নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

বহুদিন হলো এখানে ব্যাধ নেই

২৭ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৭



কী ভীষণ শূন্যতা রেখে গেছে হ্যামিলনের বংশীবাদক। (কোনওদিন ফিরবে না।) তোমার হ্যাজেল চোখে ধূসর রেল লাইন, কুয়াশাচ্ছন্ন শহর। তুমি শঙ্কিত প্রাণহীন পৃথিবীকে ভেবে; তুষারাবৃত দূরের স্টেশন, ঘরবাড়ি, বিপণী বিতান।

হয়তো সময় জিরাফের ছায়া নিয়ে কথা বলার। শিশুদের চোখে দেখা সোডিয়াম জ্বলা ব্রিজ। চলো জর্দা খয়ের দিয়ে খুশবুদার পান খাই। লাল করি ওষ্ঠাধর। বাকি জীবন নির্বিরোধ কাটিয়ে দেই প্রত্যুৎপন্নমতিত্বহীন, শুদ্ধ নিরামিষভোজী।

আরেকটি দীর্ঘ দিনের শেষে দাঁড়িয়েছি তোমাদের টিপটপ এ্যাপার্টমেন্টের নিচে। সদ্য স্নান সেরে দাঁড়িয়েছো জানলায়। নীল গাউন। তোয়ালে বাঁধা খোপা। বিড়ালছানা কোলে। আমি শুধু তোমাকেই দেখি। তোমার নরম খোপা, গাউন।

বহুদিন হলো এখানে ব্যাধ নেই। বন্দুক কাঁধে সেই যে গেলো শিকারীরা... আর ফেরেনি। অরণ্যের পাশে আতঙ্কে বাস করি। গবাদিপশুর পাশাপাশি দুয়েকজন প্রতিবেশিও নিখোঁজ ক’দিন। মাঝরাতে রক্ত হিম করা চিৎকার শুনেছিলাম।

(ছবি: Click This Link)

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৩

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮

অর্ক বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন...

২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৮

অর্ক বলেছেন: ধন্যবাদ।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৮

মিরোরডডল বলেছেন:




প্রথমে শিরোনাম বুঝিনি, লেখাটা পড়ে বুঝতে পেরেছি।

তোমার নরম খোপা,

নরমতো হবেই, তোয়ালে বাঁধা যে! :)

ছবিটাও সুন্দর, ভালো লেগেছে অর্ক।


২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৮

অর্ক বলেছেন: দারুণ মন্তব্য। নরম খোপা খুব অর্থপূর্ণ লেখায়। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা থাকলো।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৪

এম ডি মুসা বলেছেন: শ্রদ্ধেয় আপনার লেখা গুলো আমার হৃদয়ে নাড়া দিয়ে উঠলো প্রথমে ভাবছি গল্প তারপর ভাবছি কবিতা কোন দিকে যাবো সেটা প্রথমে বুঝে উঠতে পারিনাই , তবে কবিতার মত আমার কাছে মনেহয় যে কারো কথা গুলো ভালো লাগা দিবে

০২ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬

অর্ক বলেছেন: উৎসাহব্যঞ্জক কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা থাকলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.