নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টআমি জানিনা আমি কে?আমি আপনার দিকে দৌড়াতেই থাকবো,যতক্ষন না আপনার রহস্য এবং হাকিকত জানতে পারি,আর আপনি তা না জানালে আমাদের পক্ষে তা জানা সম্ভব নয়,আয় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েন,আর আপনার পবিত্র সুন্দর চেহরা দর্শনের তৌফিক দিয়েন,তারও বহু বৎসর পর আপনার রহস্য এ

সুলাইমান হোসেন

সামুতে যা প্রকাশযোগ্য নয় তা আমার ব্যক্তিগত ব্লগে লিখে রাখি যেমন আত্মজীবনি,কবিতা ইত্যাদি https://hridoyeralo.blogspot.com/

সুলাইমান হোসেন › বিস্তারিত পোস্টঃ

জুলুমাতি ইলান নূর

১৬ ই জুলাই, ২০২৫ রাত ১:৪২

আমি অন্ধকারের তলায় ছিলাম,
ছিলনা কোনো আত্মপরিচয়।।
হঠাৎ এক আলোর ঝলকানি,
আমাকে পৌছেদিলো অচেনা জায়গায়।
আমি নিজেকে নিয়ে মগ্ন থাকতাম সারাক্ষন,
ছিলনা কোনো ভবিষ্যত,অতিতের চিন্তা।।
নফস আমাকে গুনাহে জরিয়ে রাখত,
এবং ফেলে রাখত মায়াবী ছলনায়।
বলত,তিনি দয়ার সাগর,পাপ করে যাও-
অবশ্যই তিনি মাফ করবেন তোমায়।।
হঠাৎ আমার ঘুম ভাঙে,এবং ভাবি যদি-
মাফ করেনও,তবুও গোনাহ নিয়ে কিভাবে
যাব-সেই পবিত্র দরগায়।।

জোছনার আলোয়,হৃদয়ে খুজে পাই-
প্রানের জ্যাতি।
তোমার মাঝে আমি নিজেকে হারাই-
ছড়াই প্রানের দ্যুতি।।
যদি আমি কভু,সরে পরি দূরে,তোমা থেকে।
ক্ষমা কোরো মোর ত্রুটি।
আপন করে কাছে টেনে নিও,পবিত্র করে দিও
মোর অন্তর ভূমি।।

হাজারো ত্রুটি বিচ্যুতিতে,নফসের টানাটানি,
বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রন করি।
নফস টানে বিভ্রান্তিতে,শয়তান পাপপথে,
মানুষ টানে গল্পের আসরে,অলসতায়,
কিন্তু আমি যেতে চাই হারিয়ে আপনার গুপ্ত টানে,
নফস, শয়তান, মানুষ কেহ তাহা নাহি জানে।।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২৫ রাত ২:৫৩

সুলাইমান হোসেন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.