| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন শিক্ষক কি করে এত ভয়ানক হতে পারে!
মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো শিক্ষা।
আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে বাবা মা তার সন্তানকে পাঠায় নিরাপদ আশ্রয় হিসেবে।
অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে,যাদের মেয়ে দেখলেই সংঙ্খম করতে ইচ্ছে করে।
এইসব কুলাঙ্গারের জন্য শিক্ষা সমাজ আজ ধংস্স হয়ে যাচ্ছে।
শিক্ষকের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে বাবা মা।
মহান পেশায় থেকেও কিভাবে পারে একটা মেয়ের সাথে সেক্স করতে?
মানুষ গড়ার কারিগর তারা,আর সেই তারাই ঢুকিয়ে দেয় অন্য মেয়ের পেটে বীজ।
আঠারো বছর বয়সের নীচে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করলে বা অনিচ্ছায় দৈহিক মিলন করলে সেটা হয় ধর্ষণ।
কিছু কুলাঙ্গার শিক্ষকের জন্য আজ শিক্ষক সমাজ লান্ঞ্চিত হচ্ছে।
আমার বাবা একজন শিক্ষক।
আমি চাই ঐসব কুলাঙ্গেরর জন্য যাতে শিক্ষক সমাজ লান্ঞ্চিত না হয়।
আমি ঐ কুলাঙ্গারদের এমন শাস্তি দাবি করি যাতে এক দৃষ্টান্ত হয়ে থাকে।
যাতে আর কেউ কোমলমতি মেয়েদের উপর কু নজরে না তাকাতে পারে।
তাই বিচার চাই ঐ ধর্ষণ কারীর।জাগো বাঙালি।
সমাজ থেকে ছুড়ে ফেলে দাও ঐ সব ধর্ষণকারীর।
©somewhere in net ltd.