নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=সকল বিষাদ পিছনে রেখে হাঁটো পথ=

০৪ ঠা মে, ২০২৪ সকাল ১১:৩৮



©কাজী ফাতেমা ছবি

বিতৃষ্ণায় যদি মন ছেয়ে যায় তোমার কখনো
অথবা রোদ্দুর পুড়া সময়ের আক্রমণে তুমি নাজেহাল
বিষাদ মনে পুষো কখনো অথবা,
বাস্তবতার পেরেশানী মাথায় নিয়ে কখনো পথ চলো,
কিংবা বিরহ ব্যথায় কাতর তুমি, চুপসে যাওয়া মন নিয়ে
একাকী পার করো সময়.....আল্লাহকে স্মরণ করার পর
তুমি আমায় স্মরণ করো তখন।

মন ভালো করে দেয়ার যাদুমন্ত্র শিখাবো তোমায়,
অল্প সময় নিয়ে এসো, পেঁচামুখো মন নিয়ে এসো;
তোমাকে দেখিয়ে দেবো কী করে মুগ্ধতায় বাঁচতে হয়
কী করে সকল বিষাদ দূরে ঠেলে একমুঠো স্বস্তি নিয়ে
আগাতে হয় পথ। তোমাকে বুঝিয়ে দেবো,
দু:খগুলো স্বাভাবিক, সে আসবেই.....
আর তাকে ঠেক্কা দেয়ার ক্ষমতা , সে তোমার আছে নিশ্চয়ই ।
দু:খ বিষাদ বিষণ্ণতা না আসাটা অস্বাভাবিক বরং;
যদিও প্রতিটি কর্মের ফল........ ভালো অথবা মন্দ।

যে কষ্টে তুমি নিথর দেহে বসে আছো বিমর্ষ মুখে
মন ঘুরিয়ে নাও অন্য কোথাও, অন্য কাজে
এসব কষ্ট নিত্য নৈমিত্তিক, সে আসবেই, তাতে কী!
তুমি চুপসে যাবে? নাকি উঠে দাঁড়াবে সোজা!
মনটারে ঠেলে ঠুলে পাঠিয়ে দাও প্রকৃতির কাছে,
অথবা দূর্বাঘাসে বসো খোলা আকাশের নিচে,
কিংবা কফির পেয়ালায় ঠোঁট রেখে ভাবো কবিতার ছন্দ।

তুমি কাব্যের খাতা খুলতে পারে, লিখতে পারো কবিতা
অথবা দিনলিপি, দুঃখগুলো সুখগুলো
এবার ভাগ করো কতগুলো সুখ আর কতগুলো দু:খ
তুমি হিসাব করে সুখই বেশী পাবে খুঁজে
তবে আর বিষাদে মন রেখে লাভ কী
তুমি সুখি হও প্রথমে নিজকে নিয়ে, নিজেকে ভালো রাখার উদ্দেশ্যে।
(০৪/০৫/২০১৯)

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২৪ সকাল ১১:৪৭

এম ডি মুসা বলেছেন: চমৎকার, কবিতা,
যে কষ্টে তুমি নিথর দেহে বসে আছো বিমর্ষ মুখে মন ঘুরিয়ে নাও অন্য কোথাও, অন্য কাজে এসব কষ্ট নিত্য নৈমিত্তিক, সে আসবেই, তাতে কী! তুমি চুপসে যাবে? নাকি উঠে দাঁড়াবে সোজা!

০৫ ই মে, ২০২৪ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ মুসা ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক ।

২| ০৪ ঠা মে, ২০২৪ দুপুর ১:৫৯

রানার ব্লগ বলেছেন: চমৎকার অনুভূতি।

০৫ ই মে, ২০২৪ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রানা ভাই
ভালো থাকুন

৩| ০৪ ঠা মে, ২০২৪ বিকাল ৩:০৫

মায়াস্পর্শ বলেছেন: আপু, অনেক সাবলীল আর সুন্দর। ধন্যবাদ।

০৬ ই মে, ২০২৪ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মায়া জি
ভালো থাকুন

৪| ০৪ ঠা মে, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

মনিরা সুলতানা বলেছেন: তুমি সুখি হও প্রথমে নিজকে নিয়ে, নিজেকে ভালো রাখার উদ্দেশ্যে
দারুণ !

০৫ ই মে, ২০২৪ বিকাল ৩:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আগে নিজেকে ভালো রাখতে শিখতে হয়। অনেকেই সেটা বুঝে না। না বুঝে নিজেকে কষ্ট দেয় অন্যের ভুলে

থ্যাংকিউ সো মাচ বন্ধু প্রতিম মনিরা। আমরা ব্যাচমেট ভাবতেই ভালো লাগে

৫| ০৪ ঠা মে, ২০২৪ রাত ৯:৩৩

স্প্যানকড বলেছেন: কতজনকে যাদুমন্ত্র শিখিয়েছেন ? আমারে কিছুটা শেখানো যাবে কি ? ভালো থাকবেন সব সময় :)

০৬ ই মে, ২০২৪ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শিখানো যাবে আগে আসল নামটা প্রকাশ করুন হাহাহা

থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন আপনিও্

৬| ০৫ ই মে, ২০২৪ সকাল ১০:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:


বাহ সুন্দর ভাবনার আরো সুন্দর কাব্যিক প্রকাশ ।

সকল বিষাদ পিছনে রেখে হাটা এ প্রসঙ্গে
মনে পড়ে কবি গুরুর দারুন কবিতা একটা ।

লাঙল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা,
তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা?
যেদিন আমার সাথে তোরে দিল জুড়ি
সেই দিন হতে মোর মাথা-খোঁড়াখুঁড়ি।
ফলা কহে, ভালো ভাই, আমি যাই খ'সে,
দেখি তুমি কী আরামে থাক ঘরে ব'সে।
ফলাখানা টুটে গেল, হল্‌খানা তাই
খুশি হয়ে পড়ে থাকে, কোনো কর্ম নাই।
চাষা বলে, এ আপদ আর কেন রাখা,
এরে আজ চালা করে ধরাইব আখা।
হল্‌ বলে, ওরে ফলা, আয় ভাই ধেয়ে--
খাটুনি যে ভালো ছিল জ্বলুনির চেয়ে।


ফলাহীন লাঙল এর এই কাহিনী পাঠে
মনে হয় বিষাদকে পিছনে না ফেলে
সাথে নিয়ে চলাই ঢের ভাল ।

শুভেচ্ছা রইল ।

০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কাব্য লিখেছিলেন তিনি

তামীম তো বলে বজ্জাত রবীন্দ্রনাথ সব কিছু লিখে ফেলছে। মা'র জন্য কিছুই বাকি রাখেনি

ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৭| ০৫ ই মে, ২০২৪ দুপুর ২:৪২

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুনদর

০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ সাইফুল ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৮| ০৭ ই মে, ২০২৪ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: সুপরামর্শ; প্রেরণাদায়ক একটি কবিতা।
ডঃ এম এ আলী এর উদ্ধৃত কবিতাংশটি অত্যন্ত চমৎকার!

০৭ ই মে, ২০২৪ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। ভালো থাকুন

মতিঝিলে কখনো আসলে ব্যাংকে আসবেন একদিন

৯| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৪:০১

নয়ন বিন বাহার বলেছেন: বড্ড আশা জাগানিয়া কবিতা!
কবি, সালাম!

০৮ ই মে, ২০২৪ বিকাল ৪:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া। ভালো থাকুন অনেক অনেক
ওয়ালাইকুম আস সালাম

১০| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৫:০৬

করুণাধারা বলেছেন: সুন্দর ভাবনার প্রকাশক কবিতা।

০৯ ই মে, ২০২৪ সকাল ১০:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা আপু
জাজাকিল্লাহ খইর
অনেক ভালো থাকুন ফি আমানিল্লাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.