নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ছবিগ্রাফী...(মোবাইলে তোলা ফুলের ছবি)

০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৫

০১।


দুনিয়াটা কী যে সুন্দর, মনও করে দিয়ো সুন্দর
ও প্রভু সুন্দর করে রেখো হৃদয় বন্দর,
ফুল সুন্দর পাতা সুন্দর, না জানি তুমি কত সুন্দর ও আল্লাহ!
পাপ কমিয়ে ভারী করো নেকির পাল্লা,
ও আল্লাহ!

অনেকদিন ছবি পোস্ট করিনি। আজ কষ্ট হলেও ভাবলাম ছবি পোস্ট দেই। ছবি পোস্ট না দেয়ার কারণ হলো। আবার ডিপার্টমেন্ট চেঞ্জের কারণে আবার ফটোশপ পিসিতে নাই। এমন পিসি পাইছি.... ব্রিটিশ আমলের। মেমরিও কম। যদি আবার আল্লাহর রহমতে নতুন পিসি পাই। আবার ফটোশপ ইনস্টল করমু আর ফটো পোস্ট দিমু অকা? এগুলো মোবাইলে তোলা ফটো....। আশাকরি ভালো লাগবে।
===================================================

০২। =বুকে জমা নীল অপরাজিতা=
হড়বড় করে নীতি কথা ফলাতে পারো লোকের সম্মুখ,
অথচ আমাকে ব্যথায় নীল করে দিতে রও উন্মুখ,
মন আমার সবুজে মাখা
তুমি নীল ছুঁইয়ে দাও, উচ্ছাসে যায় না থাকা।

মন আমার অপরাজিতার রঙে সাজিয়ে রাখি,
বিষণ্ণ বেলা আমার একলা থাকি,
যেমন খুশি তেমন রও, বলবো না কিছু
নিয়ো না তিতে কিথা নিয়ে আর পিছু।



০৩। গোলাপী মশরোজ।



০৪। =রঙ ছড়িয়ে চলো পাশে থাকি=
মনের রঙ ছড়িয়ে চলো পাশে থাকার করি অঙ্গীকার,
আমাদেরও ভুল ছিল, নির্দ্বিধায় করি অস্বীকার,
মনের অলিগলি হউক ল্যান্টেনা ফুল রঙবাহারী,
হেমন্তের রোদ্দুর আশ্বিনেই উঠুক মনের বাড়ী!

আমাদের মেজাজ হউক তেজহীন রোদ্দুর,
বুকে পুষি সহনশীলতা এক সমুদ্দুর,
ভালোবাসার ছায়ায় মায়ায় জড়িয়ে রাখি মন
তুমি আমি ল্যান্টেনা ফুল, মনের পাপড়িতে
বসুক ভ্রমর, শুনি মধুর গুঞ্জরন।



০৫। কলমি শাক খেয়ে বোতলে রেখেছিলাম পরবর্তীতে পাতা হইছে আবার ফুলও দিছে।



০৬। =হিমু ভাব ধরেছো=
গায়ে জড়িয়েছো হলুদ ফতোয়া
তুমি নির্বিক, নিশ্চুপ, মন কোথায় গেল খোয়া?
হলুদ সাড়িতে সেজে পাশেই হাঁটি
দৃষ্টি ছোঁয় তোমার ঘাস মাটি!
স্নিগ্ধ বেলা কুয়াশার ধুয়াশায় মন উচ্ছল হয়ে ওঠলো,
আরে বাপু! তোমার নিস্তব্ধতায় মন যে এই টুটলো!

পূর্বাশায় সূর্য জেগেছে হলুদ আলো বুকে,
প্রকৃতি দয়েছে চোখে আমার মন্ত্র ফুঁকে,
হিমু হতে হবে না আজ, আনমনা ভাব করো দূর,
হুশ ফিরিয়ে দেহ ছুঁয়াও সোনা রোদ্দুর।



০৭। =সাদার মায়ায় আছি এবেলা জড়িয়ে=
শুভ্রতার মায়ায় জড়িয়ে রবো একদিন নিস্তব্ধ,
সেদিন ঠোঁটের বুলি সময়ে কাছে হবে জব্দ!
নিকষ অন্ধকারে যাওয়ার আগে,
কিছু শুভ্র আলো আসবে শবের বাগে!

শুভ্র ফুলের পাপড়িতে লিখা যেন শুদ্ধতার গল্প,
মন পবিত্রতা ছুঁয়, আহা এ জীবন তো ছোট, অল্প
এতটুকুন জীবনজুড়ে চাহিদার ব্যপ্তি আকাশ ছোঁয়,
সব বৈভব এখানে রেখে মানুষ তো শুভ্র বসনে অন্ধকারেই শোয়।



০৮। =নীল অনুভূতি মন ছুঁয়ে=
নীলেরও সৌন্দর্য আছে, জানো কি তা?
যখন সময়গুলো বিষাদে পূর্ণ, মনের স্বাদ তিতা
উড়ে আসলে মনে এক টুকরো সুখের জ্যোতি
ভুলে যাই পিছনের নীল অনুভূতি!

আরও বেশি ভালো লাগায় মন ওঠে ভরে
দুঃখের পর সুখের স্পর্শ মনে সেজে উঠে থরে থরে,
অন্যরকম ভালো লাগায় ছেয়ে যায় বুক, করি অনুভব
নীল বিষাদ দূর করতে লাগে না বিত্ত বৈভব।



০৯। ©কাজী ফাতেমা ছবি
=বেলাশেষে একটি কমলা গোলাপ দিয়ো=
বাড়ি যখন ফিরো, গোলাপ নিয়ে এসো
পিছনে রেখে ফুল, মুগ্ধ হাসি হেসো;
সবুজ মন আমার ফুল উপহার চাই;
তোমার মনের মধ্যিখানে নিতে চাই ঠাঁই।

মান অভিমান নিয়ে হাঁটছি পথ
মিলে না তোমার আমার মতামত
তবুও চাই পাশে থেকে যাও
বোবা হয়ে থাকবো যদি চাও।



১০। এমন হইতে পারো
মনের রঙ আগুনের লাহান না কইরা গাঢ়
মিহি মিষ্টি রঙ গোলাপের মতন
মনটারে সাজাইতে পারো যতন।

এমন হইতে পারো
কইলজায় আঘাত না লাগাইয়া কারো
এমন বুলি না বলে কয়ে
কইতে পারো কথা ধীরলয়ে।

বুলিতে কেন রইবে উচ্ছিষ্টের ঘ্রান
গোলাপের মতন মৃদু ঘ্রাণ
থাকবে হৃদয়ের প্রতি হৃদয়ের টান,
মনের ঘ্রাণে মনের জন্য করতে হবে মন আনচান।


মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ফুল-কবিতা সুন্দর হয়েছে আপু।
আর-একটা কথা আপু, মোবাইলে ছবি তুলতে গিয়ে বড় করে তোলার কোনো অপশন বা ব্যবস্থা আছে কিনা? নাকি ছবি তোলার পর এডিট করতে হবে? আমার ছবিগুলো সরু হয়ে গিয়েছিল! আপনার ছবিগুলো বড় ও সুন্দর হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবি তোলার সময় ল্যান্ডস্কেপ আর পোট্রেট তুলতে হয়। ফেসবুকে অবশ্য পোট্রেট ছবি ভালো দেখা যায় আবার এখানে ল্যান্ডস্কেপ

মোবাইলে তোলার সময় মোবাইল সোজা না রেখে বাঁকা করে ছবি তুলবেন। আমার এই ছবিগুলো সরু ছিল । ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। আজ পিসিতে বসে ক্রপ করেছি ল্যান্ডস্কেপে নিয়েছি সব ছবি।

অনেক ধন্যবাদ আপনাকে

২| ০৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩২

কথামৃত বলেছেন: সুন্দর লেখনী

০৯ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কথা
ভালো থাকুন

৩| ০৮ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

নজসু বলেছেন:


আস সালামু আলাইকুম প্রিয় আপা।
মাশায়াল্লাহ অনেক সুন্দর। চোখ জুড়িয়ে গেলো ছবিগুলো দেখে।
লেখা বরাবরের মতো ভালো লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম সুজন ভাইয়া
জাজাকাল্লাহ খইর
অগ্রিম ঈদের শুভেচ্ছা
ভালো থাকুন সবাইকে নিয়ে

৪| ০৯ ই এপ্রিল, ২০২৪ ভোর ৬:৪৭

শায়মা বলেছেন: ছবির ছবি পোস্ট এই শিরোনাম হলেই মনে হয় বেশি ভালো হত!! :)

সকাল সকাল ফুলের ছবি দেখে মন জুড়ালো প্রাণ ভরালো! :)

০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আসলেই ত, আবার দেয়ার সময় খেয়ালে রাখমু

থ্যাংকিউ সো মাচ আপু
ভালো থাকুন

৫| ০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খুব সুন্দর । মুগ্ধ হলাম । শেয়ার করার জন্য ধন্যবাদ

০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যভাদ বাবন ভাইয়া
ঈদ মুবারক
ভালো থাকুন সবাইকে নিয়ে

৬| ১৬ ই এপ্রিল, ২০২৪ সকাল ৭:০৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবি, সুন্দর কবিতা। + +
সূচনার লাইন পাঁচটি খুব সুন্দর হয়েছে। ৯ নম্বর কবিতাটা বেশি ভালো লেগেছে।

আপনার ডিপার্টমেন্ট এত ঘন ঘন বদলাচ্ছে কেন?

২১ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি ইচ্ছে করে বদলী নিয়েছি। যে ডিপার্টমেন্টে ছিলাম সেটা ছিল আগাম শাখা। অনেক ঝামেলা। হিসাবে আমি পাকা নই তাই

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.