নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মরে গেলে পঁচে যায় আর বেঁচে থাকলে বদলায়

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

বাশার আল আসাদের কাছে চলে যেতে চান খামেনি ।

০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:১৪


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে তেহরানের লাভিজান এলাকায় একটি ভূগর্ভস্থ বাংকারে আত্মগোপন করে আছেন। ২০২৫ সালের জুন থেকে তিনি এই বাংকারে অবস্থান করছেন, যেখানে তার পরিবারের সকল সদস্য ও পুত্র মোজতবা খামেনিও রয়েছেন। ৩৬ বছরের শাসনামলে প্রথমবারের মতো তিনি গুরুত্বপূর্ণ মুহাররম অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। নিরাপত্তার কারণে সব ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ করে দিয়ে শুধুমাত্র একজন বিশ্বস্ত সহকারীর মাধ্যমে নির্দেশনা দিচ্ছেন।

২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীরা "খামেনির মৃত্যু হোক" ও "ইসলামী প্রজাতন্ত্রের মৃত্যু হোক" স্লোগান দিচ্ছে। চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশত্যাগের একটি বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে ।

প্রতিবেদন অনুসারে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে ব্যর্থ হলে অথবা খামেনির প্রতি আনুগত্য হারালে তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন। এই বিকল্প পরিকল্পনায় তাঁর ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য এবং সর্বোচ্চ ২০ জনের একটি ক্ষুদ্র দল অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় রয়েছেন তাঁর পুত্র এবং সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনিও।গোয়েন্দা সূত্র জানায়, তেহরান ছেড়ে যাওয়ার জন্য খামেনি এবং তাঁর ঘনিষ্ঠ মহল একটি নির্দিষ্ট প্রস্থান পথ ইতিমধ্যে ঠিক করে রেখেছেন।

একই সঙ্গে বিদেশে রাখা সম্পদ, সম্পত্তি এবং নগদ অর্থ পরিচালনার বিষয়েও প্রস্তুতি চলছে, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদভাবে দেশত্যাগ সম্ভব হয় । প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের সাথে টানা ১২ দিনের সংঘর্ষের পর খামেনির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থার মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাঁকে অতিরিক্ত সন্দেহপ্রবণ বা 'প্যারানয়েড' নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা এই ধরনের বিকল্প পরিকল্পনা তৈরিতে তাঁকে প্রভাবিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিশ্লেষকদের মতে, আদর্শিকভাবে কঠোর হলেও বাস্তব পরিস্থিতি মূল্যায়নে খামেনি কৌশলগতভাবে বাস্তববাদী। দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য তিনি আপস এবং সমঝোতার পথ অবলম্বনে আগ্রহী—গোয়েন্দা বিশ্লেষণে এমন ভাবমূর্তিই ফুটে উঠেছে। ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাপক গণবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন দেশটির ক্ষমতার কাঠামো এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।


দ্য টাইমসের প্রতিবেদন: https://www.jugantor.com/international/1049416


মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৬ রাত ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাপক গণবিক্ষোভের
প্রেক্ষাপট কে তৈরী করেছে ???

.........................................................................................
এই পরিকল্পিত বিক্ষোভ সফল না হলে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে আসার সম্ভাবনা কতটুকু ?

০৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: খামেনিকে আমেরিকা ধরে নিতে পারবে না।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫২

খাঁজা বাবা বলেছেন: আপনি যা লিখেছেন তা ইজরাইলি প্রাপাগান্ডা

০৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: ৩৫ জন যারা মারা গেছে সবাই ইহুদিদের চর ছিলো। বলুন আলহামদুলিল্লাহ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫১

শ্রাবণধারা বলেছেন: এই মোল্লা বাশার আল আসাদের কাছে চলে গেলেই ভালো হবে।

ইরানের এই মোল্লারা ইসলামের এবং ইসলাম ধর্মাবলম্বীদের অনেক বড় ক্ষতি করেছে। সালমান রুশদির মাথার দামের ফতোয়া দিয়ে এই জানোয়ারেরা যে ইসলামের কতটা ক্ষতি করেছে, তা কল্পনাও করা যায় না।

০৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:০৮

সৈয়দ কুতুব বলেছেন: ইরান সিরিয়াতে মিলিশিয়া পাঠিয়ে আসাদ কে সহায়তার নামে সুননী মুসলিম নিধন করেছে ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৯

অগ্নিবাবা বলেছেন: ওকে আমার কাছেই পাঠানো হোক। বারাসাতে জায়গা তো আগেই কিনে রাখা আছে। মমতাপিসি নিজে ফুল-মালা দিয়ে বরণ করে নবনির্মিত বাবরি মসজিদের প্রধান খতিব বানিয়ে দেবেন—এতে আর আশ্চর্য কী!
ইসলাম–ইসলাম করতে গিয়ে ইরানের যে হাল হয়েছে, সেটা তো ইতিহাসই বলে দেয়। আর পশ্চিমবঙ্গের সর্বনাশ? সেটা মমতাপিসি অনেক আগেই সেরে রেখেছেন। কাজেই নতুন করে কারও কিছু করার নেই—ওনাকে আর বাড়তি কষ্টও করতে হবে না।

০৭ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ২:০২

সৈয়দ কুতুব বলেছেন: মানুষ বাসায় ভালো ভালো জিনিস এনে বাসাকে ভরে তুলে; আপনি খাল কেটে কুমির আনতে চাইছেন । বেশ ভালো।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রবাসী ইরানীরা অনেক আধুনিক।

০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৪

সৈয়দ কুতুব বলেছেন: ইরানের মানুষ ভালো কিনতু খোমেনি ভালো না।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: ইরানের মানুষ ভালো কিনতু খোমেনি ভালো না।
---------

খোমেনির সাথে আমার পরিচয় নেই।
হয়তো ফ্রান্সের মানুষ তাঁকে ভালো পায়।

০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২১

সৈয়দ কুতুব বলেছেন: যারা খোমেনিকে ভালো পায় এরা ভালো মানুষ হতে পারে না ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: মন্তব্য করা থেকে বিরত থাকিলাম।

০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৮

সৈয়দ কুতুব বলেছেন: আদার বেয়ারি হিসাবে ভালো কাজ করেছেন ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন: যারা খোমেনিকে ভালো পায় এরা ভালো মানুষ হতে পারে না ।
======================
খোমেনীর মানুষেরা আপনার বন্ধুকে সিরিয়ায় মেরেছে, এই কারণে?

০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩০

সৈয়দ কুতুব বলেছেন: আমি তো ভুলে গিয়েছিলাম যে আপনি আবার শিয়া মতবাদের মানুষ । ইরান শেখ হাসিনার সাপোরট নিয়েছিলো ২৪ সালের ইলেকশনের আগে রাশিয়ার সাথে মিলে।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই খবরের মূল লিঙ্ক হলো ইসরাইল পরিচালিত ইরান ইন্টারন্যাশনাল নামক একটা অনলাইন পত্রিকা। বোঝাই যাচ্ছে উহা মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে।

০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

সৈয়দ কুতুব বলেছেন: জি । যারা মারা গিয়েছে ইরানের সরকারি বাহিনীর গুলিতে সবাই ইয়াহুদির চর ছিলো।

১০| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




লেখক বলেছেন: আমি তো ভুলে গিয়েছিলাম যে আপনি আবার শিয়া মতবাদের মানুষ । ইরান শেখ হাসিনার সাপোরট নিয়েছিলো ২৪ সালের ইলেকশনের আগে রাশিয়ার সাথে মিলে।
====================================

মতবাদ-ফতবাদ বাদ দিন। আমি এসবের ধার ধারি না।

আপনার বন্ধু সিরিয়ার কি করছিলো?

০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৫

সৈয়দ কুতুব বলেছেন: সে সিরিয়ান নাগরিক । পেশায় ডাকতার ; তার ওয়াই ডাকতার । ইরানের মিলিশিয়ার ঘটনা সে আমায় পুরোপুরি খুলে বলেছিলো। তার সাথে অনলাইনে পরিচয় হয়েছিলো।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ২:৫৯

আলামিন১০৪ বলেছেন: আপনার কোষ্টকাঠিন্য কি ইদানিং বেড়েছে? নিয়মিত ইসবগুলোর ভুসি খান, আপনাকে নিয়ে আমরা চিন্তিত যেরকমটা আপনি খোমেনীকে নিয়ে...

০৮ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: খোমেনির কোষ্ঠকাঠিন্য বেড়েছে। আপাতত উহাকে নিয়ে চিন্তিত হন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.