| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

তুমি মোহ ছিলে আমার, কী কারণে ভালোবেসে ফেলেছিলাম,
তোমার নামে মন করেছিলাম নিলাম,
মনের অস্ফুট নিনাদ শুনতে পাও নি, আমায় বাসো নি ভালো!
জ্বালাও নি বুক দেয়ালে আর-প্রেমের আলো।
বসন্ত এসেছিল, পাতা ঝরা বিবর্ণ বেলায় নয়,
বসন্ত এসেছিল বসন্তেই,
তোমার মনের সাথে আমার মনের-বেড়েছিল প্রণয়,
কী উচ্ছ্বাস মনে, আহা রঙবাহারী দিন আমার, স্বপ্নময় রাত
বসেছিলাম একাকী নির্জনে - করতে তোমার প্রেম খয়রাত।
মনে সাহস ছিল হয়ত কম,
ভালোবাসি বলতে পারিনি, ফুরিয়েছিল দম,
গোলাপ হাতে বলতে পারিনি ভালোবাসি,
রেখে দিয়ো মন-যতন আজন্ম, বলতে পারিনি মন খুলে
বাজে নি হৃদয় তারে আর প্রেম বাঁশি।
স্মৃতিতে এখনো সেই দিনগুলো
তুমি করে দিয়েছিলে আমায় এলোমেলো,
কত স্বপ্নে ঘেরা ছিল জীবন, উচ্ছল আমি মনে মনে ভালোবাসি,
ভাবলে হাসি পায় এবেল, কী যে ছেলে মানুষী ।
তুমি ভালোবাসা ফেললে- হৃদয় গহীনে অন্য কেউ,
আর আমার জীবনে ভেঙ্গেছিল মুহুর্মুহু - বিরহের ঢেউ,
জানতেও পারোনি অল্প,
ফুরিয়েছে আমার ভালোবাসার গল্প।
ভুলতে পারিনি আমার প্রথম প্রেম
যে প্রেম নিয়ে, মন নিয়ে খেলেছিলে গেম;
সে গেমে হেরেছি, হারোনি তুমি,
তুমি তোমার আমলে নাও নি কেন
আমার প্রেম পাগলামি?
=======================
©কাজী ফাতেমা ছবি
১৩/০১/২৫
১৪ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম-কথা ঠিক
অনেক ধন্যবাদ চিল
২|
১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৪
জান্নাতুন নাঈম ইরা বলেছেন: তবু জানো, ভালোবাসা হারিয়ে যায় না সব,
সময়ের আড়ালে লুকায়, থাকে নীরব রব।
যে গল্প তুমি ভেঙেছ ভিন্ন কোনো পথে,
সেই গল্পই একদিন ফিরবে অন্য ব্যথাতে
ইতিঃ ইরা। ![]()
১৪ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর লিখলেন মারহাবা
ধন্যবাদ অনেক অনেক
ভালো থাকুন
৩|
১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছুড়ু কালের পিরিত নাকি?
১৪ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হতি পারে
থ্যাংকিউ সো মাচ
৪|
১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৫
আলামিন১০৪ বলেছেন: ষড়ঋতুর বসন্ত প্রতি বছর আসে কিন্তু ইহজীবনের বসন্ত কেবল একবার, আফসুস!
সাজ্জাদের আফসুস ...
১৪ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা সাজ্জাদ আর আফসোস লিখে না এখন
থ্যাংকিউ সো মাচ
৫|
১৪ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৭:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
বাহ! বসন্ত নিয়ে পাগলামী প্রেমের সুন্দর কাব্যগাথা
কবিদের দোষ একটাই কবিতার পিঠে কবিতা লেখা
কবিদের মাঝে বিবিধ পদের পাগলামীটা না থাকলে
কী করে হতো আবোল তাবোল কথায় কবিতা লেখা।
বসন্ত এলেই পাগল কবিরা ভাবে সেসব দিনের কথা
যে দিন কবিতা লেখা হত দিনে রাতে কথায় কথায়
বসন্ত নিয়েই না হোক হয়ে যাক আর এক কাব্য গাথা
যেখানে থাকবে সামু ব্লগ বাগানের কবিদের প্রতিক্রয়া।
সে মতই হয়ে যাক ব্লগে অবিনব এক পথ চলা
বসন্ত নিয়ে এলো এই কবিতার পিঠে কবিতা
নাই বা থাকল তাতে সুন্দর ছন্দগাথা, তবু
সেতো পাঠ প্রতিক্রয়ায় উঠে আসা কবিতাই ।
যেমন
সেদিনও বসন্ত এসেছিল ধরায় নিঃশব্দ পায়ে
শিমুল পলাশের রঙে রঙিন ছিল আকাশ
হাওয়ার গায়ে লেগেছিল অচেনা এক গন্ধ
সেই প্রথম পাগলটা ভালোবাসাকে চিনেছিল।
সেও ভুলতে পারেনি সেই প্রথম প্রেম
আজও স্মৃতির অলিগলিতে হাঁটে একা একা
নিরবে দেখে “সেই তার” হাসি ছিল রোদের মতো
আর চোখ দু’টি গভীর দুই জলঢোবা পুকুরের মত।
স্মৃতিতে এখনো সেই দিনগুলো খুঁজে বেড়ায়
যা একটি ডাকেই হৃদয় এলোমেলো করে দিত
তুমি তুমি করে নিরবে তাকে ডাকলেই
সমস্ত পৃথিবী তার হঠাৎ ছোট হয়ে আসত।
সেও ছিল অগোছালো প্রেমে ভরা
পাগলামীতে মোড়া এক নির্ভীক মন
ভেবেছিল প্রেম মানেই ছুটে যাওয়া
প্রেম মানেই সব কিছু উজাড় করে দেওয়া।
কিন্তু “সেই সে” নিল না তাকে আঁচলে
নিল না তার সেই অনিয়ন্ত্রিত ভালোবাসা
হয়তো “সেই তার” প্রয়োজন ছিল নিরাপদ সুখ
আর পাগলটার প্রেমটাতো ছিল ঝড়ের মতো।
আজও বসন্ত আসে, ফুল ফোটে ঠিকই
কিন্তু কোথাও যেন রয়ে গেছে শূন্যতা
পাগলটার প্রেম ছিলই কি শুধুই পাগলামী?
না, সেই পাগলামীটাই ছিল সবচেয়ে সত্য।
কেমন লাগল কবিতার পিঠে কবিতা লেখা
কবিতার পাঠক প্রতিক্রিয়া কেমন ধারা হয়
দেখুক সকল পাঠক হৃদয় মেলিয়া, কে বলে
সামু ব্লগ বাগান হয়নি প্রাণবন্ত নির্মলতায় ।
শুভেচ্ছা রইল
১৪ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: বসন্ত এসেছিল জীবনে একবার। আপনার জীবনে কয়বার এসেছে
কবিতার পিঠে কবিতাটি অনেক সুন্দর হইয়াছে ভাইয়া জি।
শূন্যতা থেকেই যাবে
ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক
৬|
১৪ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল একটি প্রশ্ন করেছেন । উত্তরে বলি
আল্লার রহমতে আমার সারাটি জীবনই বসন্ত ।
তাইতো বসন্ত এলেই মনে পরে কাজী নজরুলের
বিদ্রোহী কবিতার কথা যেখানে তিনি নির্ভয়ে বলেছেন-
আমি উত্তর-বায়ু, মলয়-অনিল, উদাস পূরবী হাওয়া,
আমি মরু-নির্ঝর ঝর-ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি।
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!
আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল-মর্ত্য!
কাজী নজরুল ইসলামের
এই কবিতাতেই মুগ্ধ হয়ে কবি গুরু রবিন্দ্রনাথ তাঁর
'বসন্ত' গীতিনাট্য: কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন-
এই গীতিনাট্যে বসন্তের আগমন ও প্রেমের
বিভিন্ন দিক চিত্রিত হয়েছে।
সময় পেলে রবিন্দ্রনাথ ঠাকুরের লেখা
বসন্ত গীতিনাট্যটি পাঠ করে নিবেন ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার প্রথম প্রেমঅ
যে প্রেম নিয়ে, মন নিয়ে খেলেছিলে গেম;
হেরেছি আমি, হারোনি তুমি,
তুমি আমলে নাও নি কেন,আমার প্রেম পাগলামি?
.............................................................................
না ! আজও ভূলিনি আমার সে গোপন প্রেম
অনেকের জীবনে ঘটে যায়
জীবনের অনন্ত অভিলাশ
যা অপ্রকাশিত বেদনা হয়ে থাকবে
আজীবন !!!