নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আকাশ ভালোবাসি তাই=

১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৮



দুপুর বিদেয় নিলেই বিকেল হয়ে উঠে মিঠে রোদ প্রহর
আর আকাশের কিনারে রক্তিম মেঘ কিছু - থাকে ঝুলে
বিকেলের আকাশে উঁকি দিলেই দেখি ঝরে মুগ্ধতার লহর,
আমি দাঁড়াই তুমিহীন খোলা ছাদে - এলো চুলে খোঁপা খুলে।

এই যে আকাশ জুড়ে লেপ্টে আছে বেনারসী রঙ
দেখেছো কভু, আকাশ সূর্য টিপ কপালে দিয়ে হেসে উঠে আলতো,
কী যে মন প্রসন্ন করা প্রহরগুলো, শুধু তুমিই করলে ন্যাকামি- ঢং;
আমার যা মুগ্ধতা, আমার যা ভালো লাগা তোমার কাছে তা ফালতু;

অথচ তোমার চোখে উঁকি দিলেই দেখি - দুপুর রোদ জ্বলে দাউ দাউ
কী জানি কেমন বিষণ্ণতা, চোখ আকাশে তোমার ছাওয়া
যদি বলি এই এসো এদিক, চলো দাঁড়াই খোলা আকাশের নিচে
তোমার শুরু- ন্যাকামি বলে হাউ কাউ
তোমার মনে লাগে না কখনো বসন্তের হাওয়া।

লাল রঙ আকাশ যখন, বেলা ডুবিয়ে দিয়ে হাসে অবলীলায়
তখন তোমাকে ভাবি, তুমি আমার আঁধার রাত্রি
রাত হয়ে আসো, আকাশ যেমন মাটির বুকে কালো বিলায়
তুমিও তেমন, আঁধারে রাখো জড়িয়ে,
তুমিই হও আমার আলোর পথে আঁধারের যাত্রী;
তুমি দুপুরের আকাশ, মনে রাখো হরদম নীল ছড়িয়ে।

আমার আকাশ প্রিয়, আর তোমার প্রিয় কী জানতে পারিনি আজও!
আমি ফুলের ঘ্রাণে যখন সুখে হারাই
তুমি বুকের ভিতরে বিষণ্ণ সুর হয়ে বিতৃষ্ণায় বাজো;
তাই সব পিছনে ঠেলে আমি আকাশের সম্মুখে দাঁড়াই।

এই দেখবে এসো, বিকেল হেসে উঠে রক্ত রঙ আলোর ধারায়
শুভ্র মেঘগুলো কী করে যেনো পরে নেয় বেনারসী শাড়ী
আকাশের সাথে মেঘের বিয়ে, চলো নিমন্তন্ন খেয়ে আসি ও পাড়ায়
একটু ক্ষণ থাকো পাশে, দেখো আকাশ মেঘ আর
সূর্যকে নিয়ে চলে যায় অন্য দেশে অন্য বাড়ী।
=================================
©কাজী ফাতেমা ছবি
১৪/০১/২০২০

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সূর্যকে নিয়ে চলে যায় অন্য দেশে অন্য বাড়ী।
............................................................................
সূর্যকে সবাই চায়,
আকাশের সাথে মেঘের বিয়ে হলে
প্রেমিকারা বর নিয়ে পালাবে
অন্য বাড়ী !
খুবই আনন্দ পেলাম ।

২| ১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৩২

বাজ ৩ বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন,কিন্তু ছবিগুলো মোবাইলে দেখতে পারছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.