নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

মুহূর্ত কথাঃ সময়

০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭



সামুতে সবসময় দেখেছি, কেমন জানি ভালো ব্লগাররা ধীরে ধীরে হারিয়ে যায়! যারা নিয়মিত লেখে, তাদের মধ্যে কেউ কেউ প্রচণ্ড নেগেটিভ স্বভাবের মানুষ। অন্যকে ক্রমাগত খোঁচাচ্ছে, গারবেজ গারবেজ বলে মুখে ফেনা তুলে ফেলছে। এমন যে কজন সমমনা ব্লগার আছেন, তারা একে অপরের পরিপূরক সম্পূরক হয়ে হাতে হাত ধরে সামুতে রাজত্ব শুরু করেছেন। একবার ব্যান হয়ে গেলেও ভিন্ন ভিন্ন নামে ফিরে ফিরে আসছেন। নিজেদের মধ্যে মান মগজ কিছু থাকুক না থাকুক, অন্যদের মান মগজ নিয়ে প্রশ্ন তুলছেন।
জানি না সামুর এই দুর্দিনে প্রিয় ব্লগাররা সবাই কোথায় হারিয়ে গেলেন?! আপনারা ফিরে আসুন। আবার সবাই মিলে সুস্থ ব্লগিং করি।

যাহোক যা লিখতে এলাম সেটা নিয়ে বলি। লিখতে এলাম সময় নিয়ে। হাবিজাবি লেখা। কাউকে আহত করার জন্য লিখিনি।

............
গ্ল্যাডিয়েটর-২ দেখা হলো। ভালো লাগেনি বলার উপায় নাই। উন্নত দেশের উন্নত প্রযুক্তিনির্ভর মুভি ভালো না লেগে কি উপায় আছে?
কিন্তু মুভি দেখতে গিয়ে বারবার আবেগাক্রান্ত হচ্ছিলাম। খুঁজছিলাম রাসেল ক্রোকে। যেহেতু এটা সিকুয়েল, আর আগের মুভিতেই ম্যাক্সিমাস মারা গিয়েছে, কাজেই এই মুভিতে তাকে সশরীরে দেখতে পাব... এই আশা বাতুলতা। মাঝে মাঝে নতুন নায়ক পল মেসকলের স্মৃতিতে সে ভেসে উঠছিল...এটুকুই।


কিন্তু একসময়ের ম্যাচো হার্টথ্রব হিরো যদি সশরীরে উপস্থিত হতো, তাহলে কোটি কোটি মধ্যবয়সী নারী পুরুষের মন বেদনায় ডুবে যেত। কেন বলছি? কারণটা রাসেল ক্রো লিখে গুগলে সার্চ দিলেই জানতে পারবেন। ষাট বছর বয়সী ম্যাক্সিমাস ওরফে রাসেল ক্রো এখন একজন মোটাসোটা দাদুমশাই। দেখে দুঃখের পাশাপাশি রাগও লাগে। আরে! পল নিউম্যান, শ কনারি, ড্যানিয়েল ক্রেগ, পিয়ার্স ব্রসনান... এদেরও তো বয়স হয়েছিল। এরা কি দেখতে এমন দাদুমশাই হয়ে গেছে? আপনি কেন এরকম সবকিছু ছেড়েছুড়ে দিলেন? একটু জিমে টিমে গেলে কী ক্ষতি হতো? এত এত একদার তরুণ হৃদয়ে ঝড় তোলা আপনি কেন এভাবে বুড়িয়ে গেলেন?

কী অদ্ভুত কথা! তাই না? বয়সের ছোবল থেকে কে কবে বাঁচতে পেরেছে? তারা সেলিব্রিটি বলে কি তাদের ফ্যামিলি লাইফ নেই? ফ্যামিলি লাইফ বাদ দিলাম... নিজের কি একটা জীবন নেই? সেই জীবন যদি বলে, অনেক হয়েছে, আর না! এবারে একটা ফুলস্টপ! জীবন থেকে মজার মজার অনেক জিনিস হারিয়ে গিয়েছিল। সেগুলো এখন উপভোগ করতে চাই আমি। আর পারব না কারো হার্টথ্রব হতে!
তাদেরও তো এমন ইচ্ছে হতে পারে! পারেই তো! সবাই লাইমলাইট আগলে ধরে বসে থাকে না। কেউ কেউ সরে যায় নিজস্ব দুনিয়ায়।
মুভি দেখে এসেই গ্ল্যাডিয়েটর-১ এর কিছু ক্লিপ্স দেখলাম। প্রাক্তন নায়ক এখন কী করে বেড়াচ্ছেন সেসবের স্টিল ছবি দেখলাম। তিনি তার দুইপুত্রকে দুই বগলদাবা করে রোমের কলোসিয়াম দেখতে গিয়েছিলেন। ছেলেদের মুখে ওয়াও চিহ্ন, বাপের মুখে ছেলেদের অবাক করে দিতে পারার জন্য গর্বিত হাসি। দাদুমশাই রাসেল ক্রো বেশ আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। ক্যামেরার ওপাশে হয়ত তার স্ত্রী হাসিমুখে বাপ ব্যাটাদের আনন্দ উপভোগ করছেন।



চমৎকার পারিবারিক ছবি। এখানে সেলিব্রিটি, হার্টথ্রব এসব শব্দ কোত্থেকে আসে কে জানে!
জীবন থেকে যা হারিয়ে যায়, আমরা কেন জানি সেগুলোকে আগলে ধরে বসে থাকতে বড্ড ভালোবাসি। কেন বাসি নিজেই নিজেকে প্রশ্ন করলে মজার সব উত্তর আসে।
একটা কোনো গান, যেটা হয়ত ছোটবেলায় অথবা কিশোর বয়সে অথবা তরুণ বয়সে শুনতাম... সেই গানটা আবার শুনলে বুকের মধ্যে কেমন ঝড় ওঠে বলুন তো? ভীষণ ঝড় না?


আমি অনেক ভেবেছি এটা নিয়ে। আচ্ছা এই ঝড় কেন ওঠে? সেই গানের সুর কি আলাদা ছিল? এখনকার কত সুর তো এর চাইতেও সুন্দর! তাহলে এই সুরে বুকের মধ্যে শিরশির করে ওঠে কেন?
আমার মন উত্তর দিয়েছে, কারণ এই সুর আমাদের মনে করিয়ে দেয় সেই সময়টার কথা... যে সময়ে আমরা গানটা শুনতাম। যে বন্ধুর সঙ্গে গানটা শুনেছি সেই বন্ধুর কথা মনে পড়ে যায়। যে ঘরের কোণে বসে গানটা শুনেছি, ঘরের সেই কোণ কত দূরে ফেলে এসেছি! সেই সময় যারা প্রিয়জন হয়ে জীবনে ছিল... তাদের অনেকেই চলে গেছে ওপাড়ে। আমরা তাদের কথা ভেবে আকুল হই... সেই সময়টাকে আর ছুঁতে না পারার বেদনায় আচ্ছন্ন হই। তাই সেই সুরটা আমাদের প্রচণ্ড ছিঁড়েফুঁড়ে ফেলা বেদনায় আচ্ছন্ন করে দেয়। কারণ বুঝতে পারি যা গেছে... তা চিরতরেই গেছে। আর ফিরে আসবে না।


শেষ করি এই গান দিয়েই। তরুণ বয়সে শুনতাম, ‘কখনো জানতে চেয়ো না... কী আমার সুখ... কী আমার বেদনা...’
প্রিয় এই গানের শিল্পীর নাম সাইফ। আমার মনে ছিল সাইফ বুয়েটে আর্কিটেকচারে পড়ত। একসময় ভালো বিতার্কিকও ছিল। বিটিভিতে বুয়েটের বিতর্ক দলের সঙ্গে থাকত। সাধারণত ডিএমসির সঙ্গে বুয়েটের বিতর্কের দিনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হতো। দুঃখের বিষয় ডিএমসিই জিতত বেশিরভাগ সময়। আমি সেই স্কুল জীবন থেকেই বুয়েটের পক্ষে থাকতাম। ডিএমসি দলে দলনেতা থাকত আব্দুন নুর তুষার। তাকে কথায় হারানো তো সহজ না!
যাহোক মূল প্রসঙ্গে ফিরে আসি।


সাইফ এই 'কখনো জানতে চেয়ো না' গানটি গেয়ে তুমুল জনপ্রিয় হয়েছিল সেই সময়। পরপর সম্ভবত দুটো ক্যাসেট এসেছিল তার। তারপর হারিয়ে গেছে হঠাৎ করেই।
একদিন ফেসবুকেই একজনের স্মৃতিচারণায় খুঁজে পাই তাকে। তিনি তাকে পরিচয় করিয়ে দেন এভাবে, ‘একসময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাইফ এখন আমেরিকা প্রবাসী আর্কিটেক্ট। একটি বাংলাদেশি কমিউনিটির প্রোগ্রামে তাকে পেলাম।’
দেখলাম একটা ফ্যামিলি গেট টুগেদারে মধ্যবয়সী এক ভদ্রলোক গান গাইছেন। এই বিখ্যাত গানই। সেই গানের সঙ্গে কিছু মধ্যবয়সী নারী বেতাল পদক্ষেপে সম্ভবত নাচই বলে ওটাকে, সেটা করছেন।
খুব কাছ থেকে ক্যামেরা না নিলে হয়ত চিনতেই পারতাম না একসময়ের প্রিয় শিল্পীকে।
মনে মনে ভাবলাম... হ্যাঁ এরই নাম সময়। এর ছোবল থেকে কেউই রেহাই পাবে না।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:০৯

আলামিন১০৪ বলেছেন: বিপু, তোমার জীবনের গল্প লেখ, পড়তে চাই... তুমি তুষার ভাই এর প্রেমে পড়ছিলা নাকি?

০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯

ফাহমিদা বারী বলেছেন: আপনি আমাকে চেনেন মনে হচ্ছে। কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। অপরিচিত কাউকে তুমি বলাটা ঠিক রেওয়াজ না।

এই লেখাতে এমন কিছু কি আছে যাতে মনে হচ্ছে আমি উক্ত ব্যক্তির প্রেমে পড়েছিলাম?

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬

আলামিন১০৪ বলেছেন: তুমি তো বিখ্যাত ব্যক্তি, তোমাকে কে না চেনে, স্বয়ং চ্যাট জিপিটিও চেনে..
তুমি না তিন গোয়েন্দার ভক্ত? বৃক্ষ তোমার নাম কী? “নামে পরিচয়” অ্যা রিডল ফর ইউ

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১০

নতুন বলেছেন: সময় আর কাজ মানুষের সবকিছুই নিয়ন্ত্রন করে।

আমার অফিসে ব্যক্তিগত কাজে কম্পিউটার ব্যবহারের সুযোগ আছে। ব্লগে আসা হয় নিয়মিত। কিন্তু অন্য সময় সেই সময় হয় না।

যেই স্কুলের বন্ধুর সাথে ঘন্টার পরে ঘন্টা সময় কাটিয়েছি, এখন বছরে একবার তাদের সাথে কথা হয় না।

০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

ফাহমিদা বারী বলেছেন: ঠিক বলেছেন। দৃষ্টির সীমানায় বাস করা মানুষেরা কীভাবে একদিন অনেক দূরের কেউ হয়ে যায়! ভাবতে খারাপ লাগে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:১৪

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: সুন্দর লিখা আপু।
খোচানোর ব্যাপারটা আমিও খেয়াল করেছি- এমন প্ল্যাটফর্মে পরমতের প্রতি সহিষ্ণুতার বদলে- ব্যক্তি আক্রমণ আশানুরূপ নয়।

০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

ফাহমিদা বারী বলেছেন: খুব খারাপ লাগছে ব্যাপারটা। সামুতে এর আগেও অস্থিরতা আর খোঁচাখুঁচি ছিল। এখন মনে হচ্ছে বিশেষ কয়েকজন এই সামুকে বাপদাদার সম্পত্তি ধরে নিয়েছে। যতই বাজে কথা বলুক, অন্যদের বাজে ভাবে আক্রমণ করুক... তাড়িয়ে দেওয়ার কেউ নাই। সামুর কতৃপক্ষ কি ঘুমাচ্ছেন?
এসব আবর্জনাকে কেন পুষছেন শুধু শুধু?

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১২

জেন একাত্তর বলেছেন:



সাহিত্যিকরা হয়ে থাকেন প্রজ্ঞাবান, আধুনিক, সৎ, বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ও ফিলোসোফার।
ঘুষখোর ও ধর্মের কুসংস্কারে নিমজ্জিত মনের মানুষের ১'টা, ২টা প্লট সাহিত্য নয়।

০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২২

ফাহমিদা বারী বলেছেন: আজকাল শয়তানের নাম উচ্চারণ করতে হয় না। ভাবলেই চলে আসে। কত বড় নির্লজ্জ হলে নতুন নতুন আইডি খুলে কমেন্ট করতে চলে আসে!

ছি!

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

অপু তানভীর বলেছেন: ব্লগাররা হারিয়ে যাবে, এটাই স্বাভাবিক। যারা ব্লগ ছেড়ে চলে গেছে তারা স্বাভাবিক কাজ করেছে। বরং এখন যারা রয়েছে গেছে তারাই অস্বাভাবিক।

ব্লগ শুরুর থেকে ব্লগটা ব্লগ সিস্টেমটা আগের মত আছে। খুব একটা পরিবর্তন হয় নি। প্রযুক্তির এই এক স্বভাব যে মানুষ সব সময় নতুন নতুন দিকে অগ্রসর হয়। আগে মানুষ ইন্টারনেটে চ্যাটিং করে সময় পার করতো, তারপর এল লেখালেখি, এরপর ছবি আপলোড তারপর ভিডিও ব্লগ। এভাবে পরিবর্তন হচ্ছে আর মানুষ একটা থেকে অন্যটাতে লাফিয়ে চলছে। একটাকে পেছনে ফেলে অন্যটা পছন্দ করছে। এই জন্যই ব্লগ ছেড়ে মানুষের চলে যাওয়াই স্বাভাবিক।

০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:০৩

ফাহমিদা বারী বলেছেন: কথা ভুল না। ব্লগিং যখন শুরু হয়, তখন লেখালেখির একটা মাধ্যম হিসেবে ভালো কাজ করেছে। অনেকেই এটাতে ঝুঁকেছেন অনেকটা লেখালেখির ইচ্ছে থেকেই।
খোঁচাখুঁচি করার জন্য যারা ব্লগে আছেন, তাদের মুখ খুলে ফেসবুক কিংবা অন্য মাধ্যমে কাজটা করার সুযোগ নেই। ব্লগে মুখ ঢেকে দিব্যি চালিয়ে যাচ্ছেন।
ভাবছি চলেই যাব। গল্প কেউ তেমন পড়েই না এখানে।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১১

অপু তানভীর বলেছেন: এমন অনেকেই আছে যাদের এই ব্লগের বাইরে কোন অস্তিত্বই নেই। উপরে যে নেড়িটা কমেন্ট করেছে। কর্তৃপক্ষ এটার সাথে নেড়ির মতই আচরণ করে। মডু আসে এসেই এক লাথি মেরে ব্লগ থেকে দুর করে তারপর আবারও ব্লগে এসে হাজির হয়। আত্মসম্মানহীন এই নেড়ি ব্লগ ছেড়ে যায় না কারণ ব্লগের বাইরে এর কোন অস্তিত্ব নেই। এই জন্য বারবার লাথি খেয়েও চলে আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.