নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

চলে গেলেন জিম্বাবুইয়ান ক্রিকেট লিজেন্ড হিথ স্ট্রিক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮



খুবই দুঃখ পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরে যে, জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার, জিম্বাবুইয়ান ক্রিকেট লিজেন্ড হিথ স্ট্রিক আর আমাদের মাঝে নেই। ৪৯ বছর বয়সে গতকাল ক্যান্সারে মারা যান তিনি। দীর্ঘদিন খেলেছেন জিম্বাবুয়ের হয়ে। এর মাঝে অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সময়। হিথ স্ট্রিক ও জিম্বাবুইয়ান ক্রিকেট পরস্পর পরষ্পরের পরিপূরক হয়ে উঠেছিলো। দেশের ক্রিকেটের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। ভালো অলরাউন্ডার ছিলেন। ব্যাট বল দুটোতেই নিজের সময়ে দলের অন্যতম ভরসার জায়গা। নব্বইয়ের শেষাংশ ও শূন্য দশক দাপিয়ে বেড়িয়েছেন মাঠে। বাংলাদেশেও বেশ ক’বার খেলতে এসেছিলেন। সে সময় জিম্বাবুয়ে বাংলাদেশের জন্য রীতিমতো এক আতঙ্কের নাম। হা হা হা। ফ্লাওয়ার ব্রাদার্স, হিথ স্ট্রিক, নিল আর্মস্ট্রং, পল স্ট্র্যাং প্রমুখ বেশ কিছু দারুণ ক্রিকেটার ছিলো জিম্বাবুয়ে দলে। যারা সমসাময়িক দ্বিতীয় সারির দল বাংলাদেশ কেনিয়ার থেকে বেশ খানিকটা এগিয়ে নিয়ে গিয়েছিলো তাদের ক্রিকেটকে। ভালো খেলোয়াড় হবার পাশাপাশি মানুষ হিসেবেও ছিলেনবনিপাট ভদ্রলোক। সবসময় হাসিমুখ মাঠে, মাঠের বাইরে। স্বভাবে মিতভাষী। খবরটা সত্যি মনকে বড্ড ভারাক্রান্ত করে তুললো। সে সময় মাঠের খুব পরিচিত মুখ। পরবর্তীতে ক্লাব ক্রিকেটেও সমানভাবে সরব ছিলেন। খেলা ছেড়ে দেবার পর কোচিংয়ে মনোনিবেশ করেন। কিছু সময় বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। আর কি বলবো? আহা, মনে পড়ছে ফেলে আসা সে সব গত দিনের কথা। নিজস্ব কতো স্মৃতি। কীভাবে সময় চলে যায়! যাই হোক, বেদনাহত হৃদয়ে বিদায় আপনাকে প্রিয় হিথ স্ট্রিক। প্রকৃতই একজন ভদ্রলোক ক্রিকেটার ছিলেন আপনি। ওপারে অনেক শান্তিতে থাকুন। এবং অজস্র ধন্যবাদ ক্রিকেটের মাধ্যমে নব্বই ও শূন্য দশকে আমার মতো অসংখ্য কিশোর তরুণকে মাতিয়ে রাখার জন্য।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

অপু তানভীর বলেছেন: এবার সত্যিই মারা গেল !
কী অদ্ভুতই না মনে হচ্ছে । গুজব রটলো তার কদিন পরেই মারা গেলেন !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

অর্ক বলেছেন: ভীষণ তিক্ত অভিজ্ঞতা হলো। প্রতিষ্ঠিত বেশকিছু গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছিলো মৃত্যু। পরে ক্ষমা চেয়ে সরানো হয়। এরকম গুরুত্বহীনভাবে সবার গুজবে গা ভাসানো বিস্ময়কর ছিলো আমার জন্য। দুঃখ পেয়েছিলাম।

আপনাকে আন্তরিক ধন্যবাদ। শুভকামনা থাকলো।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৮

সোনালি কাবিন বলেছেন: খুব বেশি বয়স বাঁচলেন না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

অর্ক বলেছেন: বাঁচলেন না! তাঁর মহান জীবনকে সম্মান। দারুণ একজন মানুষ ছিলেন। শুধু বলার জন্য বলা নয়।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

কিসের ক্যান্সার ছিলো?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৫২

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৯

ঢাবিয়ান বলেছেন: নব্বই শূন্য দশক ??

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

অর্ক বলেছেন: নব্বই, শূন্য দশক। ২০০০-২০১০ পর্যন্ত সময়কালকে শূন্য দশক বলা হয়ে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.