নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

মামুন রেজওয়ান

মামুন রেজওয়ান › বিস্তারিত পোস্টঃ

"Life is impossible without friends/ ক্ষনিকের ডায়েরী-১২"

১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮



Life is impossible without friends
বাক্যটির কথা চিন্তা করলে বা কোথাও শুনলে কতগুলো চিত্র চোখের সামনে ভেসে ওঠে। যেমন অনেকগুলো ফ্রেন্ড একসাথে কোথাও যাচ্ছে, চিল করছে, আনন্দ-ফুর্তি, খাওয়া-দাওয়া, এছাড়াও ছেলে-মেয়ে একে অপরের সাথে ভার্সিটির সিঁড়িটাতে বসে আড্ডা দিচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে এই ধরনের দৃশ্যগুলো উপরে উল্লেখিত বাক্যের যথার্থতা পুরণ করে বলে আমরা মনে করি। বন্ধুত্ব কি শুধুমাত্র এই ধরনের কাজগুলো শেয়ার করে নেওয়াকেই বোঝায়?
এবার মুল ঘটনায় আসি। ঘটনাটি
ক্ষনিকের_ডায়েরীর ১২তম পর্ব হিসাবে লিপিবদ্ধ করা হচ্ছে এই প্ল্যাটফর্মে।


২০১৬ সালের শেষের দিকের কথা। আমার ক্যাম্পাসে আমাদের সিনিয়র একটা ব্যাচের বিদায়ী অনুষ্ঠান চলছে। তখন আমার দুইজন ফ্রেন্ড আমার ক্যাম্পাসে ঘুরতে আসল। ফ্রেন্ড বলতে এরা আমার চট্টগ্রামের প্রথম ফ্রেন্ড মাদ্রাসায় দাখিল একসাথে দিয়েছি। কলেজে একসাথে পড়েছি। তারপর আমি টেক্সটাইলে চলে আসলাম একজন মেরিন একাডেমীতে চলে গেল আর একজন চট্টগ্রাম পলিটেকনিকে ভর্তি হয়ে গেল। যাই হোক মোটামুটি প্রায় এক বছর পর দেখা হল ওদের সাথে। ক্যাম্পাসের গেটের সামনে ওরা সম্ভবত দুপুর সাড়ে বারটা নাগাত নেমে আমাকে ফোন দিল। আমি হল থেকে বের হয়ে দশ মিনিটের মাথায় ওদের সাথে দেখা হল। একে অপরকে সালাম দিয়ে, বুকে জড়িয়ে ধরে কেমন আছে জিজ্ঞাস করায় "আলহামদুলিল্লাহ ভাল আছি " জবাব পেলাম। ভালোমন্দ জিজ্ঞাস করার ঠিক পরপরই দুইজন বন্ধুর একজন রাশেদ (কাল্পনিক নাম কিন্তু বাস্তব চরিত্র) বলে উঠল, "আজানতো দিয়ে দিবে এখনই চল অযু করে সলাতের জন্য প্রস্তুতি নেই। "

কিছুক্ষণ অবাক হয়ে থাকলাম। আমাদের যারা টুকটাক ধর্ম পালন করি তাদের মুসলমানিত্ব সাধারণত নিজস্ব পরিবেশেই। পরিবেশ থেকে বের হলে আমরা আমাদের সলাতকে কর্মতালিকার শেষে স্থান দেই। অনেকদিন পর বন্ধুদের পেলাম আগে আড্ডা দিয়ে নেই। একবারে বাসায় গিয়ে সব ওয়াক্তের সলাত পড়ে নিব বা কালকে থেকে নিয়মিত পড়ব এরকম একটা চিন্তা উঁকি দেয়। কিন্তু আমরা সেদিন একত্রে জামা'আত করে যোহরের সলাত আদায় করলাম। সলাতের পর খাওয়া-দাওয়া করলাম। হলে এসে গল্প করা শুরু করলাম। কি গল্প জানেন? আমাদের মুসলিম সমাজ ধর্মীয় গন্ডির বাইরে বের হয়ে যাওয়ার প্রবনতা এবং ফলাফল। কুর'আনের একটি আয়াত "আর তারা বলে আমরা শুনলাম এবং মান্য করলাম। "[1] আয়াতটির যথাযথ প্রয়োগ আবু বকর (রাঃ) এর মাধ্যমে ইত্যাদি আরও নানা ধরনের বিষয় নিয়ে।

আসরের সলাত শেষে একটু ঘুরতে বের হলাম। অনেক হাঁটার পর যখন ক্লান্ত হয়ে গিয়েছি ঠিক তখন মাগরিবের আযান দিল। অজোপাড়া গাঁয়ের ছোট্ট একটা মাটির মসজিদে জামা'আতে সলাত আদায় করলাম। ফিরে আসার সময় History চ্যানেলে সম্প্রচারিত 10 Ways to destroy the world অনুষ্ঠানে পৃথিবী ধ্বংস হওয়ার যে দশটি সম্ভাব্য কারন আলোচনা করা হয়েছে কোর'আনের বর্ণনার সাথে তা কতটুকু মিল বা অমিল এই নিয়ে গল্প করলাম। পরিশেষে সালাম বিনিময় করে এবং একে অপরকে বুকে জড়িয়ে বিদায় জানালাম।

আমিও একেবারে শুরুর বাক্যের সাথে একমত। বন্ধু ছাড়া আসলেই লাইফ ইম্পসিবল। কিন্তু ইসলাম আমাকে এমন বন্ধু নির্বাচন করতে বলেছে যে বন্ধু ছাড়া লাইফ এবং আফটার লাইফ সবই ইম্পসিবল। তো কেমন বন্ধু নির্বাচন করব দেখা যাক আল্লাহর নির্দেশ "আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যারা সকাল-সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না।" [2]

আলহামদুলিল্লাহ হয়তো আমি এমন কিছু বন্ধু পেয়েছি যারা একা জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষন করে না। তার সংগী, সাথীদেরও জান্নাতে নিয়ে যেতে চায়। আমার কাছে এরাই সেই ধরনের বন্ধু যাদের ছাড়া আসলেই Life is impossible.

[1] The Holy Quran 2:285 (part)
[2] The Holy Quran 18:28

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, একা জান্নাতে গেলে ভালো লাগবে না; নিজের সাথী, ক্লাশমেট, কার্ড খেলার বন্ধুদের নেয়ার জন্য চেস্টা করার দরকার; সাথে সাথে এলাকার দুষ্টরা যেন জান্নাতে চলে না যেতে পারে, সেটার জন্য ব্যবস্হা নেয়ার দরকার।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৮

মামুন রেজওয়ান বলেছেন: কে যাইতে পারবে আর কে পারবেনা এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন আছে ভাই। চিন্তা করার কিছু নাই ।

২| ২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: আজকাল ভালো বন্ধু পাওয়াটা বিরাট ভাগ্যের।
জান্নাতে আমি যাবো না। ইচ্ছা করে না।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৯

মামুন রেজওয়ান বলেছেন: সবার চাওয়া কি আর এক হয় ?

৩| ২০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর++

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৯

মামুন রেজওয়ান বলেছেন: জাযাকাল্লাহু খাইরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.