| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৈয়দ কুতুব
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠান হবে। সেখানে মালয়েশিয়া থেকে আসবেন ডা. জাকির নায়েক নামে একজন ধর্মীয় বক্তা। তিনি দুই দিনের সফরে আসছেন। খবরটা শোনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সংবাদ সম্মেলনে বললেন, জাকির নায়েক "পলাতক" এবং ভারতে "ওয়ান্টেড"। তার বিরুদ্ধে ভারতে মানি লন্ডারিং, ঘৃণা ছড়ানো এবং সন্ত্রাসবাদে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। ২০১৬ সালের ঢাকা হলি আর্টিজান হামলার পর তার সংগঠন নিষিদ্ধ ঘোষণা করা হয়। যুক্তরাজ্য ও কানাডাও তাকে প্রবেশ নিষিদ্ধ করেছে। জয়সওয়াল জানালেন, তিনি যেখানেই যান, সংশ্লিষ্ট দেশ যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করে।
এদিকে জুলাই মাসে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। গুলিতে শত শত মানুষ মারা গেল। অবশেষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে বাংলাদেশে। পনেরো বছরের শাসনামলে হাজার হাজার মানুষ হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে। কিন্তু ভারত এই বিষয়ে সম্পূর্ণ নীরব। একজন ধর্মপ্রচারকের বিষয়ে যে তীব্র উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, একজন গণহত্যার অভিযুক্ত সাবেক সরকার প্রধানের বিষয়ে সেই উদ্বেগ একেবারেই অনুপস্থিত।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত ২৮ অক্টোবর জানালেন, জাকির নায়েকের সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়। তিনি বললেন, "জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি।" একটি দেশের পররাষ্ট্র উপদেষ্টা জানেন না যে একজন আন্তর্জাতিকভাবে বিতর্কিত ব্যক্তি তার দেশে আসছেন কিনা : এটা বেশ চমকপ্রদ তথ্য। হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহ ব্যবস্থায় কিছু ফাঁক রয়ে গেছে। অথবা এটি একটি কৌশলী "না জানার" ভান হতে পারে, যা কূটনীতিতে বেশ কার্যকর একটি পদ্ধতি।
তবে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম একটি বিবৃতি দেন। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে জাকির নায়েক নিয়ে যা বলা হয়েছে তা তাদের নজরে এসেছে। তিনি আরও বলেন, "আমরাও বিশ্বাস করি যে, কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।" মন্তব্যটি অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু এর মধ্যে একটি তীক্ষ্ণ পরোক্ষ ইঙ্গিত রয়েছে। এটি বুঝতে হলে খুব বেশি বুদ্ধির প্রয়োজন নেই : শুধু একটু মনোযোগ দিলেই চলে।
জাকির নায়েক একজন ধর্মীয় বক্তা, যিনি মালয়েশিয়ায় বৈধভাবে স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে থাকেন। তার বিরুদ্ধে ভারত, যুক্তরাজ্য ও কানাডায় কিছু অভিযোগ আছে। অন্যদিকে শেখ হাসিনা পনেরো বছরেরও বেশি সময় একটি দেশ শাসন করেছেন এবং তার শাসনামলে হাজার হাজার মানুষের হত্যা, গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। তিনি জনগণের বিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেছেন। একজনের বিরুদ্ধে কথায় উস্কানির অভিযোগ, অন্যজনের বিরুদ্ধে হাজার মানুষ হত্যার অভিযোগ।
একটি দেশ অন্য দেশের কাছে "পলাতক" ব্যক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে, অথচ নিজে আরেকটি "পলাতক" ব্যক্তিকে আশ্রয় দিয়ে রেখেছে। এই দৃশ্যপটে কে "পলাতক" আর কে "অতিথি" : সেটা নির্ভর করে কার দৃষ্টিকোণ থেকে দেখছেন তার উপর। ভারত জাকির নায়েককে "পলাতক" বলছে, বাংলাদেশ শেখ হাসিনাকে "পলাতক" বলছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে শব্দের অর্থ পরিবর্তনশীল : এটা নির্ভর করে কার মুখ থেকে বের হচ্ছে তার উপর।
মুল সংবাদ : ভারত চায় জাকির নায়েককে, বাংলাদেশ চায় হাসিনাকে: উভয়েই ওয়ান্টেড- বার্তাবাজার/এমএইচ
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সব প্রশ্নের উত্তর না।
২|
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
জেনারেশন একাত্তর বলেছেন:
শেখ হাসিনা সম্পর্কে ভারত সঠিক আছে; তবে, ভারতের বর্তমান প্রশাসন হাসিনাকে কোনভাবে সাহায্য করবে না। তারা যদি শেখ হাসিনাকে সাহায্য করতো, শেখ হাসিনাকে নিয়ে আমেরিকান দুতাবাসের সাথে আলোচনা করে, তাকে বিচারে উপস্হিত হওয়ার জন্য সাহায্য করতো।
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: আমার স্পষ্ট মনে আছে আমি এবং আমার এক বন্ধু জাকির নায়েক কে তর্ক করছিলাম। মিরপুর সাড়ে এগারো আরিফাবাদ হাঊজিং এলাকায়। এদিকে তার নিকটবর্তী এলাকা রুপনগর আবাসিক ৩৯ নাম্বার রোডে র্যাব গিয়েছিলো জংগীবাদের সাথে জড়িত একজন কে ধরতে। ভালোই গোলাগুলি হয়েছিলো। জাকির নায়ক একজন ইভাঞ্জেলিস্ট !
০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৮:০০
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনার সৎ সাহস নেই। কারণ তিনি ক্রিমিনলজীতে পিএচডি করেছেন।
৩|
০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৪
কামাল১৮ বলেছেন: হাসিনাকে এই জল্লাদদের হাতে তুলে দিবে কে।হাসিনা স্বাধীন জীবন জাপন করছে।সে ভারতের হাতে বন্দী না।
০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৯:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনি কি জানেন যে দেশে বামেরা ক্ষমতায় গিয়েছে মৌলবাদে উত্থান ঘটেছে?
৪|
০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৯:০০
জেনারেশন একাত্তর বলেছেন:
জাকির নাইক আসলে নতুন নবী।
শেখ হাসিনার আর কত, ৪৪ বছর যা করেছে, তারপর আর কিছু সম্ভব নয়।
তবে, ইডিয়ট জাতিকে ইউনুসের ক্যু ও শিবিরের জল্লাদগিরি সম্পর্কে জানাতে পারতো কোর্টে বসে।
০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৯:১২
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা ভুয়া মুক্তিযোদ্ধার সমস্যা সমাধান করেনি নি। বরং ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় আওয়ামী লীগের লোকজন ঢুকিয়েছেন। ইহাকে আপনি গুরুতর সমস্যা মনে করেন নাই। তাই কোনোদিন লিখেন নাই। ইহাই কাল হয়ে দাঁড়িয়েছে। ১ লাখ মুক্তিযোদ্ধা হলে কিভাবে শেষ ১৫ বছর ৯০ হাজার লোক মুক্তিযোদ্ধা কোটায় চাকুরি পেল?
৫|
০৩ রা নভেম্বর, ২০২৫ ভোর ৪:৩৮
জেনারেশন একাত্তর বলেছেন:
ব্লগে আজকাল মাত্র ১ জন ব্লগারই নিজকে মুক্তিযোদ্ধা বলে; সেটাই ভুয়া ( বিএনপি )। যুদ্ধের পফায়েল রপরই কাদের সিদ্দিকী ও তোফায়েল নিজেদের কয়েক হাজার ক্যাডারকে প্রিন্টেড মুক্তিযোদ্ধা-সনদ দেয়।
জিয়া আসর পর, ক্যা; ওলি প্রায় ১ লাখ মানুষকে ( স্বাধীন্তা-ৈবিরোধী ) ভুয়া সনদ দেয়।
০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৩
সৈয়দ কুতুব বলেছেন: উহা গুরুতর সমস্যা। সবাই মুক্তিযুদ্ধ কোটার রাজনৈতিক ব্যবহার করেছে। উহা অন্যায়।
৬|
০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩৫
মেঘনা বলেছেন: হলি আর্টিজান-এর জেহাদি ঘটনার সাথে যে জাকির নায়েক যুক্ত, তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাইয়ে উইনুস বিশ্বকে কী বার্তা দিতে চায়?
০৩ রা নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: সরকার ইসলামিক মানসিকতার সেই বার্তা দিতে চায় ।
হলি আর্টিজান-এর জেহাদি : ইহা নাকি গুজব।
৭|
০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: জাকির নায়েক বিশ্বের জন্য পায়খানা স্বরুপ।
০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২
সৈয়দ কুতুব বলেছেন: পাক সার জমিন বাদ ।
৮|
০৩ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত সবসময়ই দ্বিচারি; জাকির নায়েককে চায় হাসিনাকে দেবেনা। নিজেরা মৌলবাদী বাংলাদেশে মৌলবাদের ছবক দেয়।
০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:১৬
সৈয়দ কুতুব বলেছেন: ভারত আসলেই এখন মৌলবাদী ।
৯|
০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫
নতুন নকিব বলেছেন:
মুদী, জেনারেশন ইত্যাদি জাকির নায়েককে বাঘের মত ভয় পায়। এর রহস্য কী?
০৩ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৭
সৈয়দ কুতুব বলেছেন: উহারাই ভালো জানেন ।
১০|
০৩ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
কলাবাগান১ বলেছেন: সকল জনগন এর জন্য অন্ন, বস্ত্র, বাসস্হান হওয়া উচিত চেয়ে বড় প্রায়োরিটি। পেঠে ভাত, নাই, শরীরে অসুখ নিয়ে সবাই কে সামরিক প্রশিক্ষন দিয়ে কার সাথে যুদ্ধ করাবে? এরা আসছেই যুদ্ধ করতে..
০৩ রা নভেম্বর, ২০২৫ রাত ৮:৩২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার সাথে একমত । তবে আমার মনে হয় ইহা আসিফ মাহমুদের টেকা মারার আরেকটা উপায় বের করেছে। ১৫ দিনে কিছুই শেখ যায় না।
১১|
০৪ ঠা নভেম্বর, ২০২৫ সকাল ১১:৫১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৪ ঠা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০১
সৈয়দ কুতুব বলেছেন: শুকরিয়া ।
১২|
০৪ ঠা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
মাথা পাগলা বলেছেন: সহজ-সরল তরুণদের জঙ্গি-পায়ুযোদ্ধাদের গোষ্ঠীতে টেনে আনার জন্য জাকির নায়েক দেশে বিশেষ মোটিভেশন স্পিচ দিলে অবাক হবো না। জাকির নায়েকের সাথে পিনাকি-ইলিয়াসকে বক্তা হিসেবে আনলে মন্দ হতো না।
০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: আপনি জাকির নায়েক হিংসা করেন। ছি!
১৩|
০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৮
মাথা পাগলা বলেছেন: হিংসা করবো কেন, সেতো নর্দমার আবর্জনা থেকেও অধম।
০৪ ঠা নভেম্বর, ২০২৫ রাত ৯:০১
সৈয়দ কুতুব বলেছেন: ভালো হয়ে যান। মানুষকে হিংসা ভালো না।
১৪|
০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৩
মাথা পাগলা বলেছেন: রাজাকাররা যতোই চাক, নায়েক দেশে আসতে পারবে না বলেই ধারনা ছিলো। শুধু ভারত না নায়েক অনেক পশ্চিমা দেশেই নিষিদ্ধ। কিন্তু ভেড়ার দল মনে করে মনে প্রানে বিশ্বাস করে জাকির নায়েক ইসলাম শাসন কায়েমে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে, তাই ব্যান। তো এখন তো নিজেরাই দেশে আনতে পারলো না। যেমন তারা দাবি তোলে হাসিনা ভারতকে প্রভু মনে করে তাদের সাথে বাংলাদেশ বিরোধী চুক্তি করেছে কিন্তু এখন পর্যন্ত কোন চুক্তি বাতিল করতে পারে নাই, উল্টা ভারত চুক্তি বাতিল করলে তাদের অনুনয়-বিনয় সুলভ চিঠি পাঠাতে হয়।
০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৪
সৈয়দ কুতুব বলেছেন: জাকির নায়েক আসলো কি আসলো না সেটা নিয়ে ভাবিত নই । ভারত কোনো কিছু মাগনা পাঠায় না । তার নিজের লাভ আছে দেখেই পাঠায় ।
১৫|
০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬
মাথা পাগলা বলেছেন: আমি কি বলেছি বাংলাদেশই শুধু সব সুবিধা পেয়েছে আর ভারত মাগনা দিয়ে গেছে? আমি ভারতবিরোধী প্রোপাগান্ডার কথা বলেছি যেগুলো ভুল প্রমানিত হচ্ছে।
০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: আমি ভারতের প্রোপাগান্ডা নিয়ে কিছুই লিখি না । যেখানে নিজের দেশের পলিটিকাল দল ফটকা ভারত কে দোষ দিয়ে কি করবো ।
১৬|
০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪০
জ্যাক স্মিথ বলেছেন: জাকের নায়েক যেদিন বাংলাদেশে আসবেন সেদিন পুরো ঢাকা শহর অচল হইয়া পড়িবে। ভারতের চেয়ে বাংলাদেশে এই নায়েকের ভক্ত বেশী।
০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: বাবুরে ডরাইসি ।
১৭|
০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: এই নায়েক নরওয়েতে বিশাল পরিমাণ জায়গার মধ্যে ইসলামিক দাওয়া সেন্টার খুলতেছে, আগে মাঝে মাঝে উনার বিজ্ঞাপন দেখতাম যেখানে প্রবাসী মুসলিমদের কাছ থেকে ডোনেশন চাইতো। দক্ষিণ এশিয়াকে তো খাইছেই এবার খাবে ইউরোপকে। আগামী ৩০ বছরের মধ্যে ইউরোপ ইসলামিস্টের দখলে চলবে যাবে।
০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: যাবে না মনে হয় ।
১৮|
০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৬
নূর আলম হিরণ বলেছেন: জাকের নায়েক তো এই দেশে নিষিদ্ধ না, তাহলে তাকে আসতে দিচ্ছি না কেনো?
০৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: হয়তো সিজনাল হুজুরদের ভাত মরে যেত তাই ।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
জেনারেশন একাত্তর বলেছেন:
ভারত চেয়েছে বলে, মালয়েশিয়া কি জাকিরকে ফেরত দিয়েছে? হাসিনার সরকার তারেককে কি ফেরত পেয়েছিলো?