নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

তান্নুদের বাড়ি

০৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৫



তারপর তান্নুদের বাড়ি আর যাওয়া হয়নি। যাবার ইচ্ছেও হয়নি। জানি না ওরা সেখানে আছে কিনা। ঠিকাদারপাড়া নাম জায়গাটার। ঠিকাদাররাই মূলত থাকতো। সে সময় পাশের ঝুপড়িতে নিঃসঙ্গ এক বাউল বাস করতো। লাকড়ির চুলো, দুয়েকটি তৈজসপত্র, একতারা। খুব গরীব। তান্নুরা বড়োলোক। ওর ভাই রাশিয়াতে গিয়ে মেলা টাকাপয়সা করেছিলো। বাড়ির সামনে ইটের রাস্তা। অল্প দূরে বহু পুরনো মেহগনি গাছ। সেখানে অতিকায় শকুনদের বাস। ভোরে গেলে দেখা যেতো, শতশত শকুনের আনাগোনা। তান্নুদের বাড়ি একবারই গিয়েছিলাম। টোস্ট বিস্কুট খেয়েছিলাম। (চায়ের ব্যাপারটা আজ নিশ্চিত হতে পারি না।) নিঃসঙ্গ গরীব বাউলের জন্য দুঃখ হতো। বিকটাকার শকুনগুদের যমের মতো ভয় পেতাম। তখন অবশ্য ছোটো ছিলাম। পনেরো ষোলো বয়স। তান্নু আমার সহপাঠী ছিলো। ভীষণ সুন্দরী। যাকে বলে দুর্ধর্ষ সুন্দরী।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

মিরোরডডল বলেছেন:




অল্প কয়েকটি লাইনে ভালো বর্ণনা হয়েছে।
তারপর কোথায় চলে গেলো তান্নু?

০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

অর্ক বলেছেন: ধন্যবাদ। বলার আর তেমন কিছু নেই। সবাই শুভেচ্ছায় থাকবে সবসময়।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

মিরোরডডল বলেছেন:




ছবির পেইন্টিং-এর মেয়েটা সুন্দর।
স্কারলেট জোহানসনের মতো।


০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪

অর্ক বলেছেন: স্কারলেট জোহানসন। ওয়ালপেপারের জন্য খুব ভালো সাইট।

https://wallhere.com/en/wallpaper/47277

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

মৃতের সহিত কথোপকথন বলেছেন: আমি তান্নুদের বাড়ি যেতে চাই

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

অর্ক বলেছেন: যেতে পারেন। কিন্তু কিছুই তেমন নেই। অজস্র পরিবর্তন মাঝে।

ধন্যবাদ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

প্রামানিক বলেছেন: চমৎকার বর্ননা

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৭

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৩

কামাল১৮ বলেছেন: বিস্কুট দুটি কি অবহেলা করে দিয়েছিলো যে আর যাওয়া হয়নি।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৮

অর্ক বলেছেন: ওরকম নয়। ওর নানি স্নেহ করেই দিয়েছিলো।

ধন্যবাদ।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

অর্ক বলেছেন: ভাই, লেখায় লিখেছি কিন্তু, “নিঃসঙ্গ গরীব বাউলের জন্য বড়ো দুঃখ হতো। বিকটাকার শকুনগুলোকে যমের মতো ভয় পেতাম।” সবমিলিয়ে আমার জন্য সুখকর ছিলো না জায়গাটা। তাই আর যাইনি।। হে হে হে।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

অনেক দিন পর আপনার এখানে আসলাম।

আপনাকে ভুলিনি।

কবিতা চাই, আগের মতো।

শুভকামনা।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১০

অর্ক বলেছেন: চেষ্টা করবো। শুভকামনা থাকলো।

ধন্যবাদ।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৪

মিরোরডডল বলেছেন:




বাহ! আমার অনুমান ঠিক হয়েছে :)

সাইট শেয়ার করার জন্য অর্ককে থ্যাংকস।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫১

এম ডি মুসা বলেছেন: চমৎকার!! বর্তমানে বড় গল্প পড়তে আলেসামি লাগে

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০০

অর্ক বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.