নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

বিদায় এশিয়া, বিদায় জাপান

০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৪




ফুলবল বিশ্বকাপ-২২ এ আশা ছিল এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপান কোয়ার্টার ফাইনালে উঠবে। কিন্তু তা হয়নি। আর্জেন্টিনার কাছে অস্ট্রলিয়া, ব্রাজিলের কাছে উঃ কুরিয়া আর ক্রোয়েশিয়ার কাছে জাপান হেরে গিয়ে এশিয়া মহাদেশ এবারের বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল।


নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গত বিশ্বকাপের রানার্স আপরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গত বিশ্বকাপের রানার্স আপরা।

টাইব্রেক মানেই অতিরিক্ত স্নায়ুচাপ। বিশ্বকাপের এমন পরিস্থিতির সঙ্গে জাপানের খুব একটা পরিচয় নেই। তার সঙ্গে রয়েছে প্রথমবারের মতো শেষ আট নিশ্চিতের হাতছানি।

কঠিন পরিস্থিতিতে স্নায়ুযুদ্ধে ও ক্রোয়েশিয়ার অভিজ্ঞতার কাছে হার মানতে হয় জাপানিদের। জমজমাট ম্যাচে জাপানকে টাইব্রেকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।

পেনাল্টি শ্যুট আউটে আগে শট করে শুরুর দুই গোল মিস করে জাপান। অন্যদিকে ক্রোয়েশিয়ার অর্জন দুইয়ে দুই। তৃতীয় শটে জাপান জালের ঠিকানা খুঁজে নিলেও ম্যাচ জমিয়ে রাখতেই হয়তো ৩ নম্বর শট মিস করে ক্রোয়েশিয়া।

চতুর্থ শটে গতবারের রানার্স আপরা জালের ঠিকানা খুঁজে পেলেও ব্যর্থ হয় জাপান। আর তাতে এশিয়ানদের স্বপ্নভঙ্গ করে শেষ আটে নাম লেখায় লুকা মডরিচের দল। আর কান্নায় বিদায় নেয় নীল সামুরাইয়ের দল। জাপানের জন্য সমবেদনা।


তথ্যসূত্র-নিউজবাংলা২৪ ডট কম।


মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৬

বিটপি বলেছেন: গতকাল এশিয়ার পর আজ আফ্রিকাশূন্য হতে চলেছে বিশ্বকাপ। আমার কোন মতেই মনে হয়না মরক্কো স্পেনের সাথে পেরে উঠবে। চিরাচরিত কোয়ার্টার ফাইনাল হবে দুই লাতিন আর ছয় ইউরোপ মিলে। কোয়ার্টারে একটা লাতিনও বাদ যাবে। সেমিফাইনাল হবে এক লাতিন আর তিন ইউরোপ মিলে।

ক্রিকেটে যেমন দক্ষিণ এশিয়া (সার্ক), ফুটবলে তেমন ইউরোপিয়ান আধিপত্য দেখতে দেখতে আমরা বিরক্ত। বিশ্বকাপের মত বিশ্ব আসরে ৩২ দলের মধ্য থেকে ১৩ টিই নেয়া হয় ইউরোপ থেকে। আমি মনে করি, ইউরোপের কোটা আরও কমিয়ে আফ্রিকা আর এশিয়ার কোটা বাড়ানো উচিৎ। তাহলে আমরা মহাদেশীয় সেমিফাইনালের স্বপ্ন দেখতে পারি।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

সহমত। ইউরোপ বা ল্যাটিন আমেরিকার দেশ নয় চাই এশিয়া ও আফ্রিকার দেশ সমূহ সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত লড়ুক।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৯

রানার ব্লগ বলেছেন: বুঝালাম না ট্রাইব্রেকারে মাত্র একটা গোল দিতে পারলো জাপান, কি করে হয় ???

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
জাপানিদের দুর্বল শট আর ক্রোয়েশিয়ার বুদ্ধিমান গোলরক্ষক এর ক্ষিপ্রতা জাপানীদের পরাজয় ডেকে এনেছে। ধন্যবাদ।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:২৫

অপু তানভীর বলেছেন: জাপান আসলে টাইব্রেকার চাপ নিতে পারে নি ।
জাপান হেরে যাওয়াতে কষ্ট পেয়েছি । শেষের দিকে এসে জাপানের আক্রমন করে গিয়েছিলো । যেন ওরা চাচ্ছিলো খেলা পেনাল্টিস্যুট আউটের দিকে যাক । এখানেই অভিজ্ঞতা জাপান হেরে গেছে ।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঠে লড়াই হয়েছে সমানে সমান। কিন্তু ভাগ্যের আর অভিজ্ঞতার ফেরে শেষ হাসি হাসল ক্রোয়েশিয়া। সমবেদনা জাপানের জন্য।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪

অর্ক বলেছেন: লো কোয়ালিটি সাধারণ ফুটবল এশিয়া আফ্রিকার। আমার মতে আরও উপভোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উত্তেজনাকর ফুটবলের জন্য এই দুই অঞ্চল থেকে কোটা কমিয়ে দুইটা দুইটা করে নেয়া হোক। এদের কারণে আমি বিশ্বকাপ ইউরোর মতো উপভোগ করতে পারি না। ফুটবলের স্বার্থে ইউরোপের কোটা আরও বাড়ানো হোক। যেমন এবার চারবারের চ্যাম্পিয়ন ইতালি নেই।

জাপানের খেলা মোটের ওপর ভালোই ছিলো। সৌদি আরবের এবারের দলটাও ভালো। কঠিন গ্রুপ থেকে এগোতে পারেনি৷ অস্ট্রেলিয়া কোরিয়া দুর্বল। কোরিয়ার ডিফেন্স সাইড যা তা। ফুটবল ফ্যান হিসেবে শতভাগ সততার সঙ্গে ফিফার কাছে অনুরোধ এশিয়া আফ্রিকার কমিয়ে ইউরোপের কোটা ষোলো থেকে বাড়িয়ে বিশ করা হোক।

ধন্যবাদ।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেন ইউরোপের কোটা বাড়াবে। তাহলেতো খেলা বৈচিত্রহীন হবে। সব মহাদেশ থেকেই সমান ভাবে নেওয়া হোক। আর আফ্রিকা ও এশিয়ার দলগুলো আরও ভাল করুক। ধন্যবাদ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৭

অর্ক বলেছেন: আপনার উত্তর থেকে এখানে একটা সিদ্ধান্তে আমাদের আসতেই হবে, ফুটবল নিয়ে হয় আপনি গোরু নাহলে আমি গোরু। দুটোর একটা। হে হে হে।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলে ফুটবল নিয়ে আমাদের চাওয়া পাওয়ায় কি আসে যায় ! যারা যোগ্য তারা প্রতিযোগিতায় প্রমাণ দিয়েই বিশ্বকাপে আসবে। ধন্যবাদ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৬

অর্ক বলেছেন: এটা একটা জাতের মন্তব্য। আমার প্রথম মন্তব্যকেই সমর্থন করলেন এবার।

শুভেচ্ছা থাকলো ভাই।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফিরতী মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৪

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
সারাক্ষণ ভালো খেললো আর ট্রাইবেকারে এমন দুর্বল শর্ট!

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর এই কারণে পরাজয়। ধন্যবাদ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৪

নীলসাধু বলেছেন: জাপানের বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। ক্রোয়েশিয়া তাদের তুলনায় অনেক বেশি প্রফেশনাল টিম। এই লোড জাপান নিতে পারেনি। তাদের জন্য ভালোবাসা রইলো। এশিয়ার টীমগুলো উঠে আসুক এই কামনা করি।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তা ঠিক। তবে জাপান মাঠে সর্বাত্মক চেষ্টা করেছে। এশিয়ার দেশগুলো আরও ভাল করতে হবে। ধন্যবাদ।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৩

জুল ভার্ন বলেছেন: ফুটবলে এশিয়া-আফ্রিকা নিয়ে খুব হতাশ!

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর মনোযোগি হতে হবে। ধন্যবাদ।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে ইউরোপের দেশ গুলোর সাথে পেরে ওঠা সহজ কাজ নয়। জাপান এই বিশ্বকাপে দারুণ খেলেছে। তাদের অভিনন্দন জানাই।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আরও বেশি সময় দিতে হবে জাপানকে, ইউরোপ ইউনিয়নে খেলতে হবে নিয়মিত তবেই সম্ভব। জাপান ভার খেলেছে।ধন্যবাদ।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এশিয়ান দল গুলো সেমিতে খেলবে এটা কখনো মাথায় আসেনি। জাপান জিতলে ব্রাজিলের জন্য সুবিধা হতো।
ক্রোয়েশিয়া গতবারের ফাইনালিস্ট। গতবারও এভাবেই খেলে ফাইনালে উঠেছিল।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
না আসার কারণ ইউরোপ ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর নান্দনিক খেলার কাছে অন্যদেশগুলো ম্লান। ক্রোয়েশিয়া এবার ফাইনালে যেতে পারবে বলে মনে হচ্ছেনা। ধন্যবাদ।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


ক্রোয়েশিয়া ব্রাজিলে কাছে হেরে যেতে পারে। আমার প্রেডিকশন ছিল আর্জেন্টিনা আর ক্রোয়েশিয়ার সেমি।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শেষচারে স্পেন, ব্রাজিল,ইংল্যান্ড ও ফ্রান্সের সম্ভাবনা বেশি।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


এশিয়ার ফুটবল উন্নতি হয়েছে 'তবে কোয়ার্টার/সেমি খেলতে হয়তো আরও ২/৩ বিশ্বকাপ লাগতে পারে।

১৮ সালের ক্রোয়েশিয়া ও ২২ ক্রোয়েশিয়া তফাৎ আছে'এবার গ্রুপ স্টেজ ফাইট করে উঠেছে অথচ গত বিশ্বকাপে গ্রুপ পর্বেই টানা ৩ ম্যাচ জিতেছিলো। হয়তো টেম্পোরারি ভুগাবে ব্রাজিলের ম্যাচে, তবে ব্রাজিলই জিতবে।

০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ধন্যবাদ। আমিও আশা করছি ব্রাজিল জিতবে।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: জাপান ভালো খেলেছে। আর দক্ষিণ কোরিয়ার ব্রাজিলের তোপের মুখে পড়ে বিশ্বকাপ থেটে ছিটকে পড়েছে। খারাপ খেলেছে বলা যাবে না । কারন ব্রাজিলের সামনে পড়লে সব দলের একই অবস্থা হবে ।

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মরোক্ক স্পেনকে হারিয়ে ইতিহাস রচনা করল। ব্রাজিল জিতবে আশা করি। ধন্যবাদ।

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৭

আহমেদ জী এস বলেছেন: মোঃ মাইদুল সরকার,



দু'টো দলের জন্যেই খারাপ লেগেছে যদিও তারা ভালোই খেলেছে এই বিশ্বকাপে। এশিয়াতে বিশ্বকাপ, আর তা থেকে আগেই বিদায় নেবে এশিয়ার দলগুলি ; এ্টাই যা অস্বস্তির।

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এশিয়ার জন্য খারাপ লাগছে, মরোক্কর জন্য অভিনন্দন। ধন্যবাদ।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩০

নেওয়াজ আলি বলেছেন: ভালো খেলেও জাপানের বিদায় কষ্টকর ।

০৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই মেনে নেওয়া যায়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.