নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"জব ইন্টারভিউ এবং আপনার ব্যাক্তিত্বের একটি টেস্ট"

০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৭



জব? সোনার হরিণ? সোনার হরিণ হোক আর যাই হোক সবার লক্ষ্য কিন্তু এই হরিণকে নিজের অধীন করা। সবার একটাই প্রশ্ন শোনা যায় ভাই ইন্টারভিউতে কি কি জিজ্ঞাস করে বা কি টাইপ টেস্ট নেয়? এক একজনের উত্তর এক একরকম। তবে রেপুটেড কম্পানিতে আপনাকে নিম্নের পরীক্ষাটি দিতেই হবে। এই টেস্টটি সবাই ডক্টর_ফিলস_টেস্ট নামে চিনে থাকে। চলুন দেখে নেওয়া যাক টেস্টটা কেমন?

ডক্টর_ফিলস_টেস্ট , যেটার মাধ্যমে কম্পানি আপনার ব্যক্তিসত্ত্বার উপর একটা ধারণা পেয়ে যায়।
আজকাল অনেক জব সেক্টরেও এই টেস্ট করে আপনার সম্পর্কে ধারণা নেয়।

এখানে প্রশ্নকর্তা আপনাকে ১০ টা প্রশ্ন দিবেন, সাথে কিছু উত্তর দিবেন। উত্তর মিলিয়ে শেষে দেয়া নাম্বার থেকে আপনি আপনার স্কোর জানতে পারেন।

ডক্টর ফিলস এই টেস্টে পেয়েছিলেন ৫৫।
তিনি অপ্রাহ উইনফ্রে এর উপর এই টেস্ট করেন, তিনি পেয়েছিলেন ৩৮।

তবে এই টেস্টে অংশগ্রহণ করতে হলে, আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হল আপনি অতীতে কেমন ছিলেন সেটা ভুলে যান, আপনি বর্তমানে কোথায় কেমন আছেন, সেটাই মুখ্য বিষয়।

নিচে সেই দশটি প্রশ্ন ও কিছু উত্তর দেয়া আছে। আপনার উত্তর মিলিয়ে নিন।
শেষে আপনার উত্তরের জন্য যে নাম্বারিং করা আছে, সেখান থেকে আপনার স্কোর কত তা দেখে নিন।
এবং কত স্কোরিং এ একজন মানুষ আপনাকে কীভাবে মূল্যায়ন করবে, তাও জেনে নিন।


প্রশ্নসমূহঃ
১। আপনি কোন সময়ে নিজেকে সবচেয়ে সুখী অনুভব করেন?
ক) সকালে
খ) বিকাল ও সন্ধ্যার মাঝামাঝি সময়ে।
গ) মধ্যরাতে।
.
২। আপনি সাধারণত কীভাবে হাঁটেন?
ক) দ্রুত, বড় বড় পায়ে।
খ) দ্রুত, ছোট ছোট পায়ে।
গ কম দ্রুত, মাথা উঁচু করে চারপাশের প্রকৃতি দেখে।
ঘ) কম দ্রুত, মাথা নিচু করে।
ঙ) খুবই আস্তে।

৩। আপনি কারো সঙ্গে কথা বলার সময়-
ক) দুই হাত বুকের উপর গুটিয়ে রাখেন।
খ) দুই হাত হ্যান্ডশেক এর মতো করে বা মুষ্টিবদ্ধ
করে রাখেন।
গ) একহাত বা দুই হাত আপনার হিপে রেখে বা
পকেটে ঢুকিয়ে রাখেন।
ঘ) যার সাথে কথা বলছেন, তাঁকে স্পর্শ করে কথা বলেন।
ঙ) আপনার হাত দিয়ে আপনার কান, ত্বক বা মাথায় স্পর্শ করে কথা বলেন।

৪। আপনি যখন বিশ্রাম নেন, তখন যেভাবে বসে
থাকেন-
ক) দুই হাঁটু ভাজ করে মুখের সামনে এনে বসেন।
খ) দুই পা কোনাকোনিভাবে মাটিতে রেখে বসেন।
গ) পা দুটো সোজা সামনের দিকে দিয়ে বসেন।
ঘ) এক পা ভাজ করে অন্য পা সোজা করে বসেন।

৫। যখন কোনো কিছু আপনাকে সত্যিকারের আনন্দ দেয়, তখন আপনি;
ক) জোরে হাসি দিয়ে স্বাগত জানান।
খ) অল্প শব্দ করে হাসি দেন।
গ) আপনি নীরব থাকেন!
ঘ) মুচকি হাসি দেন।

৬। আপনি যখন কোনো পার্টিতে উপস্থিত হন, তখন,
ক) সবাইকে ওয়েলকাম করে ভিতরে প্রবেশ করেন।
খ) নীরবে প্রবেশ করেন, এবং পরিচিত কাউকে
খোঁজেন।
গ) নীরবে প্রবেশ করে এক কোনায় একা দাঁড়িয়ে
থাকতে পছন্দ করেন।
.
৭। আপনি কোনো কাজে অনেক বেশি মগ্ন, হঠাৎ
কেউ আপনাকে নক করলে,
ক) আপনি তাকে স্বাগত জানান।
খ) আপনি খুবই রেগে যান
গ) মাঝে মাঝে স্বাগত জানান, মাঝে মাঝে রেগে
যান।

৮। আপনার পছদের রঙ কোনটি?
ক) লাল অথবা কমলা
খ) কালো
গ) হলুদ অথবা হালকা নীল।
ঘ) সবুজ
ঙ) গাঢ় নীল অথবা বেগুনী
চ) ধূসর অথবা বাদামী।

৯। রাতে ঘুমানোর আগে আপনি কীভাবে বিছানায় শুয়ে থাকেন?
ক) সোজা হয়ে।
খ) উপুর হয়ে।
গ) একপাশে কাত হয়ে।
ঘ) একহাতের উপর মাথা রেখে।
ঙ) মাথা বালিশের নিচে রেখে।

১০। আপনি প্রায়ই কীরকম স্বপ্ন দেখেন?
ক) আপনি কোনো কিছু থেকে পড়ে যাচ্ছেন।
খ) আপনি কারো সাথে মারামারি করছেন বা
পালিয়ে বেড়াচ্ছেন।
গ) আপনি কাউকে খুঁজছেন।
ঘ) আপনি উড়ছেন বা ভাসছেন।
ঙ) আপনি স্বপ্ন দেখেন না বললেই চলে।
চ। আপনি সবসময় আনন্দের স্বপ্ন দেখেন।

নাম্বারসমূহঃ
১। ক=২, খ= ৪, গ=৬
২। ক= ৬, খ= ৪, গ= ৭, ঘ= ২, ঙ=১
৩। ক=৪, খ=২, গ=৫, ঘ=৭, ঙ=৬
৪ ক=৪, খ=৬, গ=২, ঘ=১
৫। ক=৬, খ= ৪, গ=৩, ঘ=৫,
৬। ক=৬, খ=৪, গ=২
৭। ক=৬, খ=২, গ=৪
৮। ক=৬, খ=৭, গ=৫, ঘ=৪, ঙ=৩, চ=২
৯। ক=৭, খ=৬, গ=৪, ঘ=২, ঙ=১।
১০। ক=৪, খ= ২, ঘ=৩, ঘ=৫, ঙ=৬, চ=১।
আপনার স্কোর যখন ৬০ এর উপরে, তখন অন্যরা আপনাকে জানবে আপনি আত্মকেন্দ্রিক, আপনি ডমিন্যান্ট করতে পছন্দ করেন। আপনি প্রশংসিত হবেন, কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য হবেন না। আপনার সাথে কেউ ঘনিষ্ঠ হতে অনেক দ্বিধায় ভুগবে।

আপনার স্কোর যখন ৫১-৬০, তখন অন্যরা আপনাকে জানবে আপনি একজন আকর্ষণীয়, প্রাণবন্ত, আবেগী, ব্যক্তিত্বসম্পন্ন, দলনেতা, দূরদর্শী, যেকোনো কিছুর সিদ্ধান্ত অনেক তাড়াতাড়ি নিতে পারেন, সেটা ভুল হোক আর ঠিক হোক। আপনি সাহসী, অ্যাডভেঞ্চারপ্রিয়, আপনার সঙ্গ পেতে সবাই পছন্দ করবে।

আপনার স্কোর যখন ৪১-৫০, তখন অন্যরা আপনাকে জানবে আপনি সতেজ, জীবনঘনিষ্ঠ, সুন্দর, বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু, সুবিবেচক, মানুষকে সাহায্য করতে পছন্দ করেন।

আপনার স্কোর যখন ৩১-৪০, তখন অন্যরা জানবে আপনি বিচক্ষন, সতর্ক, যত্নশীল, বাস্তববাদী, চালাক, মেধাবী এবং বিনয়ী। আপনার সাথেই সহজে একজন বন্ধুত্ব করে ফেলবে। আপনি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলবেন, কিন্তু কেউ আপনার বিশ্বাস ভাঙলে তাঁকে আর কখনোই বিশ্বাস করতে পারবেন না।

আপনার স্কোর যখন ২১-৩০, তখন অন্যরা জানবে আপনি বিরক্তিকর এবং ব্যস্ত। আপনাকে সবাই অত্যন্ত কৌশলী বলেই জানবে। আপনি প্রতিভাবান নন, কিন্তু উদ্যমী।

যখন আপনার স্কোর ২১ এর নিচে, তখন অন্যরা জানবে আপনি অনেক লাজুক, নার্ভাস, সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। কেউ আপনাকে শুধুই বিরক্তির উপকরন হিসেবে দেখবে। ব্যক্তিগত জীবনে আপনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হবেন।

তথ্যসুত্রঃ ইন্টারনেট

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল লেখাটা।

১০ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৪

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে, এই ভালোলাগার অনুভুতিটা শেয়ার করার জন্য।

২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪১

অর্থনীতিবিদ বলেছেন: চমৎকার। পোস্টটি পড়তে পড়তে আমার ব্যক্তিত্বের একটি টেস্ট নিয়ে ফেললাম। ধন্যবাদ।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:০৯

মামুন রেজওয়ান বলেছেন: টেস্টের ফলাফল জানতে আগ্রহ সৃষ্টি হচ্ছে।

৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্কোর - ৫২
যা লেখা আছে তার অধিকাংশের সাথে মিল নেই আমার...

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৯

মামুন রেজওয়ান বলেছেন: তাই নাকি ! এত পরীক্ষিত একটা থিওরী এভাবে ফেল মেরে গেল! তবে ব্যাতিক্রম হতেই পারে।

৪| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:১১

রসায়ন বলেছেন: ওয়াও। আমি নিজের স্কোর যাচাই করে দেখি।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৯

মামুন রেজওয়ান বলেছেন: দেখুন এবং এই টেস্টের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান।

৫| ০৭ ই জুলাই, ২০১৮ রাত ১২:২৫

শৈবাল আহম্মেদ বলেছেন: ১ থেকে ১০ পর্যন্ত যতগুলো অপশন রয়েছে তার সবগুলোই আমার ভেতরে রয়েছে-সেটা পরিবেশ,পরিস্থিতি,সময়,ব্যক্তি বিশেষ ও যুক্তির উপর ভর করে হয়ে থাকে বা করে থাকি।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৩

মামুন রেজওয়ান বলেছেন: অদ্ভুত কথা বললেন ভাই। আপনি সাধারনত ঘুমান কিভাবে , সাধারনত হাঁটেন কিভাবে সব অপশনই আছে? মানে আপনি সাধারনত জোরেও হাঁটেন আবার সাধারনত আস্তেও হাঁটেন? এইজন্য এখানে পরিবেশ বা পরিস্থিতিতে না বলে সাধারনত ব্যবহার করা হয়েছে।

৬| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: পড়লাম।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৪

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ দিয়ে আর ছোট করতাম না। আপনিতো আমার নিয়মিত পাঠক। আপনার সাথে খোশ গল্প করা যেতে পারে।

৭| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২২

রায়হান চৌঃ বলেছেন: ৩৯

১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৫

মামুন রেজওয়ান বলেছেন: তাহলে স্কোর অনুসারে আপনার একটা বৈশিষ্ঠ্য সহজে বন্ধুত্ব করে ফেলা। তবে এই বন্ধুত্বটা আমার সাথে নয় কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.