নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

আমিই বাংলাদেশ

১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২

ছবিসূত্র: গুগল.....

আমিই বাংলাদেশ জন্ম আমার উনিশ শ' একাত্তরে,
লাখো শহীদের রক্তে ভেসে ফিরেছি আপন ঘরে।
শেখ মুজিবের হুঙ্কারে আমি ফিরে পেয়েছি প্রাণ,
হাজারো মা-বোন আমাকে ফেরাতে হারিয়েছে সম্মান।
পাক হানাদার দেশি রাজাকার রক্তে করেছে লাল,
তবু দমেনি বীর সেনানী তুলেছে বিজয়ী পাল।
ন' মাস পরে পেলাম আমি বিজয়ের সম্মান,
হেলায়-ফেলায় স্বাধীন পতাকা করে দিয়ো না ম্লান।

গ্রেনেডের থাবা পেয়েছি কেন এতটা বছর পরে?
স্বৈরশাসক দেখেছি আমি হামলে কেমন করে!
স্বাধীন দেশের স্বাধীন মাটিতে কেন দেখি রাজাকার?
তবে কি বৃথা যাবে সব খুন শোষিতের হাহাকার!
এক-এগারো কেন আজ দেখি স্বাধীন দেশের বুকে?
যোদ্ধারা সব ঘুমিয়েছে নাকি দ্যাখেনা এসব চোখে?

আমি দুঃখিনী বাংলাদেশ শোষিত বাংলাদেশ!
জাগো জাগো আজ বীর সেনানী হয়ো না নিরুদ্দেশ !!

মন্তব্য ৬০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: দিয়োনা নয় দিয়ো না....
গ্রেনেড হবে....
স্বৈরশাসক হবে....
দুঃখিনী হবে.....

হয়োনা নয় হয়ো না...

নিরুদ্দেশ হবে.....


৭১ এর সাথে বর্তমানের মেলবন্ধনের কবিতা.....
ভালোই লাগলো :)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

হাবিব বলেছেন:



অশেষ কৃতজ্ঞতা প্রিয় ভাই.......
এতোগুলো ভুল ধরিয়ে দেবার জন্য কি দিয়ে আপ‌্যায়ন করি আপনাকে?
আপাতত ফুলেল শুভেচ্ছা......

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

মাহমুদুর রহমান বলেছেন: বীর সেনানীরা অনেক আগেই নিরুদ্দেশ হয়ে গিয়েছে।
কবিতায় ভালো লাগা।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

হাবিব বলেছেন:





এ যুগের বীরেরা কোথায়?

সে যুগের বীরেরা বিজয় এনে দিয়েছে......
এ যুগের বীরেরা বিজয় ধরে রাখবে......

কবিতা ভাল লেগেছে জেনে ভালো লাগছে.....

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কেউ পোস্টের বানান নিয়ে কমেন্ট করলে আগে নিজে সেটা নিয়ে ভাববেন....
তারপর সতর্কতার সাথে পোস্ট এডিট করবেন....
কবিতার ক্ষেত্রে আরও সতর্কতার প্রয়োজন.....
কেননা অনেক সময় অন্তমিলের কারনে শব্দগত পরিবর্তন আবশ্যিক হয়ে ওঠে....
সেক্ষেত্রেও আগে ভেবেচিন্তে তারপর পরিবর্তন সাধন করবেন.....

কবিতা কখন আসে তার ঠিক নেই। তাই এমন ভুলচুক থাকতেই পারে....


আশাকরি বুঝতে পেরেছেন :)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

হাবিব বলেছেন: জ্বি বুঝেছি..

বানানের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবো.।
আর আপনারা তো আছেনই..

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

অপু দ্যা গ্রেট বলেছেন:



বীরের রা আজ নির্বাসিত ধুরন্ধরা আজ গদিতে আসিত

কথা আর স্বাধীনতার দাম ধুলায় লুন্ঠিত ।

বাংগালিরা জাগবে কবে সেই আশায় আজও অপেক্ষা ।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

হাবিব বলেছেন: সুদিন কি ফিরবে না তাহলে??

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

নতুন-আলো বলেছেন: অনেক সুন্দর.।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

শিখা রহমান বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা কবি। কবিতা ভালো লেগেছে।

শুভকামনা নিরন্তর। ভালো থাকবেন, যুদ্ধে কি শান্তিতে, ভালোবাসায় আর দ্রোহে!!

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

হাবিব বলেছেন: অবশেষে পেলাম আপনাকে..।
প্রিয় কবিদের পেলে অনেক ভাল লাগে..
আপনার কথার শক্তি অনেক বেশি..
কবিতা কবে পাবো আপু?

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন: দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার
আজকের এই দিনে সবাইকে জানাই মহান বিজয় দিবস এর আন্তরিক অভিনন্দন ও প্রান ঢালা শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

হাবিব বলেছেন: রাজিব ভাই, দুর্দম গিরি আমাদের জন্য কোনদিন সুগম হবে?? আগমন ও মন্তব্যে ধন্যবাদ রইলো

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একরাশ মুগ্ধতা কাব্যের কথামালায়।

মহান বিজয় দিবসের এইদিনে বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি জানাই বাংলার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি।

শুভকামনা জানবেন সবসময় স্যার

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

হাবিব বলেছেন: নাঈম ভাই আপনার আন্তরিক মন্তব্বে অনেক অনুপ্রানিত হলাম
একরাশ কৃকজ্ঞতা জানবেন

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

টুনটুনি০৪ বলেছেন: কবিতা ভালো লেগেছে। বিজয় দিবসের শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

হাবিব বলেছেন: টুনটুনি আপনার আগমন শুভ হোক ।

আপনার সনেট চাই বেশি বেশি
আপনি সনেট দিয়েন আমি সম্পাদনা করে দিব

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

হাবিব বলেছেন: অভিনন্দন প্রিয় ভাই..চা অনেক মজার ছিলো

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন:

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

হাবিব বলেছেন: যাক চা গরমই আছে, বেশি দেরি হয়নি

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

পবিত্র হোসাইন বলেছেন: আমি বাংলাদেশ , আমরা বাংলাদেশ

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

হাবিব বলেছেন: কথাটার মধ্যে অনেক আবেগ আছে তাই না??

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,




হ্যাঁ..... আমিই বাংলাদেশ!!!!!!!!!!!!!!!!!!!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

হাবিব বলেছেন: জ্বি ভাইয়া.।আমাকে রক্ষা করার দায়িত্ব আমারই..। কারন আমিই বাংলাদেশ

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

আরোগ্য বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা হাবিব স্যার।
কবিতায় ভালোলাগা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২১

হাবিব বলেছেন: শুভেচ্ছাও গ্রহন করলাম ভালো লাগাও মেনে নিলাম কিন্তু কিন্তু আপনার ঊনুপস্থিতি মেনে নিব না

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০১

সাইন বোর্ড বলেছেন: জেগে উঠার কথা বললেই কি এখন কেউ জেগে উঠার সাহস পায় ? স্বাধীনতা, বিজয় এগুলো এখন একটা অনুভূতি ছাড়া অার কিছুনা । কবিতা ভাল লেগেছে ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

হাবিব বলেছেন: অনুভুতি শক্তিতে রুপান্তরের হাতিয়ার হতে পারে

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা । কবিতা বেশ ভালো লাগলো ।

অফুরান শুভেচ্ছা ও ভালবাসা প্রিয় হাবিবভাই ও গোটা পরিবারবর্গকে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৮

হাবিব বলেছেন: বিজয়ের গৌরবে আপনাদের অবদান অনেক..
শুভেচ্ছা ও শুভ সকাল জানবেন
আপনার জন্যও সমপরিমান দোয়া ও ভালোবাসা

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩

ইয়োডা বলেছেন: Good creation, remember again `Honesty is the best policy. You are not only one clever person, mind it ..You may say, what you are telling? I couldn't understand anything etc. But I knew that you have got it

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩০

হাবিব বলেছেন: আমরা অনেকেই চালাক তবে সাহসি লোক হাতে গোনা

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।

শুভকামনা

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩২

হাবিব বলেছেন: ইদানিং আপনাকে পাওয়াই যাচ্ছে না
আলা করি ভালো আছেন

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৮

বলেছেন: আমিই বাংলাদেশ --; কাঁটা তারে ফেলানি

আমিই বাংলাদেশ ;নেতার পকেটে অস্ত্রের ঝনঝনাাানি

আমিই বাংলাদেশ ; নও জোয়ান বিডিআর হত্যার জঘন্য কাজ,

আমিই বাংলাদেশ ; অরিত্রি হত্যাকরে শিক্ষক আর শিক্ষার সাজ।



ধন্যবাদ হাবিব স্যার। লাল সবুজের পতাকার রক্তিম শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

হাবিব বলেছেন: লতিফ ভাইয়া .। মন্তব্য কাব্যে মুগ্ধতা জানিয়ে গেলাম
মন্তব্যটি আমার আজকের ব্লগে সোনায় সোহাগা

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

নজসু বলেছেন:




একদিন ফুল ফুটবে।
সৌরভ ছড়াবে চারদিকে।
আক্ষেপের অবসান ঘটবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২

হাবিব বলেছেন:

আপাতত ফুলেল ভালবাসা.।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

নজসু বলেছেন:




লাড্ডু গুড্ডু কমেন্টকারীর জন্য কোন প্রাইজ আছে নাকি? :D

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

হাবিব বলেছেন: গুল্লো গুল্লো ভাইটা যেদিন বিয়ে করবে সেইদিন ঊপহার দিব..

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

বলেছেন: বিয়েতে জমজমাট আয়োজন হবে কিন্ত ---


আফটার অল সুজনের বিয়ে ----

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

হাবিব বলেছেন:





গোপন সূত্রে জানতে পারলাম সুজন ভাই দেশ ছাড়ার পরিকল্পনা করছে......
যা করার দ্রুত করতে হবে.........

যার বিয়ে তার খবর না পেলে আমরা কেউ একজন বিয়ে করে সুজন ভাইয়ের উপর গছাবো........
বাকিটা কনেই ঠিক করে নেবে......

কি বলেন আব্দুর রহমান লতিফ ভাই????? আইডিয়াটা কেমন?????B-) B-)

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কবিতা।

৥ নজসু ভাই-লাড্ডু গুড্ডু শব্দটা অনেক অনেক দিন পর শুনলাম। ছেলেবেলা আমরা বলতাম । এখন মনে হয় এটার ব্যবহার নেই তেমন।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

হাবিব বলেছেন:





মাইদুল ভাই আপনার আগমন ও ভাল লাগায় মুগ্ধতা জানিয়ে গেলাম.....
আশা করি ভালো আছেন।

সুজন ভাই নিজেই লাড্ডু গুড্ডু আর হেব্বি কিউট.........
তাই তো বিয়ে করতে ভয় পাচ্ছে.....
এ ব্যাপারে আমরা যারা বিবাহিত আছি তাদেরকেই এগিয়ে আসতে হবে ........ B-)

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

আরোগ্য বলেছেন: আরে হাবিব ভাই, অনুপস্থিত কোথায়? এলাম তো।
আপনার বাবা কবিতাটা পড়েছি সেই দিনই। কিন্তু বাবার অনুপস্থিতি জীবনে অনুভব করায় সেই পোস্টে মন্তব্য করিনি। আমি দুঃখিত। আপনি তো আগেও বাবা নিয়ে কবিতা দিয়েছিলেন। মনে হয় মার চেয়ে বাবাকে অনেক বেশি ভালোবাসেন।
তো ম্যাডামকে নিয়ে কেমন ঘুরছেন এই বৃষ্টিতে?

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

হাবিব বলেছেন:




আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুন......
আসলে দুজনকেই ভালবাসি খুব বেশি তবে মাকে নিয়ে যতটা লেখালেখি হয়
সে অনুপাতে বাবাদের কথা কেউ বলতেই চায় না। তাই বাবাকে নিয়ে লেখা.......
বাবার সহজ সরল মুখটা দেখলে বেশি মায়া লাগে......
মা তাও ভালো বা মন্দ লাগলে বলে কিন্তু বাবাকে কোনদিন বলতে শুনলাম না.....

ঘুরাঘুরি ভালোই হলো। মৌচাক মার্কেট থেকে শুরু করেছিলাম বসুন্ধরা হয়ে নিউমার্কেটে শেষ করছি।
রাস্তায় জ্যাম থাকার কারনে ম্যাডাম টাঙ্গাইল থেকে আসতে ১২টা বাজিয়েছিলো, (আমার না ১২ টা না, বেলা বারোটা..:P ..)
বেশি ঘুরাঘুরির সুযোগ হয়নি..... আবার ক'দিন বাধে বেরুতে হবে


২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

তারেক ফাহিম বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

হাবিব বলেছেন: তারেক ফাহিম ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন অফুরন্ত। আপনার উপর শান্তি বর্ষিত হোক

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১

রাকু হাসান বলেছেন:


কবিতার ছন্দ ও আহবানে চমৎকার । শুভকামনা ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

হাবিব বলেছেন:




রাকু হাসান ভাইকে পেয়ে খুব ভালো লাগছে.......
আপনার লেখা খুব মিস করি.....
আশা করি কুশলেই আছেন....

অসাধারন মন্তব্যে ভালো লাগা জানবেন।

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩১

বলেছেন: হাবিব ভাই,

নতুন পোস্ট কোথায়?

আশাকরি ভালো আছেন।

আর হা সুজনের জন্যে আগ্রহী সকল পাএীদের ফোন নাম্বার এখানে প্রকাশ করা হোক।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

হাবিব বলেছেন:





হাবিব ভাই, নতুন পোস্ট কোথায়?
.........নতুন পোস্ট কালকেই দিতাম সন্ধ্যা বেলা, কিন্তু সব বাঘা বাঘা ব্লগারদের সামনে আমার ব্লগ দিতে মন চাইলো না।
তাও ভাবছিলাম সকালবেলা দিব। একটা সূরার অনুবাদ গতকালই রেডি করে রেখেছিলাম, বাদ সাধলো আরোগ্য। বললো সামুর জন্মদিনের পোস্ট দিতে। কি আর করা....... সেই চেষ্টাই করছি.......
ইনশাআল্লাহ ২০ মিনিটের মধ্যে পোস্ট দিতে পারবো.....

আর হা সুজনের জন্যে আগ্রহী সকল পাএীদের ফোন নাম্বার এখানে প্রকাশ করা হোক।

এটা নিয়ে একটা পোস্ট দেয়া যায় কিনা ভাবতেছি। ভাবছি কাভা অথবা জানা আপুকে বলে পোস্টটি স্টিকি করার ব্যবস্থা করবো। দৃষ্টি আকর্ষন হিসেবে দিলে কেমন হয়????? :P

২৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

বলেছেন: হা হা, হাসালেন ---


আজ দুবার আপনার ব্লগে এসে কোনকিছু না পেয়ে হতাশ হলাম।


বাঘা বাঘা আর আপনি তো সিংহ একটাই হাবিব ভাই কেউ আহসান হাবিব ভেবে ভুল নাও করতে পারে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২

হাবিব বলেছেন:




কি যে বলেন লতিফ ভাই.......
বারবার লজ্জায় পড়ি এমন ভালবাসার মন্তব্যে......
আমার নিজেকে যে অনেক ছোট মনে হয়......
তবুও মনে আশা অনেক কিছু,
আপনাদের দোয়া আর আল্লাহর দয়ায় তা সম্ভব

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

বলেছেন: বিশ মিনিট কি শেষ হলো না!!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪

হাবিব বলেছেন: আপনার পোস্টে মন্তব্য করতে গিয়ে আর আপনাকে প্রতিউত্তর করতে গিয়েই তো ১০ মিনিট গেছে....
পোস্ট প্রকাশিত

আপনার আগ্রহে আমি এক সাগর ভালবাসা খুঁজে পেলাম.......

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

নজসু বলেছেন:




আহারে..............
কি অবস্থা। :D :D :D

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

হাবিব বলেছেন:






থাক....... ... :( :(
আর ঘি ঢালতে হবে না......... :| :|

তবে সান্ত্বনা হলো.....

প্রিয় কেউ তো আছে, তাতেই খুশি........... ;) :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.