নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"একটু ভিন্ন ধরনের Quality Time"

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৩



চিত্রঃ গুগল

হঠাৎ করে একটা শব্দ মাথার ভিতর ঘুরঘুর করছে। শব্দটা হল Quality Time.

কী এই কোয়ালিটি টাইম? এই শব্দটি বর্তমানে পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে উন্নত দেশগুলোতে এমনকি আমাদের দেশেও শুনতে পাওয়া যায়। আসলে কোয়ালিটি টাইম বুঝতে হলে আমাদেরকে আগে পরিবারে একজন মায়ের ভুমিকা সম্পর্কে জানতে হবে। একজন মায়ের মূল কাজ সংসার সামলানো, সন্তান দেখাশোনা করা, স্বামীর দেখাশোনা করা। পশ্চিমা দেশগুলোতে এই দায়িত্বগুলোকে প্রাধান্য না দিয়ে নারীর সাবলম্বী হওয়াকে বেশী গুরুত্ব দেওয়া হয়। আর সাবলম্বী হওয়ার পন্থা হিসাবে সংসারে পিতার পাশাপাশি মাও চাকরীতে চলে যায়। ফলে সন্তানকে দেওয়ার মত সময় থাকে না। এই সমস্যা দূর করার জন্য তারা কিছু সময় সন্তানের জন্য বরাদ্দ করতে বলে আর এটাই কোয়ালিটি টাইম নামে পরিচিত।

আলহামদুলিল্লাহ ইসলাম নারীদেরকে (প্রয়োজন ছাড়া) উপার্জনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। ফলে পরিবারের মায়ের পুরো সময়টায় কোয়ালিটি টাইম। ইসলাম যেমন একজন মাকে তার সন্তানের জন্য আলাদা করে কোয়ালিটি টাইম নির্দিষ্ট করে দেয়নি, তেমন সন্তানকে তার মায়ের জন্য আলাদা করে মা দিবস নির্দিষ্ট করে দেয়নি। একজন মায়ের কাছে তার সন্তান যতদিন জীবিত আছে ততদিনই তার সন্তানের জন্য পুরো সময়টা কোয়ালিটি টাইম ঠিক একইভাবে একজন সন্তানের কাছে তার প্রত্যেকটা দিবসই মা দিবস।

এবার আসি গুরুত্বপূর্ণ একটা কথায়। যেই আল্লাহ আমাদের লালনপালনের জন্য আমাদের মাকে তার (মায়ের) পুরো টাইমটা কোয়ালিটি টাইম হিসাবে নির্বাচন করতে নির্দেশ দিলেন, সেই আল্লাহর জন্য আমাদের কতটুকু সময় রয়েছে? পাঁচ ওয়াক্ত নামাযের সময়টা কি আমরা দিতে পারছি? তারউপর আল্লাহতো নিজেও সর্বক্ষণের পাশাপাশি কিছু কিছু সময় কোয়ালিটি টাইম হিসাবে নির্বাচিত করে দিয়েছেন। যেমন মাঝরাতের তাহাজ্জুদের সময়টা।
একটা বিষয় কিন্তু ঠিকই আমরা মেইনটেইন করি। সেটা হল রাত ১২টা বাজলেই গার্লফ্রেন্ডকে দেওয়া কোয়ালিটি টাইম আমরা যেভাবেই হোক ম্যানেজ করি। সেটা ছাদে গিয়ে হোক কিংবা বাসা থেকে হাঁটতে বের হওয়ার নাম করে হোক। আমরা কি এমন করতে পারি না যে, রাতের মিনিমাম একটা ঘন্টা শুধুমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা। খুবই একান্তে, খুবই গোপনে। যেখানে শুধু থাকব আমি আর আল্লাহ। সিজদায় অবনত হব, পূর্বের পাপের জন্য অশ্রুস্নাত হব, জান্নাতের আশায় ব্যাকুলতা প্রকাশ করব, যা শুধু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা দেখবেন। হতে পারে এটা বাসার ছাদে কিংবা বাড়ির পাশে মসজিদের বারান্দায়। চলুন না পাঁচ ওয়াক্ত নামাযের পাশাপাশি ঘুম থেকে উঠে মাঝরাতে আল্লাহর সাথে সাক্ষাতের এই অপূর্ব অফার গ্রহন করি।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩০

শাহারিয়ার ইমন বলেছেন: পশ্চিমা যা করবে তাই আমাদের করতে হবে নাকি ?

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

মামুন রেজওয়ান বলেছেন: পোস্টটি পড়েছেনতো সম্পূর্ণ?

২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

ডার্ক ম্যান বলেছেন: আপনার পোষ্টের মর্মার্থ বুঝতে পেরেছি

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভাল থাকার চেষ্টা করবেন সর্বদা।

৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

শাহারিয়ার ইমন বলেছেন: আমি বলতে চাচ্ছি ,পশ্চিমারা যাই শুরু করে তাই আমরা ফলো করি ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

মামুন রেজওয়ান বলেছেন: অথচ আল্লাহ তাহাজ্জুদের কথাতো বলেছেন সেই হাজার বছর আগেই এমনকি আমি যে আমলগুলো উল্লেখ করেছি তাতো আমাদেরকে আমাদের মুহাম্মদ সাঃ দেখিয়ে গিয়েছেন। এটাকে আপনি পশ্চিমা অনুসরন বলছেন নাকি? আর আমাদের মায়েদের জন্যতো কোন কোয়ালিটি টাইম আলাদা করে নেই। হয়তো আপনি আমার পোস্টের মর্মার্থ বুঝেন নি, অথবা আমি বুঝাতে পারিনি। দুঃখিত যদি আমি বুঝাতে ব্যার্থ হই।

৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: সুন্দর লিখেছেন ভাই। চমৎকার । আসলেই ইসলাম পরিপূর্ণ ধর্ম। ইসলামের প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

মামুন রেজওয়ান বলেছেন: প্রচন্ড প্রশান্তি পাওয়া যায় রাতে আল্লাহর সাথে সাক্ষাতে(নামায) দাঁড়ালে।

৫| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আল্লাহ যেনো আমাদের কোরআন ও নবী (সঃ)কে অনুসরণ করার তৌফিক দান করেন।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

মামুন রেজওয়ান বলেছেন: আমিন , ছুম্মা আমিন।

৬| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

রাকু হাসান বলেছেন:


সুন্দর করে লিখেছেন । সত্য সুন্দর ইসলামকে বুঝার ক্ষমতা দান করুক আল্লাহ্ ।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৬

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ, আমিন।

৭| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কোয়ালিটি টাইম দিতে পারলে দেশ অনেক উন্নত হত। কিন্তু সবাই তো পাপে লিপ্ত...

১২ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৮

মামুন রেজওয়ান বলেছেন: দুনিয়ার মোহে অন্ধ হয়ে আছি আমরা। অথচ খুব বড়জোর ষাট কিংবা সত্তর কিংবা একশ বছরের জীবন আমাদের।

৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর পরামর্শ দিয়েছেন,ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৫

মামুন রেজওয়ান বলেছেন: জাযাকাল্লাহ

৯| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১২

শামছুল ইসলাম বলেছেন: ভালো পরামর্শ । আল্লাহ্ সবাইকে তৌফিক দান করুন । আমীন ।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৬

মামুন রেজওয়ান বলেছেন: ছুম্মা আমিন

১০| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮

বিজন রয় বলেছেন: আপনার এই পরামশূ মানুষ খুব একটা পালন করে না।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৭

মামুন রেজওয়ান বলেছেন: হয়তো অধিকাংশ করে না , তবে সংখ্যায় কি আসে যায়? ইসলাম এসছিল অপরিচিত হয়ে চলে যাবে অপরিচিত হয়ে।

১১| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৮

মামুন রেজওয়ান বলেছেন: হুম হুম

১২| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৮

আকিব হাসান জাভেদ বলেছেন: কোয়ালিটি টাইম টা কোয়ালিটি জায়গায় দেওয়া উচিৎ। আর আল্লাহ রাস্তায় সময় ব্যায় হলো সবচেয়ে বড় কোয়ালিটি টাইম ।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৯

মামুন রেজওয়ান বলেছেন: এবং একেবারে উপযুক্ত কোয়ালিটি টাইম।

১৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১:৫৯

মামুন রেজওয়ান বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.