| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মাইদুল সরকার
একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে যায় একটি মানুষ
বিকালের আলোয় লম্বা হতে থাকে তার ছায়া
মানুষটির চোখে এখন স্বপ্ন নেই
শুধু যাপিত জীবনে বেঁচে থাকার জন্যই বাঁচা।
অথচ একাত্তরের দিনগুলোতে ফিরে তাকালে-
দেখতে পাই একাত্তরের উত্তাল মুক্তিযুদ্ধে,
একটি মাত্র সংকল্পে প্রাণের মায়া ত্যাগ করে
সে কেমন বীর বিক্রমে ঝাপিয়ে পড়েছিল শত্রু হণনে।
যুদ্ধ শেষে স্বাধীন দেশে উপাধী জুটল মুক্তিযোদ্ধা
সময়ের সাথে সাথে যেমন করে হারালো প্রিয়জন,
তেমনি হারিয়ে গেলো সম্মান আর শ্রদ্ধা
এখন জীবন যুদ্ধে তিনি ক্র্যাচে ভর দিয়ে চলা এক যোদ্ধা।
হাজার খবরের ভীরে কেউ আর তার রাখেনা খবর
বিশেষ দিনে পত্রিকাগুলো ফিচার করে ভরে তোলে বিজ্ঞাপন
রাষ্ট্র আজ সার্থপর হয়ে গেছে শুধু উন্নয়নের চিত্র
শ্রম ছাড়া দেয় না এই রহমতুল্লাদের ক্ষুধার অন্ন।
হয়তো একদিন মরে গিয়ে তারা ইতিহাস হবে
সেদিন স্মরণ সভায় স্বাক্ষী হবে কাঠের ক্র্যাচ
সব মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাক মৃত্যুর আগে
আমাদের স্বাধীন রাষ্ট্রের কাছে রইল এই দাবী।
ছবি সৌজন্য-istock
২৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
২|
২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা- আমিও একমত
২৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৩|
২৬ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
২৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
৪|
২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩১
খায়রুল আহসান বলেছেন: কবিতায় ন্যায্য একটি দাবী উল্থাপন করেছেন। আপনার এ দাবীর সাথে একাত্মতা ঘোষণা করছি।
২৯ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা।
দাবীর সাথে একমত