নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............
অনেক অনেক দিন পর এই চিকনা ঝরঝরে ফরফরে ফড়িং গুলোকে দেখলাম । খুব কাছ থেকে দেখলাম। ছেলে বেলায় অনেক ফড়িং ধরেছি বিশেষ করে লাল ফড়িং ও গোয়াল্লা ফড়িং ছিল বিশেষ আকর্ষণ। আর এই কাঠি বা খিলাল ফড়িং(আমাদের এলাকায় এ নামেই পরিচিত) ধরে ধরে ছেড়ে দিতাম।
কবি জীবন বাবুর কবিতায় বলেছেন-
‘যে জীবন ফড়িঙের দোয়েলের, মানুষের সাথে দেখা হয় নাকো তার...’
ঠিক এর উল্টোটিও বলা যায় - যে জীবন মানুষের তার সাথে হয়নাতো দেখা ফড়িং কিংবা দোয়েলের।
ভাল কথা-আপনাদের এলাকায় কি নামে ডাকে এই ফড়িংকে। গুগলে সার্চ করে কাঠি বা খিলাল ফড়িং নামে কিছু পেলাম না।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আপনার এলাকায় এগুলোকে কি নামে ডাকে ?
২| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: ফড়িং
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অ- শুধু ফড়িং।
৩| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমরা বলি ডাহুক ফড়িং। এর বাংলা নাম জানা নেই। ড্যামসেল ফ্লাই এদের নাম।
ফড়িং নিয়ে লিখবো একদিন।
পোষ্ট ভালো লাগলো। আরেকটু লিখতে পারতেন।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডাহুক ফড়িং নতুন নাম জানলাম। ধন্যবাদ। আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।
৪| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৫
শূন্য সারমর্ম বলেছেন:
অমায়িক,নরম-শরম ফড়িং।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক যেন তাই। ধন্যবাদ।
৫| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:০৬
জুল ভার্ন বলেছেন: আমরা শুধুই ফড়িং বলি।
১৮ ই জুলাই, ২০২২ সকাল ১১:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ । দেখি আর কে কি জানায়।
৬| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:০৩
শাওন আহমাদ বলেছেন: সোনালী অতীত মনে করিয়ে দিলেন।
১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা! কি সুন্দর ছিল সেই দিনগুলো তাইনা। ধন্যবাদ।
৭| ১৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: রোগা ফড়িং।
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অদ্ভুত নাম।
৮| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
ফরিংদের মধ্যে এরা সবচেয়ে বিচিত্র দেখতে!
১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: তাতো বটেই। একদম চিকনা চাকনা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কবি দা