিন।

আমার অভাবক্লিষ্ট টানাপোড়েনের সংসারে,
স্ত্রীর ম্লান হয়ে আসা হাসিমুখ নও তুমি।
নও তুমি আমার শৈশবের সোনাঝরা শীতের কোন সকাল
যার খোঁজে, ভূতেপাওয়া মানুষের মত -
আজও প্রায়ই আমি মাঝরাতে উঠে বসে থাকি।

তবুও ভাবি, আমাদের দেখা হয় না বহুদিন।

'তুমি মিশেছিলে মোর দেহের সনে
তুমি মিলেছিলে মোর প্রাণে মনে'
কাক ডাকা ভোরে ,
পাখিদের নীড়ফেরা সন্ধ্যায়।

'প্রেয়সী' অর্থে প্রেয়সী ছিলে না তবু
থাকতাম তোমার অপেক্ষায়।
তোমার চাঁদমুখ দর্শনে পকেটে ভর করতো দেবী লক্ষ্মী
মনে শান্তির সুবাতাসে, চুপিচুপি, পায়ে পায়।

তোমার সূত্রে কত অজানারে জানা, কত মানুষ চেনা
কত বিষাদময় বাদানুবাদ,
কত হাতাহাতি
কত চ্যাতাচেতি
পরিপাটি ধোপদুরস্ত পোশাক
গলায় অফিসের আইডি
চেহারা, রাগে রাঙ্গা।

কতবার , কত - কতবার ফিরিয়ে দিয়েছ মোরে
আমি তবু ফিরে ফিরে এসেছি তোমার দ্বারে
দেবীলক্ষ্মীর কৃপার তোড়জোড়ে
যতবার তোমার দরজায় জোড় হস্তে দাঁড়িয়েছি
অতবার কোন প্রণয়ী, অফিসের বস, বাড়িওয়ালা,
বা পাওনাদারের সামনেও দাঁড়াইনি ছোট হয়ে।

অথচ করোনা সব বদলে দিলো।

রাস্তায় রাস্তায় হরদম জান কবচ করে বেড়ানো
বাংলার আজরাইল, আজ তোমার পায়েও বেড়ি?
আজ ঘোরেনা তোমার চাকা?
তোমারো তো সংসার আছে, আজরাইল
তোমার সন্তানেরও ক্ষিদে পায়।

তাই কী স্টিয়ারিং ছেড়ে
আজ ভোরে
তুমি এসে দাঁড়িয়েছ
ছুরি হাতে, টিটিপাড়ার মোড়ে?
আজ আমার প্রার্থনায় তুমিও আছো আজরাইল
আছে তোমার অভুক্ত শিশু , ছিঁড়ে শাড়িতে বৌ
জুড়ে কদরের দোয়ার ফোঁড়ে ফোঁড়ে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: আপনি কবিতাও লিখেন!!!!
খুব ভালো।

২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:১৮

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ, রাজীব ভাই। আমার ব্লগের অর্ধেকই কবিতা। ইদানীং শেয়ার করা হয় না যদিও।

২| ২০ শে মে, ২০২০ রাত ৮:২৮

নেওয়াজ আলি বলেছেন: দেশের মানুষ যা শুরু করছে আজরাইল ভালোবাসা নয় বদ দিয়ে জান নিবে

২০ শে মে, ২০২০ রাত ৮:৪২

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ, নেওয়াজ ভাই। সামগ্রিক পরিস্থিতির ওপর মন্তব্য করার বদলে কবিতাটির বিষয়বস্তু নিয়ে দু' একটা কথা বললে খুশী হতাম। নতুন চিন্তার দরোজা খুলত হয়তো।

৩| ২০ শে মে, ২০২০ রাত ৮:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন সাহস নিয়েই বাকি জীবন কাটুক।রবি ঠাকুরের গানের কিছু লাইন আছে কিন্ত হুবহু না।

২০ শে মে, ২০২০ রাত ৯:৫৭

সাজিদ উল হক আবির বলেছেন: রবিঠাকুরের দ্বারা ইন্সপায়ারড অংশটুকু শুরু থেকেই ইনভার্টেড কমার ভিতরে ছিল। সাহসের কি দেখলেন এ কবিতায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.