নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=চলো কোথাও নিয়ে যাই তোমাকে=

২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৩


এখানে একঘেঁয়েমী বেড়ে গেছে, তুমিও হয়ে গেলে পাথর
মনের প্রেম মরে গেছে, বুকে নেই ভালোবাসার ঢেউ,
এখানে নিরিবিলি পরিবেশ নেই,
গিঞ্জি শহরের বুকে বাস করছি সুখের হাপিত্যেশ বুকে নিয়ে।

চলো অন্য কোথাও নিয়ে যাই তোমাকে
তোমার মন পরিবর্তন হউক
বুকের জমিতে বসুক কলকাকলী প্রেম মেলা;
যেখানে নির্জন, নিরিবিলি চলো সেখানেই যাই।

যেখানে ব্যস্ততা নেই অল্প,
পেরেশানি নেই, নেই কোনো নিয়ম নীতি
ফুরফুরে হাওয়া যেখানে
যেখানে রঙিন প্রজাপতিরা উড়ে বেড়ায় স্বাধীন
সেখানে চলো থেকে আসি কিছু দিন।

মনের দুর্দিন কেটে যাবে
কেটে যাবে ভবিষ্যত ভাবনা,
যেখানে ফুলেরা ফুটে থাকে আপন মনে
হাওয়া উড়ে দমকা, যেখানে সবুজের আস্ফালন
চলো সেখানে যাই, পা রাখি সবুজের বুকে।

পিছুটানের সুতো একদিন কেটে দিই
অনেক তো ব্যস্ত থেকেছি,
সংসার- রান্নাবান্না, বাজার হাট খেলা
কিছুদিন চলুক অন্য নিয়মে,
আমাদের নিয়ম হাতে তুলে নিই একদিন।

মন মরে গেছে বন্ধু, মনের রঙ বিবর্ণ
রঙ কী ফিরিয়ে আনতে চাও?
চলো নিয়ে যাই তোমাকে অন্য কোথাও
যেখানে গেলে থাকবে না সাংসারিক চিন্তা,
সুখের নিঃশ্বাস ছেড়ে চলো কিছুদিন বাঁচি।
============================
©কাজী ফাতেমা ছবি
২৪-১১-২০২৪

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯

অরণি বলেছেন: সুন্দর কবিতা আপা।

২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অরণি আপা
ভালো থাকুন

২| ২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০৬

জুল ভার্ন বলেছেন: পালিয়ে বাঁচার প্রার্থনা- ক্লান্ত শহুরে অস্থিরতার ভিড়ে হারিয়ে যাওয়া দু’টি মানুষের নীরব আর্তি। শহরের গিঞ্জি দেয়ালে আটকে থাকা সম্পর্কের নিঃশ্বাসহীনতা, দৈনন্দিনতার বিরুদ্ধে কোমল এক বিদ্রোহ।
সত্যি,কখনো কখনো বাঁচতে হলে নিজেদের নিয়মে কয়েকটা দিন কাটানোই যথেষ্ট।

২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ খুব সুন্দর মন্তব্য
অনুপ্রেরণা হয়ে থাকবে
ভালো থাকুন ভাইয়া
অনেক ধন্যবাদ

৩| ২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জুল ভার্ন দারুণ মন্তব্য করেছেন।

২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি
থ্যাংকিউ সো মাচ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

৪| ২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২০

বাকপ্রবাস বলেছেন: ভোটের আগে চলে আসিয়েন, ভোট দিতে হবে মোমবাতি মার্কা

২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভেোট মনে হয় এবারো দেব না। যা শুরু করছে এরা

৫| ২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৩৮

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর কবিতা

২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাইয়া ভালো থাকুন

৬| ২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৪

সামিয়া বলেছেন: ছবি এবং কবিতা দুটোই হৃদয় ছোঁয়া

২৫ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকো

৭| ২৫ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০৫

মোঃআশরাফ উদ্দিন খান বলেছেন: আপনি কি একজন লেখক? জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করেন? আপনি আপনার লেখাগুলো এক জায়গায় ভেরিফাইড লেখক পোর্টফোলিও হিসেবে সাজাতে পারেন। এতে থাকবে লেখক আইডি, যা আপনার Bio, CV বা বই—সব জায়গায় ব্যবহারযোগ্য। পাশাপাশি পাবেন লেখার কপিরাইট সুরক্ষা এবং আপনার পেজ এর ফ্রী প্রমোশন।

ফেসবুকে লেখাগুলো কপি হওয়ার আশঙ্কা, কিংবা আইডি ডিজেবল হলে লেখা হারিয়ে যাবে,কিন্তু এক কেন্দ্রিক প্ল্যাটফর্মে প্রকাশ করলে সব লেখা নিরাপদ ও সুসংগঠিত থাকে। বিভিন্ন সাইটে ছড়িয়ে থাকা লেখার কারণে প্রমাণও দুর্বল হয়—আপনি কীভাবে দেখাবেন যে লেখাটি আসলেই আপনার? এক কেন্দ্রিক প্ল্যাটফর্ম যেকোনো লেখা স্ক্যান করে মূল লেখকের পরিচয় শনাক্ত করতে পারে। এমনকি আপনার লেখা কপি হলেও, পাঠক লেখাটি স্ক্যান করে সরাসরি আপনার কাছে আসবে এবং ফলো করবে।

এমন সুযোগ মিস করতে না চাইলে “ই-নলেজ আইডিয়া” লিখে সার্চ করুন, অথবা idea .enolej .com ভিজিট করে এখনই নিবন্ধন করুন, আর গোছিয়ে নিন আপনার লেখালেখির যাত্রা সুশৃঙ্খলভাবে!

ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিবন্ধন করতে পারছি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.