নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায় ।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

ইউনুস সাহেবকে আরো পা্ঁচ বছর ক্ষমতায় দেখতে চাই।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪৪


আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং সেনাবাহিনীর নিস্ক্রিয় মনোভাব দেখে প্রতিদিন দুঃশ্চিন্তায় থাকতাম কখন কি দূর্ঘটনা ঘটে! ওসমান হাদি মারা গিয়েছে কেবল সরকারের গাফিলতির কারণে। কিছু নিদিষ্ট এলাকায় গুলি করে অসংখ্য মানুষ মারা হচ্ছে কিন্তু সরকার নির্বিকার! ওসমান হাদিকে গুলি করার পরও আইনশৃংখলা বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। সাংবাদিক জুলকার নায়ের সায়েরের কাছে সরকারের চেয়ে বেশি তথ্য ছিলো যা অবাক করার মতো। গোয়েন্দা সংস্থা কি দেশে আছে? মনে হচ্ছে না !

ওসমান হাদির মৃত্যুর পর ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে সরকার কি এটা জানে না? এতদিন ক্ষমতায় থেকে কি শিখলো তাহলে? যেসব স্পর্শকাতর জায়গায় হামলা হতে পারে সরকার সেখানে তেমন কোনো ব্যবস্থা নেয় নি। বাংলাদেশের দুইজন আহলে গজব ইউটিউবার উসকানি দিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা করিয়েছে। ওসমান হাদীকে প্রথম আলো ও ডেইলি স্টার হত্যা করেছে? কেবল ভারতের দালাল তকমা দিয়ে গণমাধ্যমের উপর হামলা করলে সব সমস্যার সমাধান হবে? আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের সম্মান বাড়বে নাকি কমবে?

আজ ময়মনসিংহের ভালুকায় নবীজীকে কটুক্তির অভিযোগ তুলে একজন তরুণ ছেলেকে প্রথমে পিটিয়ে হত্যা করা হয় । গাছে ঝুলিয়ে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। সরকার এতদিনেও পারেনি এসব সমস্যার যৌক্তিক সমাধান করতে। সরকার কেবল ব্যস্ত সংস্কার-বিচার- নির্বাচন নিয়ে। এদিকে সোনার বাংলা শশ্মান হওয়ার পথে। যদি দেশ চালাইতে না পারে, মানুষকে নিরাপত্তা না দিতে পারে, ন্যায্য বিচার পাওয়ার দৃষ্টান্ত স্থাপন না করতে পারে তাহলে ক্ষমতা ধরে রাখার কি দরকার? আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগের কথা বলা উচিত ছিলো।

খুলনায় আজকে প্রেসক্লাবের সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। খুলনার মানুষ গত পনেরো মাসে একাধিক হত্যার পরও কারো গ্রেফতার কিংবা বিচার হচ্ছে না বলে অভিযোগ করেছে। সাধারণ মানুষের অভিযোগ করা ছাড়া আর কিছুই করার নেই। সবাই এখন নিজের নিরাপত্তা নিয়েই শংকিত। অন্তত ছয়মাস পূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুরো স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সেট-আপ চেঞ্জ করে ফেলা যেত। সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। সেনাবাহিনী যে হাপিয়ে গেছে ডিউটি করতে করতে তার প্রমাণ আজকে তারা প্রথম আলো এবং ডেইলিস্টার অফিসের সামনে পাহারা দেয়নি। দেশের দূর্যোগকালীন মুহুর্তে আলু পোড়া খাওয়ার লোকের অভাব ছিলো না কোনোকালেই।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


প্রথম আলো, ডেইলি স্টারে
আগুন জ্বালানো কি ভালো কাজ হলো?

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৫০

সৈয়দ কুতুব বলেছেন: আলু পোড়া খেতে খুব মজা।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সোনার বাংলা শশ্মান হওয়ার পথে।
..............................................................
আরও অনেক কিছু দেখতে হবে আমাদের
যা আমরা দেখতে চাইনা,
তবে এসবই আমাদের কর্মফল !
..............................................................
রাষ্ট্র যখন জনসাধারণের মৌলিক অধিকার রক্ষা
করতে পারেনা , তখন
এই সরকারের কচুগাছের সহিত আত্নহত্যা করা উচিৎ

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৫১

সৈয়দ কুতুব বলেছেন: সরকার নয় জনগণের আত্নহত্যা করা উচিত।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৩০

ক্লোন রাফা বলেছেন: আমি আপনার শিরোনামের সাথে একমত.... ;)

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৫২

সৈয়দ কুতুব বলেছেন: এর দায় শেখ হাসিনার!

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৪৯

মাথা পাগলা বলেছেন: "ইডিয়ট ইউনুস রাজাকার দিয়ে দেশ চালাচ্ছেন" গাজি সাহেব অনেক আগে থেকেই একথা বলে আসছেন।

জনগন এখন ২৬ লক্ষ ভারতীয় নিয়ে ট্রল করে, হাসিনার কোন গোপন চূক্তি দেখাইতে পারে নাই, স্বরাষ্ট্র সচিব বলে চুক্তিতে কোন সমস্যা নাই। এসব বাটপারদের মানুষ বিশ্বাস করবে কেন? গত দেড় বছরের মধ্যে লীগের জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশী। মানুষ এখন নোবেল, স্বৈরাচার শব্দ খাচ্ছে না। তাই এখন রাজাকার ছয়লাভ দেশে ভারতবিরোধী রাজনীতিতে নতুন জ্বালানীতে আগুন কমে যাওয়ায় হাদির লাশ পুড়িয়ে আগুন বাড়ানো হচ্ছে। যে দেশে বিপ্লবের দেড় বছর পরও পূর্বের চেয়ে অবনতি হয় - বুঝে নিবেন, সেই দেশ অতলে ডুবে যাবে। বিপ্লব ঠিক ছিলো না ভুল ছিলো এটা নিয়ে জনগণ এখন প্রশ্ন তুলবে। আমার জ্ঞান-বুঝ হবার পর ৭১ - বিরোধী কথা এতটা তীব্রভাবে আগে কখনও শুনি নাই।

ওসমান হাদির মৃত্যুর পর ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে সরকার কি এটা জানে না?

এই কথাটা ঠিক হয় নাই। এরা প্রথম আলো ভাংচুর করবে না। এগুলা ইউনুস, ইলিয়াস, পিনাকির কামলা প্রেশার গ্রুপ। বাংলাদেশে প্রথম আলোর বদলে শুধুমাত্র "আমার দেশ" র মতো পত্রিকা থাকা উচিত। গাজি সাহেবের মতে, সামুর বেশির ভাগ পোস্টই "আমার দেশ" পত্রিকায় ছাপানোর জন্য উপযুক্ত।

১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ২:৫২

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মেটিকুলাস ডিজাইন।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০৫

মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: সব দোষ শেখ হাসিনার। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মেটিকুলাস ডিজাইন।

বাহ! ইউনুস আগে পকেট ভারি করেছে আম্রিকা থেকে, বাইডেন না থাকায় এবার পকেট ভারি করছে হাসিনা থেকে - বাটপারিতে এক নাম্বার।

কোথায় যেন পড়েছিলাম পৃথিবীর সমস্ত সম্পদ সবাইকে সমানভাবে বণ্টন করে দিলে কয়েক বছর পর ঘুরে ফিরে কমলারা আবার কামলা হয়, রাজা-বাদশাহরা ঠিকই আবার নিজেদের সিংহাসন ফিরে পায়। অন্যদিকে স্বৈরাচার দ্বিতীয়বার ক্ষমতায় আসার ইতিহাস নাই।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:১১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কেউ যদি জাপানের মত বোমা মেরে সব ধ্বংস করে দিত, এছাড়া এ জাতিকে থামানোর কোনো উপায় দেখিনা। চারদিকে এত বিশৃঙ্খলা অসহ্য লাগে।
উনি পদত্যাগ করলে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার জন্য লাফাবে।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২৬

কামাল১৮ বলেছেন: ওসমান হাদিদের এমনি পরিণতি হবার কথা।বাকিদেরও তাই হবে।হাতির সাথে চামচিকের পাঙ্গা লড়াতে যাওয়া ঠিক নয়।তারা ভুলে যায়,ভারত এখন বিশ্বের চতুর্থ শক্তিধর দেশ।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২৯

কামাল১৮ বলেছেন: ইউনুস ইলেকশনে পাশ করে একশ বছর ক্ষমতায় থাকুক।বিনা ইলেকশনে একদিনও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.