নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই হয়নি মর্মে জানা/ \"জানি জানি\"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

মাস্টারদা

মানুষ হয়ে জন্মানোর মর্যাদাবোধের খোঁজে,,,,,

মাস্টারদা › বিস্তারিত পোস্টঃ

খাতক

০৪ ঠা এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১৮



'কী ধরেছে ছিপের ডগায়?'
দেখতে গিয়ে হঠাৎ-
পায়ের তলে চাপ লেগে, ভাই,
কিচ্ছু একটা মটাৎ!
'কী হলো' --তাই দেখতে গিয়ে,
কাদায় পড়ে, "ও কী!"
পা দেখিয়ে জোর চেঁচিয়ে--
হাঁউ মাঁউ হাউ__ গড়গড়িয়ে
কাঁদছে কোলায়; সে কী!

'পা ভেঙেছে, পা ভেঙেছে,
কর'ছে ভেঙে গুঁড়ো।'

মড়-কান্নায় করলে কেঁদে
হাজার মানুষ জড়ো।
'মা, ও গো মা, গেলাম মা গো।'
কান্না বাবা সে কী!
এই গেল হুঁশ, ওই ফেরে জ্ঞান,
এই গেল প্রাণ পাখি?
ঢালে কেহ পানি মাথায়,
তিরষ্কারে বিঁধে, শাসায়,
'..দেক্কে চলে না!
কচি ঠ্যাঙ ভাঙছে ব্যাঙের
কী হবে তার ক্ষেত-খামারের,
বিয়ে হবে না।'



কেউ বলে, 'ভাই, সদরে যাও,
নতুন একটা কিডনি লাগাও
লিভার কিনতে পারো,
চোখের ওষুধ নাই যদি খাও
বিয়ের আশা বাদ দিয়ে দাও
আটকে দমে মরো।'

এই শুনে ব্যাঙ
ফের অজ্ঞান
আর ফেরে না হুঁশ,
ক্ষণিক ভুলে কী মুসিবত
অসাবধানের কত্তো বিপদ!
শান্তি পুড়ে তুষ।


জ্ঞানী জনে শুনে-সমঝে
রুগী নিয়ে যেতে গঞ্জে
ফের ফেলেছি পা,
পায়ের নিচে "মড় মড় মড়"
ভাঙল বুঝি ছ'-সাত হাড়
সবাই চেয়ে থ!
পথে পড়ে পাটখড়ি কুছ
ভাঙছে তায় পায় লেগে ঠুস
বুঝছি এতোক্ষণে,
ব্যাঙ ছিল তো ওই ওধারে
ওর ক্যামোনে পা ভাঙে রে
ভাঙার শব্দ শুনে?
গুয়ে মাছির গান শুনে ভাই
মা মরেছে __কেঁদে ভাসাই
ডেকে দেখি না!
এমনি করে পরের জ্ঞানে
র‌ইব গোলাম যতদিনে
দুঃখ যাবে না।


পড়তে বসে এমনি করে এসব চলে অকাজ। যা আসে তাই দেই গুঁজে, খুঁজি পাই যা আশপাশ। এ যেন ঝোলার মাঝের অফুরানকে অকাতরে বিলিয়ে খুড়ানো আনন্দ।
প্রথম ছবিটা ছবি-আঁকার আলসেমিতে নেট থেকে পেড়ে ধুয়ে মুছে করেছি সুনন্দ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: খাতক শব্দটা আমার কাছে নতুন, এটার মানে কি মাষ্টার ভাই?

০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ৮:৩০

মাস্টারদা বলেছেন: ঋণী, যে চড়া সুদে ধার নেয় মহাজন থেকে কোনো কিছু বন্ধক রেখে।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ৯:১৩

জনারণ্যে একজন বলেছেন: চমৎকার ছড়া! উইট এবং হিউমার এর দারুন এক মিশেল। এবং শেষে আছে অসাধারণ এক মেসেজ। সুকুমার রায় এর কথা মনে পড়ে গেলো।

ধন্যবাদ আপনাকে ছড়াটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ও হ্যাঁ, খুব সুন্দর হ্যান্ডরাইটিং আপনার। ছোটবেলায় আমার এই একই অভ্যাস ছিল। পড়তে বসলেই, বই-খাতায় হাবি-জাবি সব লিখতাম, আঁকতাম। মাঝে মাঝে ভাবি, সেই পুরোনো বই-খাতাগুলি যদি আবার ফিরে পেতাম!

শৈশব-কৈশোর ফিরে পাওয়ার অক্ষম এক প্রচেষ্টা আর কি।

০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৬

মাস্টারদা বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

শাহ আজিজ বলেছেন: ছড়ার মুল সুর অসাধারন ভাবে বজিয়ে রেখেছেন । ভাল লেগেছে ।

০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৬

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৪| ০৫ ই এপ্রিল, ২০২৪ সকাল ১০:০৪

এম ডি মুসা বলেছেন: রম্য রচনা ভালো লেগেছে

০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৬

মাস্টারদা বলেছেন: ধন্যবাদ

৫| ০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ এমন স হজ অর্থটা আমি জানতাম না???

০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৭

মাস্টারদা বলেছেন: এমন হয় মাঝেমধ্যে।

৬| ০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৯

ভগবান গণেশ বলেছেন: ছড়াটা ভালোই হয়েছে। কিন্তু ছন্দপতন হয়েছে কি একটু!

০৭ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৫

মাস্টারদা বলেছেন: তা একটু হয়েছে বোধহয়, পেনাল্টিমেট স্তবকে। শেষ দু'স্তবক একটানে লেখা, এ কারণে বোধহয়।
ভালো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.