নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

তারেক রহমান আসবে, বাংলাদেশ হাসবে?

২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১:৩৮


আমি যখন স্কুলে পড়তাম, দুপুরের শিফটে ক্লাস ছিল। একদিন স্কুলে যাওয়ার আগে দেখি ছোটো মামা সংসদ টিভিতে অধিবেশন দেখছেন। কৌতূহল হলো, মামা এত মনোযোগ দিয়ে কী দেখছেন। আমিও দাঁড়ালাম একটু। পর্দায় একজন সংসদ সদস্য দাঁড়িয়ে চিৎকার করে বলছেন, "মাননীয় স্পীকার, তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে। তারেক রহমান একটা ইনস্টিটিউট!" মামা তখনও আমার দিকে না তাকিয়ে বললেন, "সংসদের ক্লাউনগুলোকে চিনে রাখ। এরা দেশের সমস্যা, জনগণের সমস্যার চেয়ে নেতার গুণগান গাইতেই বেশি ব্যস্ত থাকে।"

সেই কথাটা আমার মনে গেঁথে গেল। তারপর থেকে মাঝে মাঝে আমিও সংসদ টিভি দেখতে শুরু করলাম। একদিন দেখলাম বিএনপির এক নেতা বলছেন, "মাননীয় স্পীকার! তারেক রহমান অবশ্যই আসবেন। যেদিন তারেক রহমান দেশে আসবেন, সেদিন অচল বাংলাদেশ আবার সচল হবে।" মনে মনে হাসি পেল। বাংলাদেশ কি সত্যিই কোনো একজন মানুষের আসা-যাওয়ার উপর নির্ভরশীল? গত বছর জুলাই মাসে যখন কোটা আন্দোলনে শেখ হাসিনার পতন হলো, তিনদিন এই দেশে কোনো সরকার ছিল না। সেই তিনদিন কি দেশ থেমে গিয়েছিল? মানুষ কি তাদের কাজ বন্ধ করে দিয়েছিল?

২০২২ সালে IELTS করার জন্য মেন্টরস কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। সেখানে গাইবান্ধার আবদুর রাজ্জাক নামে একজনের সাথে পরিচয় হয়। সে ছিল তারেক রহমানের বিগ ফ্যান। তাকে যখনই মজা করে জিজ্ঞেস করতাম, "তারেক মিয়া কবে আসবে? আসলেই তো শেখ হাসিনা জেলে ঢুকাবে," সে রেগে গিয়ে বলত, "মজা নিও না। যেদিন তারেক রহমান দেশে আসবে, সেদিন এক কোটি লোক তাকে রিসিভ করতে যাবে।" আজকে তার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। এক কোটি না হলেও পঞ্চাশ লক্ষ লোক নাকি ঢাকায় এসেছে লিডারকে দেখতে। ভালোই তো, মানুষের আশা পূর্ণ হোক।

কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায়। তারেক রহমান যখন সতেরো বছর লন্ডনে ছিলেন, তখন কীভাবে সময় কাটিয়েছেন? উন্নত বিশ্বের রাজনীতি তিনি আসলে কতটা বুঝতে পেরেছেন? কোনো দক্ষতা কি অর্জন করেছেন? কথিত আছে তিনি ইন্টার ফেইল। এত বছর সময় পেয়ে তো অন্তত গ্র্যাজুয়েশন শেষ করার কথা ছিল। উন্নত বিশ্বের নেতাদের দেখা যায় পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এলএলবি, থিওলজি কিংবা সোশাল সায়েন্সে উচ্চতর ডিগ্রি থাকে। তারেক রহমান কি এমন কোনো ডিগ্রি নেওয়ার চেষ্টা করেছেন? নিশ্চয়ই সারাদিন নেতা-কর্মীদের সাথে মিটিং করেই তো সময় কাটেনি। তিনি কি কোনো প্রফেশনাল কাজের সাথে জড়িত ছিলেন? শুনেছিলাম দেশ থেকে নেতার জন্য মাসিক খরচাপাতি পাঠাতে হতো। একজন নেতা যদি প্রফেশনাল কোনো কাজে যুক্ত থাকেন, অবশ্যই সেটা দেশ পরিচালনায় কাজে লাগার কথা।

তিনি এমন এক সময়ে দেশে ফিরছেন যখন বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা বড় দল নিষিদ্ধ হয়ে আছে। শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন শুরু করেছেন। কতদিন সেখানে থাকতে পারবেন, কে জানে! বিএনপি সামনের নির্বাচনের জন্য একটা ইশতেহার দিয়েছে। আসলে ইশতেহার না দিলেও কিছু যায় আসে না। বাংলাদেশের নির্বাচনে এসব তেমন ম্যাটার করে না। সবাই মোটামুটি আগে থেকেই জানে আওয়ামী লীগের পর বিএনপি ক্ষমতায় আসে। সেই কারণেই হয়তো জামায়াতে ইসলামী তেমন কোনো ইশতেহার ঘোষণা করেনি। কারণ জামায়াত যে ক্ষমতায় আসবে, এটা তারা নিজেরাও বিশ্বাস করে না।

যাই হোক, বিএনপির ইশতেহারে কী আছে একটু দেখা যাক। তারা ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড দেবে। আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করবে। এক ট্রিলিয়ন অর্থনীতি গড়বে। মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা দেবে। ওয়ান টিচার ওয়ান ট্যাব দেবে। পরিবেশ সংরক্ষণ ও বনায়ন করবে। ক্রীড়া ও শিল্পচর্চায় নতুন ধারা সৃষ্টি করবে। বেকার ভাতা চালু করবে। পেপাল চালু করবে। কৃষির আধুনিকায়ন করবে এবং কৃষিকে রপ্তানিযোগ্য করবে। ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালু করবে। দেখতে ভারী চমৎকার মনে হচ্ছে, তাই না?

কিন্তু এসব জিনিস বাস্তবায়নের জন্য যে পরিমাণ সাহস, দক্ষতা এবং সততা প্রয়োজন, সেটা কি বিএনপির ভেতরে আছে? একই সাথে মনে রাখতে হবে যে বিএনপি ষোলো বছর ক্ষমতার বাইরে ছিল। তাই তাদের নিজেদের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো নয়। শেখ হাসিনার পতনের পর বিভিন্ন অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছিল শুরু থেকেই। প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু পালন করা অনেক কঠিন।

তারেক রহমান এবং বিএনপিকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সতর্কতার সাথে ডিল করতে হবে, সেটা হলো ভারত। বিএনপির সবশেষ শাসনামলে ভারতের সাথে সম্পর্ক প্রচণ্ড খারাপ হয়েছিল। ভারত আওয়ামী লীগ ছাড়া আর কোনো দলকে পছন্দ করে না। তাই ভারতের সাথে সুসম্পর্ক রাখা জরুরি। অন্তত অন্তর্বর্তী সরকারের আমলে সম্পর্ক যেটা একেবারে তলানিতে, সেটা থেকে ভালো করতে হবে। ভারত আওয়ামী লীগ আমলে যেভাবে চুক্তি করেছে, বিএনপি ক্ষমতায় এলে চাইলেও সেভাবে পারবে না। ভারতের কাছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবসময় বিশেষ থাকবে। এটা ঐতিহাসিক ও কৌশলগত বাস্তবতা।

কিন্তু এখানে একটা জটিল ব্যালান্স করতে হবে। যারা ভারতবিরোধিতার নামে আসলে পাকিস্তানের উদ্দেশ্য সাধন করে, তাদের ব্যাপারে বিএনপিকে বিশেষ নজর দিতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ একাত্তরের গণহত্যা, স্বাধীনতা সংগ্রাম ভুলে যায়নি। তারা পাকিস্তানি শাসনও চায় না। ভারতীয় আধিপত্য বিরোধিতার নামে যারা সারাদিন হাউকাঊ করে, তাদের আসল উদ্দেশ্য কী সেটা প্রশ্ন করা জরুরি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত খুবই সোজা: যেখানে আমরা সুবিধা পাবো, সেখানেই যাবো। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য: সবার সাথে নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে। না ভারতপন্থী, না পাকিস্তানপন্থী—শুধু বাংলাদেশপন্থী।

উগ্রবাদী দক্ষিণপন্থীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে তারা দেশে ধর্মের নামে অধর্ম চর্চা করতে না পারে। ভারতের সাথে সম্পর্ক খারাপ করে বাংলাদেশের লাভ নেই—ভূগোল তো আর পাল্টানো যায় না। কিন্তু তার মানে এই না যে আমরা মর্যাদাহীনভাবে কারো অধীনস্থ হয়ে থাকব। মর্যাদাপূর্ণ, সমমর্যাদার সম্পর্ক—এটাই হওয়া উচিত লক্ষ্য। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতেই হবে। পুলিশের হারানো মনোবল ফিরিয়ে আনতে হবে। বিদেশে অবৈধভাবে মানুষ যাওয়া থেকে নিবৃত্ত করতে হবে। দেশের ভঙ্গুর অর্থনীতিকে টেনে টুনে চালিয়ে নিতে হবে। বিষয়গুলো এতটা সরল নয়।

দেশের মানুষ যে ভবিষ্যতে খুব ভালো জীবনের নিশ্চয়তা পাবে, তার কোনো গ্যারান্টি নেই। মেগা প্রজেক্ট, বড় বড় প্রতিশ্রুতি: এসব শুনতে ভালো লাগে। কিন্তু সাধারণ মানুষ আসলে চায় নিরাপত্তা, সুশাসন এবং নিজের যোগ্যতায় বেঁচে থাকার সুযোগ। অন্তত ভয়হীনভাবে নিজে কিছু করে খেতে পারলেই স্বস্তি। এর বেশি প্রত্যাশা করলে হয়তো হতাশ হতে হবে। তারেক রহমান এবং বিএনপি কীভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৩:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "সংসদের ক্লাউনগুলোকে চিনে রাখ।
....................................................................
সাংসদরা শুধু মাত্র আইন প্রনয়ণ কাজে ব্যস্ত থাকত
এবং নিজ নিজ কর্তব্যর বাহিরে নাক না গলাতো. তাহলে
এতদিনে আমরা স্হিতিশীল দেশ দেখতে পেতাম ।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৮

সৈয়দ কুতুব বলেছেন: স্থিতিশীল দেশ দেখতে হলে নতুন নেতৃত্ব লাগবে। নতুন দল লাগবে। পুরাতন সব লুল হয়ে গেছে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জনাব তারেক রহমানের কিছুটা পজিটিভ পরিবর্তন হবার কথা।
তিনি যে দেশে ছিলেন এবং আমি নিজেও এখন সে দেশে আছি। এখানে মানুষের মূল্যায়ন আছে।
মানবতা আছে। সে কারণেই অন্য একটি দেশের মানুষ হয়েও তিনি এখানে নিরাপদে পরিবারসহ থাকতে পেরেছেন।
তার ভালো অভিজ্ঞতাগুলো তিনি যেন দেশের কাজে লাগান।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনার মধ্যে পরিবর্তন এসেছে শুনে ভালো লাগছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডাক্তারি পে্‌শায় নিজেকে দক্ষ করে তুলছে।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৬:১১

হাইজেনবার্গ ০৬ বলেছেন: আজীবন বিম্পি করলাম, আগে চাইতাম তারেক দেশে যাক,আর এখন দেশে যাচ্ছে বাট ফালতু মনে হইতাছে; মুঝে কেয়া হুয়া? খালেদা জিয়ার আশে পাশে অনেক ভালো মানুষ ছিলো, ভড়সা ছিলো। তারেকের সাথে কে আছে দেশে? আর লন্ডনে তার আশে পাশের লোকজন.... কিছু কইলাম না। তবে আমার ভোটটা যেন আমি নির্ভয়ে কেন্দ্রে গিয়া দিতে পারি এটাই চাই। দিমুনে সীল ;)

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৬

সৈয়দ কুতুব বলেছেন: আমি জানি না। তবে জুলাই যোদ্ধাদের কাছে উনার ঝণ আছে। ;)

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: ফলাফল শূন্য।
বিএনপি ক্ষমতায় এলেও দেশের জনগনের কোনো লাভ হবে না। এরা অযোগ্য অদক্ষ।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:২৫

সৈয়দ কুতুব বলেছেন: সব দোষ শেখ হাসিনার। উহাও অযোগ্য ছিলেন।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৪

অপলক বলেছেন: যথার্থ বলেছেন ...

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৬

সৈয়দ কুতুব বলেছেন: থাক আর বেজার হয়েন না । কিছু হাডডি আমনেরাও পাবেন । ;)

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮

কলাবাগান১ বলেছেন: শেখ হাসিনা ৩০০ ফিটের খাল কেটেছিলেন ....এখন কুমির....।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৫

সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা নিজের আয় করা টাকা দিয়ে খাল কেটে কুমির এনেছেন। :)

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫১

মাথা পাগলা বলেছেন: তারেক ছাড়া ভারতের আর কোন অপশন নাই। বিএনপি ক্ষমতায় গেলে ভারত চাইবে লীগের সাথে সমঝোতা করে আসুক, লীগের পুনর্বাসনের কাজ শুরু হবে। ভারত চাইবে না পাশের দেশে মারামারি লেগে থাকুক! ভারত ছাড়া বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই জাশির সাথে সমঝোতা করে আসতে হবে। আমি নেগেটিভ কিছু চিন্তা করতে চাইছি না। আমি আশাবাদী, আশা করি নেতারা যাই করবে ভালোর জন্যই করবে। দেশের অবস্থা ভালো না কিন্তু হাসিনা পতনের মধ্যমে কিছু একটা তো শুরু হয়েছে!

২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: বেনগাজি বলেছেন: পাকি শাহবাজ শরিফ নাকি তারেক রহমান কে ফেরাতে লবিং করেছে । আপনি ও পিনাকি কয়েকজন বলছেন : ভারত হেলপ করেছে । আবার সোশাল মিডিয়ায় দেখলাম : টারকি এবং রাশিয়া (ভারতের লবিং) মিলে তারেক রহমান কে ফেরাতে হেলপ করেছে ।

আমার টেইক হলো: আমেরিকা এবং মিলিটারির সবুজ সংকতে পেয়েই তারেক রহমান দেশে আসছেন । আওয়ামি লিগের মাজা ভেঙে গেছে। উহা আগামি দশ বছরে দাড়াতে পারবে না । কোনো নেতা নেই দলে।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৬

মাথা পাগলা বলেছেন: লীগের অবস্থা ঐ বিএনপির বোমা হামলার পর ১৬ বছর নাইয়ের মতোই হয়েছে। লীগের পোলাপাইন এখনো বুকে আশা বেঁধে আছে। আপনার টেইক সঠিক হবার চান্স বেশি আবার ভারত হতেও পারে। তারেকের ২~৩ সপ্তাহের রিয়েকশন, কথা-বার্তায় অনেক কিছু বোঝা যাবে।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৫

সৈয়দ কুতুব বলেছেন: লীগের পোলাপাইন আশাহত হবে । লীগ পলিটিক্স টা করতে পারছে না ; ভুুল পথে পরিচালিত হইতেসে। জেন-জি লীগের পোলাপাইন বুঝতে পারছে না যে শেখ হাসিনার আর কোনো কারিশমা কাজে লাগবে না । তিনি একজন পরাজিত পলিটিশিয়ান । উনার পরিবার ও বেক করাতে পারবে না ।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৩৭

অপলক বলেছেন: তারেক জিয়া যদি সত্যিই ভারতের গ্রিন সিগন্যাল নিয়ে দেশে আসে, আর ভারতের হয়েই কাজ করে, তাহলে দলে দলে লীগপন্থী পোলাপাইন বিএনপিতে জয়েন করবে। মানে বিএনপির জয় নিশ্চিত।

লীগ + বিএনপি র পোলাপান এক হলে, বিএনপি অনেক ভাড়ি হবে। নির্বাচনের পর শুরুতে কিছু কিছু এলাকায় ইনকামের সোর্স ভাগাভাগি নিয়ে ঝামেলা হবে। তবে শেষ মেষ উভয় পক্ষের পোলাপাইনের কি হবে সেটা বিএনপি দেখবে না। চাঁদা কেমন জমা পড়ছে, কত মাল কামাই করা গেল/পাচার করা গেল, সেটাই দেখবে। এদেশে কেউ দেশ উদ্ধারে আসে না, আখের গোছাতে আসে।

ক্ষমতায় ফিরে আসার জন্যে ভারতের ব্লু প্রিন্ট না ফলো করা ছাড়া বিএনপির ২য় কোন পথ খোলা নেই। কারন দেড় বছরে বিএনপি আরও ইমেজ হারিয়ে ফেলেছে। আমার ধারনা, সুষ্ঠ সার্বজনীন ভোট হলে এবং ভারতের হাত না থাকলে, বিএনপি একক সংখ্যাগরিস্ট দল হিসেবে নির্বাচিত হবে না।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫০

সৈয়দ কুতুব বলেছেন: দেখা যাক ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:৫৮

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের রাজিনীতিতে অসংখ্য ক্লাউন ঢুকে গেছে । এরা বেশ বৈচিত্রপূর্ন ।

২৫ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:১১

সৈয়দ কুতুব বলেছেন: হা হা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.