| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ মঈনুদ্দিন
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
আমাদের দেশীয় মানবতার প্রকৃতি !!
আনন্দের আতিশয্যে তাকে জড়িয়ে ধরি,
তোষামোদ করি!
যার সবই আছে; ধন, সম্পদ, টাকা-কড়ি,
ব্যক্তিত্ব্ব-ব্যসন-বিলাস, সুনাম যার ছড়াছড়ি।
তাকে পদাঘাত করি,
শীর্ণদেহ, জীর্ণ ব্যসন, তোবড়ানো গাল, হাড় জিরজিরে-গা
আর, সহস্র দিনের অনাহারে, অর্ধ্বাহারে থেকে
বুভুক্কু ক্ষুধায় পুড়ছে যাদের নাড়ী।।
### দেশে এখনো ৩ কোটি ৮৫ লাখ মানুষ দরিদ্র। যার মধ্যে ১ কোটি ৫৭ লাখ মানুষ অতিদরিদ্র যা মোট জনগোষ্ঠীর ১০ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ দারিদ্রের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা একই রকম বলে মন্তব্য করেছেন খাদ্য বিশেষজ্ঞরা। ###
??? ক্ষমতায় বসে আমরা জনগণের টেক্সের টাকায় পাহাড় গড়ি,
বিলাস বহুল বাড়ি-নারি-তারি!!!!!
আর বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ সাথে রোলস রয়েস ও ফেরারী গাড়ি!!
হেরররর!ব্বব্বব্বব্বব!!!তিতিতিতি!! চালা তাড়াতাড়ি!!
জিডিপির পাহাড় গড়ি? থুরি!! রিজার্ভের টাকা হ্যাকিং করি!!
ছবিঃ ইন্টারনেট।
তথ্যঃ পত্রিকা।
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অজস্র ধন্যবাদ আপনার মতামতের জন্য।
আমারও প্রশ্ন এইসব দরিদ্রদের দিয়ে কী হবে?
তবে, জনগণের ট্যাক্সের টাকায় যারা সম্পদের পাহাড় বানাচ্ছে তাদের কাছেই আছে সব জবাব।
ওদেরকে কে জিজ্ঞাসিবে?
২|
২০ শে জুন, ২০১৬ রাত ১২:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: ক্ষুধা সে বড় আজব খেল!
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। সত্যকথন!
ভালো থাকুন,সুস্থ্য থাকুন।
৩|
২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমার এই পোস্টটির প্রথম অংশ একটি কবিতা।যেখানে আমি বলার চেষ্ঠা করেছি আমাদের ঘুঁণে ধরা এ সমাজের মানুষ বড়ই আজিব এক চীজ! যাদের অর্থ,সম্পদ, বিত্ত-বৈভব আছে তাদেরকে সবাই আদর আপ্যায়ন করে কিন্তু অনাথ অসহায়দের লাথি মেরে তাড়িয়ে দেয়াটাকেই ভদ্রতা ও বড়লোকি জ্ঞান করে।
** ২য় অংশে এদেশের অসহায় লোকেদের একটা পরিসংখ্যান দিলাম। সবারই জানা কিন্তু এ বিপুল সংখ্যক অসহায়-ভূখা-নাঙ্গাদের জন্যে কেউ নেই!!
** টাকার কুমিরদের কথাও বললাম। কিন্তু প্রতিক্রিয়া নেই। অথচ দুটো পয়েন্টেই আলাপ চারিতা চালানো যায়। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৬ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
এইসব দরিদ্রদের কি হবে?