নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জলন্ত-বিশ্ব

ভবের দুনিয়ায় মানুষ নিজেকেই নিয়ে ব্যস্ত... ...নিজের অজানা অনেক।

জলন্ত-বিশ্ব

Life is an exam... pass it...Allah is the judge ...also 'll give the prize........... Go ahead...look things...experience it...if good take it...

জলন্ত-বিশ্ব › বিস্তারিত পোস্টঃ

ইঞ্জিনিয়ারদের বিয়ে !

০৯ ই মে, ২০১২ সকাল ১১:০৭

# বিয়ে করার জন্য সবচেয়ে বেশি পাগল হয় ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। কারন, তাদের মাথার তার ছেড়া....

# বাসর রাতে সবচেয়ে ভালো পারফমেন্স করে মেকানিকাল ইঞ্জিনিয়ার। কারন তারা জানে কিভাবে যন্ত্র চালাইতে হয়....

# বিয়ের কিছু দিন পর ডিভোর্স নিয়া চিন্তা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার। কারন তাদের চিন্তা ভাবনা সব সময় লজিকাল.... ""

বিয়েটা বেশিদিন টিকে ও সুখি হয় হল সিভিল ইঞ্জিনিয়ারদের কারন তারা হিসাব নিকাশ করে তাদের ভবিষ্যত দাম্পত্য জীবনের ডিজাইন ও প্ল্যান করে



মন্তব্য ৫১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:১১

অনন্যমানুষ বলেছেন: আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার ?

০৯ ই মে, ২০১২ রাত ৮:০৬

জলন্ত-বিশ্ব বলেছেন: না, ইলেকট্রিক্যাল ।

২| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:১২

বাংলাদেশের বিবেক বলেছেন: বিয়ের কিছু দিন পর ডিভোর্স নিয়া চিন্তা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার। কারন তাদের চিন্তা ভাবনা সব সময় লজিকাল.... :-/ :-/ :-/ :-/ :-/

ডুবায়ে দিলেন ............ :P :P :P :P

৩| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:১৫

আসফি আজাদ বলেছেন: ooma! eikhanei shesh korle colbo? r engineer ra ki dosh korlo: chemical/naval/architect?? e sarao notun aro shakha proshakha ase, tarar biyar vbishot ki, jemun dhoren financial engineer...tobe beshi jante mon caitase Election Engineer-ra kemne ki kore:)

৪| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:১৭

ড্যাফোডিল বলেছেন: বিয়ে না করতেই ডিভোর্স নিয়ে কথাবার্তা......কোথায় যে যাই.....

৫| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:১৮

সবার প্রিয় বলেছেন: @বাংলাদেশের বিবেক আপনার সাথে সহমত........

আমগোরে এমনে ডুবানোর মানে কি.......?

আপনি মনে হয় সিভিল ইঞ্জিনিয়ার............ ভাই জান্নাতে জায়গা হৈবেক না কৈলাম........

৬| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:১৯

িবদ্রহী বলেছেন: আপনি কি নাভানার সিভিল ইঞ্জিনিয়ার ?????
আপনি কি নাভানার সিভিল ইঞ্জিনিয়ার ?????
আপনি কি নাভানার সিভিল ইঞ্জিনিয়ার ?????
আপনি কি নাভানার সিভিল ইঞ্জিনিয়ার ?????
আপনি কি নাভানার সিভিল ইঞ্জিনিয়ার ?????
আপনি কি নাভানার সিভিল ইঞ্জিনিয়ার ?????

০৯ ই মে, ২০১২ রাত ৮:০৭

জলন্ত-বিশ্ব বলেছেন: এটা শুধুমাত্র মজা করার জন্য।

৭| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:২০

sumon3d বলেছেন:
চিন্তা নাইক্যা। আমি মেকানিক্যাল..... :P :P :P

৮| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৩০

দূরের পথিক বলেছেন: সিভিল ইঞ্জিনিয়ারদের বিয়ে স্থায়ী, টেকসই ও মজবুত হয়। তাই তারা বিবাহিত জীবনে সুখী হয়! :)

৯| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৩২

মাথাল বলেছেন: বাহ! বাহ!! বেছে গেলুম, বিয়ের পরের জীবনটা তাহলে সুখেরই হবে। :)

১০| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৩৪

তিক্তভাষী বলেছেন: # পরকীয়ায় পারঙ্গম হয় মেরিন ইঞ্জিনীয়ার। কারণ তারা জানে কিভাবে ডুবে ডুবে জল খেতে হয়...!

১১| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৩৫

রিদুয়ান বলেছেন: বিয়ের কিছু দিন পর ডিভোর্স নিয়া চিন্তা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার। B:-/ কারন তাদের চিন্তা ভাবনা সব সময় লজিকাল. /:)
বিয়া না করার আগে মাথায় চিন্তা ভরে দিলেন :(

১২| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৩৮

আলী খান বলেছেন: বিয়েটা বেশিদিন টিকে ও সুখি হয় হল সিভিল ইঞ্জিনিয়ারদের, কারন তারা হিসাব নিকাশ করে তাদের ভবিষ্যত দাম্পত্য জীবনের ডিজাইন ও প্ল্যান করে।

সিভিল ইঞ্জিনিয়ার কাম কমিশন ইঞ্জিনিয়ার, তাই এত সুখ।

১৩| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৩৯

রাফা বলেছেন: আর সব কিছু মাথার উপর দিয়ে চলে যায় এ্যারোনটিকেল ইন্জিনিয়ারদের।,

১৪| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৩৯

নদ বলেছেন: ভাই আমি তো ৩ নম্বর টা । অথচ, এখনও বিয়াই করিনাই । আমি কি করুম এখন ????

১৫| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৪১

আলী খান বলেছেন: মাথাল বলেছেন: বাহ! বাহ!! বেছে গেলুম, বিয়ের পরের জীবনটা তাহলে সুখেরই হবে। :

বি: দ্র: সিভিল ইঞ্জিনিয়ার কাম কমিশন ইঞ্জিনিয়ার, তাই এত সুখ।

১৬| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৪৮

খালি ব্যান খাই বলেছেন: আর আম্রা কি ভোদাই... আমরা ইঞ্জিনিয়ার না বইলা কি আমাদের কপালে বিয়া নাই......

০৯ ই মে, ২০১২ রাত ১০:২৩

জলন্ত-বিশ্ব বলেছেন: অবশ্যই আছে। আপনাদেরও হয়তো এমন কিছু আছে ।তা আপনারাই উল্লেখ করেন না !

১৭| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৪৯

মো: আবু জাফর বলেছেন: দারুন দিলেন বাই

১৮| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৪৯

আমি ভাল মানুষ বলেছেন: ভিল ইঞ্জিনিয়ারদের বিয়ে স্থায়ী, টেকসই ও মজবুত হয়। তাই তারা বিবাহিত জীবনে সুখী হয়! :

বাহ খুশি হলাম :D :D :)

১৯| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৫০

bhondoami_nostotumi বলেছেন: প্রোগ্রামারদের ইজ্জত পুরাই মেরে দিয়েছেনরে ভাই.... :( :( X( X( X(

২০| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৫৪

শরীফ জাকের বলেছেন: জীবনের হিসাব-নিকাশ প্ল্যান-ডিজাইন করতে করতে অনেক সিভিল ইঞ্জিনিয়ারের জীবনে বিয়েই জুটেনা । আবার অনেকে ভবিষ্যত জীবনে নারির প্রভাব চিন্তা করে বিয়ের কথা ভাবতেই পারেনা ।

২১| ০৯ ই মে, ২০১২ সকাল ১১:৫৫

লিন্‌কিন পার্ক বলেছেন: =p~ :-P =p~ :-P =p~ :-P

২২| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:০৩

ফারহান আহমেদ বলেছেন: আপনার নিচের টাওয়ার টা সরি নিজ কম্পিউটার পাওয়ার সাপ্পাই কাটিয়া দীম আমাদের নামে ডুবান এর জন্য
X(( X(( X(( X(( X((

২৩| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অন্য পেশার লোকেরা কি করবে?

ধরেন কেউ যদি ডাক্তার কিংবা কবিরাজ হয় ।

কিংবা পেশায় কেউ যদি হয় ছিচকে চোর বা পকেটমার?


পোস্টে ++++

০৯ ই মে, ২০১২ রাত ৮:০৭

জলন্ত-বিশ্ব বলেছেন: এগুলোও আসবে আগামীতে।

২৪| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:০৫

ফারহান আহমেদ বলেছেন: শরীফ জাকের বাহঃ বাহঃ

২৫| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:০৮

কলিকাতা হারবাল কেয়ার বলেছেন: ভাই, আমি আছি না। কলিকাতা হারবাল কেয়ার। সবাইগোরে ঠিক কইরা দিমু।

২৬| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:১০

টনি বলেছেন: খালি ব্যান খাই বলেছেন: আর আম্রা কি ভোদাই... আমরা ইঞ্জিনিয়ার না বইলা কি আমাদের কপালে বিয়া নাই...... :-/ :-/ :-/ :-/

২৭| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:১৬

মাটি বিডি বলেছেন: বিয়ে করার জন্য সবচেয়ে বেশি পাগল হয় ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। কারন, তাদের মাথার তার ছেড়া.... ;) ;) ;) ;)

২৮| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:১৮

তাজহারুল বলেছেন: বিয়া না করার আগে মাথায় চিন্তা ভরে দিলেন

২৯| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৩১

েমা খােদমুল ইসলাম বলেছেন: শরীফ জাকের বলেছেন: জীবনের হিসাব-নিকাশ প্ল্যান-ডিজাইন করতে করতে অনেক সিভিল ইঞ্জিনিয়ারের জীবনে বিয়েই জুটেনা । আবার অনেকে ভবিষ্যত জীবনে নারির প্রভাব চিন্তা করে বিয়ের কথা ভাবতেই পারেনা ।

৩০| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৩৩

রাহিক বলেছেন: সোশ্যাল ইঞ্জিনিয়ারদের কি অবস্থা তাহলে ?

৩১| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৩৫

মোসাফির বলেছেন: সিভিল ইঞ্জিনিয়ার মানে : ইট-বালি-লোহা-সিমেন্ট-পিচ ডালা রাস্তার কালো পিচ চোর আর অশিক্ষিত কামলার মতো রাস্তা/ব্রিজ বানানোর সময় রাস্তা/ব্রিজের মাপযুকের হিসাব নিকাসের সময় ভুল করা। আর কেউ কেউ ভদ্রলোকের মতো ঘুষ না খাইলেও কমিশন-টমিশন খায়। সারা দেশে যে পরিমান চুরি-চামারি-ঘুষ-টুষের কাজ কারবার হয় তার ৮০% ই সিভিল ভাইয়েরা করে। আমার এক ক্লোজ দুস্ত আছে রোডস এন্ড হাইওয়ে চাকরি করে শালায় ১৫/২০ হাজার টাকা বেতন পায় কিন্তু ৫ বছরেই ৪০ লক্ষ্য টাকার বাড়ি কিনতেছে।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার : ভালোর ভালো খারাপ হলে শর্ট সার্কিটের মতো ঘর-সংসার সব জ্বালিয়ে দেয়। তাই তাদের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারদের মতো এসি রুমে কাজ করার সুপারিশ করছি।

কম্পিউটার ইঞ্জিনিয়ার : সারা দিন পোগ্রামীং নিয়া মাথা ঘামায়। বেশি থেকে বেশি কম্পিউটার নামক যন্তটার নিকট থেকে বিরামহীন ভাবে সার্ভিস নেয় কিন্তু আল্লাহ সর্বশ্রেষ্ট সৃষ্টি মানুষের কোনো ক্ষতি করে না।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার : যন্ত্রতন্ত্র নিয়ে যাদের জীবন-যাপন তারা মানুষের দুঃখ কম বুঝবে কেমনে? তবে ইঞ্জিনিয়ারিংয়ের মাদার সাবজেক্ট হিসাবে সব চাইতে ভালো ছাত্রদের পড়া দরকার হলেও পরে অ-পে-ক্ষা কৃত দুর্ভল ছাত্ররা। তবে লোক ভালো। ঘুষ-টুস মনে হয় কম খায়।

মেরিন ইঞ্জিনিয়ারঃ জীবনটাইতো সাগরের বুকে কাটিয়ে দেয়। সাগরের স্নিগ্দ বায়ুই তাদের জীবন সঙ্গী। ঘরের বউকে তো আর সব সময় কাছে পায় না । তাই আঙ্গুল ফল টক আরকি।

৩২| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৪০

অনুপম বলছি বলেছেন: মজা পাইলাম =p~

৩৩| ০৯ ই মে, ২০১২ দুপুর ১২:৫৬

লর্ড কার্জন বলেছেন: ইন্ড্রাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা বিয়ের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে।
কমিউনিকেশন ইঞ্জিনিয়াররা বউকে পাশ কাটিয়ে অন্যের সাথে সুন্দর কমিউনিকেশন চালিয়ে নিতে পারে।
কেমিক্যাল ইঞ্জিনিয়াররা বউকে সুখী করতে পারে না, কারণ তারা কেমিক্যাল নিঃসরণ নিয়ে বেশি চিন্তিত থাকে।

৩৪| ০৯ ই মে, ২০১২ দুপুর ১:৪১

আহসান২০২০ বলেছেন: আমার বউ যদি ৩ নম্বরটা পড়ে, তাইলে আজকে নিশ্চিত কপালে ঝাড়ু আছে আমার। এইডা একটা কাম করলেন মিয়া ভাই, মনের কথাডা প্রকাশ কইরা দিলাইন। অহন আমারে কেডা বাচাইবো কইনচান দেহি??

অটোমোবাইল ইন্জিনিয়াররা বাসর রাইতেই এক্সিডেন্ট ঘটায়, কারণ তারা ঝুকি নিয়ে কাজ করে।

পাওয়ার ইন্জিনিয়ার রা বিয়ের এক সপ্তাহেই কাইত। চাহিদা ও বিরোধী দলের দাবী অনুযায়ী বেশী পাওয়ার প্রডিওস করতে গিয়া আয়ু কমে যায়।

০৯ ই মে, ২০১২ রাত ১০:৩১

জলন্ত-বিশ্ব বলেছেন: আপনাদেরগুলোও অ্যাড করে পোস্ট দিচ্ছি।

৩৫| ০৯ ই মে, ২০১২ দুপুর ১:৪৭

~মাইনাচ~ বলেছেন: আমিতো কোনটাতেই পড়লামনা। এখন আমার কি হপে ?? B:-) :((

৩৬| ০৯ ই মে, ২০১২ দুপুর ২:৩৮

আশফাক সফল বলেছেন: "বিয়ের কিছু দিন পর ডিভোর্স নিয়া চিন্তা করে কম্পিউটার ইঞ্জিনিয়ার"....এখন আমার কি হপে ??

৩৭| ০৯ ই মে, ২০১২ বিকাল ৩:৫৯

ঘুমন্ত আমি বলেছেন: অস্তাদ কি ম্যাকানিক্যাল ইন্জিনিয়ার নাকি !

৩৮| ০৯ ই মে, ২০১২ বিকাল ৪:৫০

দাদাজী বলেছেন: হায় !!! :| কম্পিউটার ইঞ্জিনিয়ার | -) :(( :(

৩৯| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১৪

অমানুষ বলেছেন: sumon3d বলেছেন:
চিন্তা নাইক্যা। আমি মেকানিক্যাল..... =p~ =p~ =p~ =p~ =p~


বি: দ্র: সিভিল ইঞ্জিনিয়ার কাম কমিশন ইঞ্জিনিয়ার, তাই এত সুখ।

৪০| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:২৬

রিপালসিভ কোডার বলেছেন: লজিকাল হলেই যে ডিভোর্স নিয়া চিন্তা করবে এইটা ঠিক লজিকাল না ! কম্পিউটার ইঞ্জিনিয়াররা ভালো প্রব্লেম সলভ করতে পারে, সো, বিয়ের পর তাদের সুখী লাইফ হওয়ার চান্সই বেশি। আই মিন হ্যাপী এন্ডিং ...

৪১| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

মুনসী১৬১২ বলেছেন: :)

৪২| ০৯ ই মে, ২০১২ রাত ৮:২১

মাছুম হোসেন বলেছেন: ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কই ???????????

০৯ ই মে, ২০১২ রাত ১০:১৮

জলন্ত-বিশ্ব বলেছেন: ইলেকট্রিক্যালের মধ্যেই।

৪৩| ০৯ ই মে, ২০১২ রাত ১০:২৯

জেমস বন্ড বলেছেন: ভাই আমি তো কেমেস্ট্রির ফুডিং ইঞ্জিন :P :P :P

আমার কি হপে ;) ;) ;)

১০ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:১৫

জলন্ত-বিশ্ব বলেছেন: তাইতো ভাবছি।

৪৪| ১০ ই মে, ২০১২ সকাল ৯:৩২

আহসান২০২০ বলেছেন: জেমসবন্ড না প্রাইজবন্ড ভাই, আপনি খালি খাইবেন আর ঘুমাইবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.