নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০১


জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।

আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব অনাকাঙখিত অসুখ আপদ,
চলার পথ হতে -দাও সরিয়ে অশান্তির শ্বাপদ।

তাঁর নামের ব্যানার হৃদ দেয়ালে টানিয়ে
আমি দুঃখগুলো আল্লাহর কাছেই দেই জানিয়ে,
আকাশে তাকিয়ে তাঁর নাম করে যাই জপ,
নিমেষেই উপহার পাই শান্তি, হতে তাঁর তরফ।

যখনই কষ্টে হৃদয় হয়ে ওঠে ভারাক্রান্ত,
বুকে ধারণা পুষি ভ্রান্ত,
তখনি আকাশে তাকিয়ে বলি রবকে বিড়বিড়
মন করে দাও শান্ত প্রভু, স্বস্তি দাও সুনিবিড়।

আহা আকাশে তাকালেই সৃষ্টিকর্তাকেই মনে পড়ে
ভাবি এইতো তাঁর দয়া আমার উপর, তখনি সুখ মন ঘরে,
কত হতাশায় নিমজ্জিত হই
তখন রবের সাথেই কথা কই।

আল্লাহ ছাড়া আর আছে কে, কষ্ট দূর করার তিনিই মালিক
তিনিই নিয়াময় রহমত দিয়ে পাশে থাকেন তিনিই খালিক
আকাশের মালিকের কাছেই আমার যত বায়না,
তাঁর দয়া রহমত পেতে শুনি কার মন চায় না!
=======================
©কাজী ফাতেমা ছবি
১৪/১২/২০২২

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মশি ভাইয়া
অনেক ভালো থাকুন

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:২১

অরণি বলেছেন: আপনার কোন বই বের হয়েছে কি?

১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেরিয়েছে অরণি আপু।

ধন্যবাদ আপনাকে

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম প্রিয় আপা। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কমেন্ট করিনা বলে ভাববেন না আপনার কবিতা পাঠ করিনা। সবসময় চোখ বুলিয়ে যাই। কমেন্ট করা হয়না। আপনার এই কবিতাগুলি ভীষণ ভালো লাগে। মনে প্রশান্তি জাগে। কবিতাটা পড়ছিলাম আর মনে পড়ছিলো, আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টের কথা বলা সুন্নাত। সুন্নাত কিনা জানিনা, আজকের এই কবিতা পাঠে মনে হচ্ছে আমার সেই মনে পড়ার কথারই প্রকাশ। খুবই সুন্দর। খুব সুন্দর। ভালো থাকবেন। দোয়া রইলো।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



যে কবি কথায় কথায় সুন্দর কবিতার ছন্দ আঁকে
সে কেন পড়ে আছে বেশ পুরাতন কবিতার বাকে?
তবে কবিতা সুন্দর হয়েছে , পাঠ করি আর ভাবি
এই ভীষন ধুসর অনিশ্চয়তার এক ক্রান্তিকালে
আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকি সকলে ।

চাই শক্তি, চাই হিকমত দুজাহানে মুক্তির তরে
পাওয়া না পাওয়া সকলই যেন হিকমতে ভরে
এ কামনাটুকু নিয়ে মানষপটে কবিত্বের ভাবনায়
যে কথা ভাসছে তা রেখে গেলাম স্বর্গীয় চেতনায় ।

ডাক দাও আকাশের দিকে তাকিয়ে আল্লাহর পথে
নরম হাওয়ার মতো হৃদয়কোণ যেন ভরে হিকমতে
উত্তম মোনাজাতে শুদ্ধ সুন্দর আর করুণার ভাষায়
শক্তি যেন পায় প্রতিটি হৃদয় হেদায়াতের আলোয়।

হিকমত এক দিব্য আলো যার হাতে যায় সে পায়
অশেষ কল্যাণের দুয়ার অজ্ঞ জনে বুঝে না তার ভার
লৌহ শক্তির মতো শক্তি রাখো সতর্ক কর শত্রুকে
সব বালা মুসিবতকে রাখ হিকমতের সামরিক প্রহরে।

পবিত্র আল কোরানের সুরায় বলে
আদম (আ.) শিখলেন কৃষির বীজ
বিবি হাওয়া বুনলেন বস্ত্রের সুতো
লোকমান(আ) পেলেন জ্ঞানের দীপ
কৃতজ্ঞতার সুগন্ধে ভরল তার জীবন
দাউদ(আ.) পেলেন লৌহের কৌশল
সুলাইমান (আ.)দিলেন ভাষার নিশান
ইদ্রিস( আ,) সূচে লিখলেন মানুষের শ্রম
রাসুল(স.) দেখালেন জীবনের দর্শন
হিকমত তথা প্রজ্ঞা হল উৎপাদনের মুকুট
যা যুগে যুগে প্রতি জন নবীর হাতে
ধরে রেখেছে মানবতার পথনকশা।

গণিতের রেখা, ব্যবসার বুদ্ধি, প্রযুক্তির নক্ষত্রদের কাছে
হিকমতই প্রভাতের ইশারা, মাতৃ ভাষা নিজের আত্মা
আরবি ওহির বাণীর সোপান, ইংরেজি বিশ্বের জানালা
যার প্রান্তে দাঁড়িয়ে দাওয়াত পৌঁছে দূরের মানুষের ঘরে।

বুঝতে হলে চাই আটটি রত্ন গনিত,হিকমতের শিক্ষা,
ভাষার দীপ মাতৃভাষা, ঐশীবাণী আরবী আর ইংরেজী,
কোরআনের জামাল, হাদিসের নূর, ফিকায় পরিপূর্ণ পথচলা
এসব ছাড়া জ্ঞানের দ্বার সহজে খোলে না কারো কাছে।

মানুষের এক জীবনে এমনতর জ্ঞানী হওয়া
সাগর পাড়ি দেওয়ার মতো কঠিন
আর ইসলামী গুণি সাধক কবি হওয়া সেতো
পাহাড় চূড়ায় চাঁদের মুকুট তোলার সমান।

ইত্যাকার সব ভাবনায় ইসলামী কবিতা লেখায়
এই ক্ষনে দিলাম আজ ক্ষ্যান্তি, তবে শেষ বেলায়
আকাশের দিকে তাকিয়ে ডাকা এই কবিতায়
ডুব দিযে ছবি কবিকে সাধুবাদ জানাই পুণরায়।

শুভেচ্ছা রইল



৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আকাশের মালিকের কাছেই আমার যত বায়না,
.........................................................................
ওখানে তে লুকিয়ে আছে
হৃদয়ের আয়না !

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
"দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে"

আপনার ছবি হাত বেশ মাশাআল্লাহ।
ছবিটা কি কমলাপুরে?

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৩৭

সাইফুলসাইফসাই বলেছেন: খুব ভালো লাগলো

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪৮

অস্বাধীন মানুষ বলেছেন: ইনশাল্লাহ সব দুঃখ কষ্ট দূর করে দিবেন আল্লাহ ।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৮

নাহল তরকারি বলেছেন: ছবিটি কই।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৫৫

অগ্নিবাবা বলেছেন: তা আল্লাহর সাথে আপনার কি কথা হইল? আল্লাহকি এইবার জামাতের দ্বারা বাংলাদেশে শরিয়া কায়েম করে মহিলাদের বাইরে যাওয়া বন্ধ করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.