নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ফাহমিদা বারী

আমার ব্লগ মানে গল্প। গল্প পড়ার আমন্ত্রণ জানাই :)

ফাহমিদা বারী › বিস্তারিত পোস্টঃ

নতুন বছরের শুভেচ্ছা

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৩



আবার নতুন বছর। আবার নতুন সূচনা।

নতুন বছরে সামুতে ঢুকতেই ব্যানের খবর পেলাম। যাই হোক, সবাই মিলেমিশে থাকতে পারলেই ভালো হতো। কিন্তু কিছু মানুষ মিলেমিশে থাকতেই পারে না। চুপ করে থাকলেও পায়ে পা বাধিয়ে ধরাশায়ী করে ফেলে।

ঝগড়াঝাঁটি করতে করতে আমাদের স্বভাবটা কেমন জানি ঝগড়াটে হয়ে গেছে। শান্তিপূর্ণ আবহাওয়া ভালো লাগে না বেশিদিন। মনে হয় কেউ কেন ঝগড়া করতে আসছে না! সুখে থাকতে ভূতে কিলানো আর কী!

সামুতে আগে যাদের ব্লগার হিসেবে পেয়েছি তাদের একটা বড় অংশই এখন আর নেই। তারা হয়ত এখানে আর আনন্দ খুঁজে পাচ্ছেন না। সত্যি বলতে কী আমিও পাই না। রাজনীতি বিষয়টা নিয়ে সবসময় এত শোরগোল চলছে চারপাশে যে, গৃহবন্দি লেখালেখিই বেশি টানছে। আর তাছাড়া সবাইকেই মত জানাতে হবে কেন? কেউ কেউ নির্বাক থাকুক, অসুবিধা কী?

লিখছি। ব্যস্ততাকে জয় করে একটা বই আগমনের সুখবর দিতে পারলে ভালো লাগে। দিচ্ছি সেরকম একটা খবর।

এবারের বইমেলায় (সম্ভবত নির্বাচনের পরে, রোজার মধ্যে হবে) একটা মোটাসোটা গল্পগ্রন্থ নিয়ে আসছি ইনশাআল্লাহ। প্রকাশিত হবে 'চলন্তিকা' প্রকাশনী থেকে। মোট ৯টি গল্প নিয়ে লেখা এই বইটির প্রচ্ছদ করেছে সুলতান আজম সজল (সজল চৌধুরী)। নয়টি গল্পের জন্য চমৎকার কিছু ইলাস্ট্রেশন করেছেন শিল্পী হাসনাত সোহাগ। বইটির নাম, 'সুচেতনা... কত দূরে তুমি?'

জীবনানন্দের সুচেতনার কথাই বলছি। সেই যে জীবনানন্দ বলেছিলেন, 'সুচেতনা... তুমি এক দূরতর দ্বীপ... বিকেলের নক্ষত্রের কাছে...' ফ্ল্যাপে যা বলেছি,

''সুচেতনার বাস বহুদূরের এক বিচ্ছিন্ন দ্বীপে। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তাকে খুব কাছে খুঁজে পাওয়ার আশা করা বাতুলতা মাত্র।

সমাজ সংসারের অজস্র ক্ষত নিয়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ পৃথিবীতে এক অস্থির সময় পার করছি আমরা। সুচেতনা আমাদের বিশ্বাস আশা আর ভালোবাসার আলোকবর্তিকার মতো। আমরা আজ গভীর আবেগভরা মন নিয়ে তার ফিরে আসার প্রত্যাশায় দিন গুনছি। হয়ত কোনোদিন এই সবুজ পৃথিবীতে আবারো ফিরে আসবে সুচেতনা।
কিন্তু ততদিনে এই পৃথিবীতে মানুষের পদচারণা থেমে যাবে না তো?''


মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১০

সৈয়দ কুতুব বলেছেন: আপনার একটি বই নিয়ে আমি রিভিউ দিয়েছিলাম ; সেখানে আপনার comment আশা করেছিলাম । বিষয়টা এমন না যে যাদের লেখায় কমেনটস করি তাদের সব কথার কথার সাথেই সহমত পোষণ করি । আপনি খেয়াল করেছেন , আপনাকে নিয়ে যিনি কটু কথা বলেন উহার লেখায় বেশি কমেনটস আমিই করি । এই ঘটনায় আপনার মনে হয়ে থাকতে পারে আপনার লেখা নিয়েও আমার মনোভাব উহাদের মতো । ইহা সঠিক নয় ।

আবার আমি বেশি পলিটিকাল এবং সোশাল বিষয় নিয়ে লেখায় বেশ রসকসহীন মনে হতে পারে । এমন একটা নিক ইউজ করি যেটা নিয়ে অনেকে comfort ফিল নাও করতে পারেন । সামুতে এই ধরণেের লেখা্ই বেশি চলে ।

যাই হোক আপনার এই বইটি কিনেও রিভিউ দিবো আশা করি ।

০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২৪

ফাহমিদা বারী বলেছেন: আমি দুঃখিত আমি আপনার রিভিউ দেখেছি বলে মনে পড়ছে না। কোন বই একটু বললে খুঁজে পড়ে জানাব আপনাকে।

কথা ভুল না। আপনি 'উনার' সব পোস্টে প্রচুর কমেন্ট করতেন দেখে আমি ভয়েই আপনার কমেন্ট ব্যান করে রেখেছিলাম। যাহোক পরে আপনাকে নিরাপদ মনে করে ব্যান বাতিলও করেছি। তবু রানু'র কমেন্ট ব্যান করেই রেখেছি। উহাদের নিকট হইতে আমি দূরেই থাকতে চাই।
শান্তিতে থাকা বেশি জরুরি।

ধন্যবাদ আপনাকে।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: রিভিউ দিয়েছিলাম : Click This Link

০৯ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৮

ফাহমিদা বারী বলেছেন: এইমাত্র পড়লাম। অনেক সুন্দর করে লিখেছেন, বিস্তারিতভাবে। আমার ফেসবুক পেজে শেয়ার করব। আরেকটা কথা। বইটইয়ের ইবুকের রিভিউয়ের জন্য রিভিউ সেকশন আছে সেখানে। এই বিস্তারিত রিভিউ যদি কপি পেস্ট করে সেই রিভিউ সেকশনে দিয়ে দেন, আরও অনেকই বইটা পড়তে আগ্রহী হবে।

একটু ভেবে দেখবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.