নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

মহা সংকোচন

০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫২



সতত আরম্ভ করি নামেতে আল্লার
করুনা-আকর যিনি দয়ার আধার

সনেট-০১:৮১:সূরা তাকভীর (আয়াত: ১-১৪)
বিষয়: কেয়ামতের ভয়াবহতা

যবে সূর্যটা ঢাকবে (রবে অন্ধকারে)
তারকারা নিজেদের প্রদীপ হারাবে,
যবে পর্বত হারাবে মরিচিকা ঘোরে
গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত রবে।
বন্যপশু মিলে সবে সমাবেশে যাবে
সাগরের বারিতেও অগ্নি লেগে যাবে,
যবে দেহেতে আত্মারা সংস্থাপিত হবে
জীবন্ত প্রোথিত কন্যা জিজ্ঞাসিত হবে।

কোন অপরাধে তাকে হত্যা করেছিল?
প্রত্যেকের কর্মফল যবে দেখা পাবে
জাহান্নামের অগ্নিরা রঙ হবে লালে।
জান্নাত সমীপবর্তী করে দেয়া হবে
আকাশের আবরণ সব খুলে যাবে
জ্ঞাত হবে সব লোক নিজ কর্মফলে।



সনেট-০২: সূরা তাকভীর (আয়াত:১৫-২৬)

বিষয়: কোরআনের নির্ভুলতার প্রমাণ

নক্ষত্রেরা সাক্ষী সবে সদা আবর্তনে
দৃশ্যমান গ্রহ মিশে যায় কক্ষপথে,
সাক্ষী রাতের আঁধার স্তব্ধ কিছু ক্ষণে
প্রভাতের আগমন রইলো শপথে।
নিশ্চয়ই কোরআন সত্য মহাবাণী
মানীয় নবীর আনা (মহা সাবধানী),
আরশ মালিকে সদা মর্যাদার যিনি
বিশ্বাসভাজন তিঁনি কল্যানে বিপদে।

এবং তোমাদের সাথী মাজনুন নহে
পূণ্যত্মাকে দেখেছে সে প্রকাশ্য দিগন্তে
অদৃশ্য বার্তা প্রেরণে নাহি কার্পণ্যতে।
(মহাসত্য ইহা জানো) ভ্রষ্টবাণী নহে
তোমারা কোথায় তবু বিশ্ববাসী ওহে?
উপদেশ লও সোজা প্রভুর ইচ্ছাতে।

সনেট-০৩: সূরা তাকভীর (আয়াত: ২৭-২৯)
বিষয়: সরল পথ যে চায় তাঁর জন্য উপদেশবাণী

বিশ্বাসীদের জন্য এ' উপদেশবাণী
যে চায় সরল পথ তার জন্য (জানি)
তোমরা ইচ্ছা করতে পারবেনা কিছু
আল্লার ইচ্ছাতে সবে পৃথিবীতে বাঁচো।

(মানুষের মর্জিমতো সব কিছু হলে
নিয়ম-শৃঙ্খলা সব এলোমেলো হতো,
তবু গোমরাহী কিছু মানুষেরা বলে
হেসে-খেলে চলো বাঁচি নিজেদের মতো!

হেদায়াত পেতে পারো খোদা যদি চায়
ঈবাদত করো সদা তাঁকে সিজদায়
সরল সঠিক পথ প্রভু দিতে পারে।
পূর্বের গুনাহগুলাে মাফ পেতে চাও?
জলদি খোদার রাহে ক্ষমা চেয়ে নাও
পালাতে পারেনা কেহ মৃত্যু থেকে দূরে।)

মন্তব্য ৩৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২১

হাবিব বলেছেন:




আল্লাহ আপনার দোআ কবুল করুন.......।
জাযাকাল্লাহ খাইরান.....।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭

নতুন-আলো বলেছেন: ভালো লিখেছেন.........

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

হাবিব বলেছেন: শুভ সকাল ভালো থাকুন.....

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১

হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লাহু সবার ওপরে হেদায়েত দান করুক।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

হাবিব বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুন

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

নীল আকাশ বলেছেন: ১ থেকে ১৪ আয়াত পড়ে তো বেশ ভয় পেলাম।
এটা পড়ার পর মানুষ কেন ভয় পায় না? দিল এত শক্ত এদের?
ভাবানুবাদ ভালো হয়েছে। আল্লাহু সবার ওপরে হেদায়েত দান করুক।
আল্লাহ হাফেজ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

হাবিব বলেছেন: আল্লাহ আমাদেরকে রহম করুন

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কবিতা সবসময় সুন্দর হয়।আল্লাহ আপনাকে সুন্দর পথে পরিচালিত করে জ্ঞানের মুকুট দান করুন।আমিন

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

হাবিব বলেছেন: আল্লাহ আপনার দোয়া করুন .। আল্লাহ আপনার ঊপর রহম করুন

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

হাবিব বলেছেন: ওয়ালাইকুমুসসালাম ....ওয়া রাহমাতুল্লাহ
আশাকরি কুশলেই আছেন

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

নজসু বলেছেন:



জ্বী প্রিয় ভাই আমি আপনাদের দোয়ায় ভালো আছি।
আপনারা (আপনি আর বললাম না :D ) কেমন আছেন?

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

হাবিব বলেছেন: প্রিয় সুজন ভাই, আল্লাহ আপনাদেরকেও সতত সুস্থ আর সুন্দর রাখুন।
আমরাও কুশলেই আছি টুনাটুনি মিলে..........

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

করুণাধারা বলেছেন: শুধু প্রথম সনেটটা নিয়ে বলি, একটু তাড়াহুড়া আছে, পরে বাকিটা......
" কুখ্যাত" অর্থ নিষ্প্রভ হওয়া,নিষ্প্রভ হওয়া আর অন্ধকারে ঢাকা মানে এক নয়। এরপর শেষ ছয় লাইনে জান্নাতকে সমীপবর্তী করা হবে, এই কথাটা উল্লেখই করেননি।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

হাবিব বলেছেন: প্রিয় আপু, "কুঈরাত" শব্দের অর্থ আলোহীন হওয়া বা নিষ্প্রভ হওয়া। আমি আলোহীন হওয়া অর্থে "অন্ধকারে " শব্দ ব্যবহার করেছি। আমি আরো দেখছি।

"এরপর শেষ ছয় লাইনে জান্নাতকে সমীপবর্তী করা হবে " কথাটা আমি বুঝতে পারিনি। আপনার বিশ্লেষন আমাকে সূরাগুলোর অনুবাদে সহযোগিতা করবে। আপনার আশু আগমন কামনা করছি

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

করুণাধারা বলেছেন: লিখেছিলাম কুঈরাত, সেটা হয়ে গেছে কুখ্যাত।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

হাবিব বলেছেন: জ্বি প্রিয় আপু , আমি বুঝতে পেরেছি। পুনরায় আপনার আগমন কামনা করছি

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

আরোগ্য বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

হাবিব বলেছেন: আপনিও দেখি সনেট কবির মতো মন্তব্য করছেন........... আল্লাহ আপনার দোআ কবুল করুন

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ। আমিন।
ধন্যবাদ আপনাকে....

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

হাবিব বলেছেন: সুবহানআল্লাহ.... আল্লাহ তোমাকেও উত্তম প্রতিদান দিবেন.....।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

আরোগ্য বলেছেন: আমি আপনার মত মন্তব্য করেছি। হা হা হা লেখক বলেছেন: আল্লাহ
আপনার মঙ্গল করুন

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

হাবিব বলেছেন: হুম বুঝলাম। ফাঁকিবাজি করেন,,,,,,,!!! :P

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনাকে স্যালুট!! কিপ ইট আপ..

শুভকামনা ও ভালবাসা প্রিয় হাবিব ভায়ের গোটা পরিবারকে।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

হাবিব বলেছেন:



সালাম ও শুভকামনা আপনাকে........আপনার পরিবারকে। প্রিয় পদাতিক ভাইয়া!.....

.. আপনাকে স্যালুট!! কিপ ইট আপ.. .....এতো ভালবাসা রাখার জায়গা কি আমার আছে?

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

সাত সাগরের মাঝি ২ বলেছেন: অতীব চমৎকার । আল্লাহ আপনার মঙ্গল করুন

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

হাবিব বলেছেন: আল্লাহ আপনার দোআ কবুল করুন.........

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

আরোহী আশা বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন.......

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খায়রান.........।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১০

মনিরা সুলতানা বলেছেন: জাযাকাল্লাহ খায়রান!!

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২০

হাবিব বলেছেন: আল্লাহ আপনার দোআ কবুল করুন......। আপনার জন্য দোআ করছি, সতত আরােগ্য থাকুন।

১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


আশাকরি, পরকালেও আপনি বাংলায়ই সনেট লেখার সুযোগ পাবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২২

হাবিব বলেছেন: আপনার প্রতি কৃতজ্ঞতা, পরম করুনাময় আপনার মনের সুন্দর আশা যেন মন্জুর করে নেন।

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২২

করুণাধারা বলেছেন: আমি বলতে চেয়েছিলাম যে, আপনি সূরা তাকভীরের ছন্দে ছন্দে বঙ্গানুবাদ করেছেন, কিন্তু এটা এমন হওয়া উচিত ছিল যেন এই সূরার কোন আয়াত বাদ না পড়ে অথবা কোন কিছু অতিরিক্ত না বলা হয়। প্রথম সনেট এ আপনি সূরার তের নাম্বার আয়াতের কোন উল্লেখ করেননি, যেটা ছিল "জান্নাত সমীপবর্তী করা হবে"। এই সূরার শেষ তিন আয়াতের কথা শেষ সনেটের প্রথম চার লাইনে আপনি শেষ করেছেন, তারপরে যা লিখেছেন সেটা বলা যায় এই সূরার মূলকথা বা এমন কিছু যা আপনার নিজস্ব বক্তব্য; যে সুরাটি আগে অর্থ পড়েনি সে মনে করবে এগুলো সূরার অন্তর্ভুক্ত।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

হাবিব বলেছেন:



আলহামদুলিল্লাহ........
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।
সত্যি কথা বলতে আমার অজান্তেই লাইনটা বাদ পরেছিল....
এখন এড করে দিয়েছি.....

আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা......
আশাকরি পাশেই থাকবেন......
শেষের লাইনগুলো (যেগুলো সূরার অন্তর্ভুক্ত নয়) আমি ১ম বন্ধনীর মাঝে রেখে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.