| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
তেজি লোকটা অবশেষে গ্রেপ্তার
ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।
জ্বি, তেজিই বটেন তিনি! মানুষ যেখানে একটি বিয়ে করে সংসার সামলাতে পারে না, সেখানে তিনি একের পর এক বিয়ে করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন! স্বীকার না করে উপায় নেই, বউ ভাগ্যও তার সেই লেভেলের! থাক, থাক, ইহাকে নিয়ে বেশি কিছু লিখতে রুচিতে বাঁধে। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন। বলছিলাম, শরীয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’–র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর কথা। বেরসিক পুলিশ এই প্রেমিক প্রবরকে অবশেষে গ্রেপ্তার করেছে।
আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারও বিপদে যেহেতু আনন্দিত হওয়া উচিত নয়, সেজন্য এই ঘটনায় আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি! উহার খায় খেদমতে যাতে কোনরূপ বিঘ্ন না ঘটে সেজন্য আপাতত উহার সঙ্গে কিছু সংখ্যক বউকে খেদমতগার হিসেবে দেওয়ার দাবী জানাচ্ছি!
নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার মুফতি মামুনুর রশিদ কাসেমী
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৮
নতুন নকিব বলেছেন:
পূর্ণ সময়র্থন জানাচ্ছি! প্রয়োজনে রাজপথে নামবো তার অধিকার রক্ষায়!
২|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৯
জ্যাক স্মিথ বলেছেন: বেচারা বিয়ের সেঞ্চুরি করার ঘোষণা দিয়েছিলো, কিন্তু সেঞ্চুরি করার আগেই আউট হয়ে গেলো।
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:০৯
নতুন নকিব বলেছেন:
খুবই দুঃখজনক! এইভাবে ভালো মানুষদের কাজে বাধা দিলে মানুষ তো ভালো কাজ করার আগ্রহই হারিয়ে ফেলবে!!
৩|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৩
এ পথের পথিক বলেছেন: এই সব মানুষদের কারনে নাস্তিক, ইসলাম বিদ্বেষীরা ইসলামকে আঘাত করার সুযোগ পায় । নিজের মত করে ইসলাম বুঝে এরা ।
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১০:৪৭
নতুন নকিব বলেছেন:
ঠিক বলেছেন, এজাতীয় কিছু লোকের কারণেই ইসলাম বিদ্বেষী সুযোগ সন্ধানীরা ইস্যু খুঁজে পায়।
৪|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৩
কামাল১৮ বলেছেন: ইসলামে ভেজাল আছে।একসাথে দুটি বৌ রাখা সভ্য সমাজে গ্রহনযোগ্য নয়।
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০৬
নতুন নকিব বলেছেন:
বড় ভাই, ইসলামে বহু বিবাহকে আইনসিদ্ধ দেখে “ভেজাল” বলার আগে নিজেদের সমাজের আয়নাটাও একবার দেখে নেওয়া উচিত! কারণ প্রশ্নটা খুবই সাধারণ- আপনাদের কাছে নারী-পুরুষের বিবাহবহির্ভূত অবৈধ সম্পর্ক কি তাহলে উত্তম কাজ?
শুনলে অবাক হই না, কারণ যে সভ্যতাকে আপনারা গর্ব করেন-সেখানেই তো জারজ সন্তানের সংখ্যা সর্বাধিক, মহল্লায় মহল্লায় অরফানেজ হোম গজায়, পরিবার ভাঙা নতুন ফ্যাশন, আর দায়িত্বহীন সম্পর্কই আধুনিকতার পরিচয়।
ইসলামের বহু বিবাহ কঠোর শর্তসাপেক্ষ- ন্যায়, দায়িত্ব ও চরিত্রের ওপর প্রতিষ্ঠিত। আর আপনাদের তথাকথিত সভ্যতা?
অবাধ যৌনতা, দায়িত্বহীনতা ও ভেঙেচোরা পরিবার।
তাই প্রশ্ন থেকে যায়- বৈধ সম্পর্ককে ভেজাল বলবেন, আর অবৈধ সম্পর্ককে আধুনিকতা বানাবেন- এ কোন ন্যায়বিচার?
আপনাকে ধন্যবাদ।
৫|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: লোকটা তেজি তো বটেই- কিন্তু প্রেম নয়, প্রতারণায়!
“আইডিয়াল ম্যারেজ ব্যুরো” নামটা শুনে যারা ভেবেছিলেন- ওখানে নিশ্চয়ই আদর্শ বিয়ে হবে।
কিন্তু বাস্তবে ওটা ছিল আইডিয়াল প্রতারণা ব্যুরো আর প্রতিষ্ঠাতা ছিলেন “সিরিয়াল রোমান্স ইঞ্জিনিয়ার”!
যাই হোক, আইন অবশেষে তাঁকে ধরে ফেলেছে- এটা সত্যিই ভালো খবর।
আরও ভালো খবর হলো, এতগুলো বউ সামলাতে সামলাতে যিনি নিজেকে হাজিরা বাদ দিয়ে নিকাহ বিশেষজ্ঞ মনে করতেন, তিনি এখন সময়মতো হাজিরা দেওয়ার অভ্যাস শিখবেন- আদালতে!যাই হোক, আমরা অত্যন্ত মানবিক!
তাই আমরা দাবি জানাই- উনার বৈবাহিক দায়িত্ব পালনে যেন ব্যাঘাত না ঘটে, জেলখানায় কমপক্ষে দু-একজন “অফিসিয়াল সহবউ” ডিউটি রোস্টারে রাখা হোক!
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:১৫
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ, চমৎকার বলেছেন।
এত বড় গুণী লোকের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমস্যা হচ্ছে, আমরা গুণী লোকের কদর করতে জানি না। সে কারণে আমাদের সমাজে এমন গুণী লোকের জন্ম সচরাচর হয় না। এদেরকে মূল্যায়ন করতে হবে।
৬|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:২৮
রাসেল বলেছেন: সালাউদ্দিন আইয়ুবী অতি আলেমদের মুনাফিক বিবেচনা করে হত্যা করতেন।
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩০
নতুন নকিব বলেছেন:
নির্ভরযোগ্য রেফারেন্স দিন।
৭|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত বিয়া কেমনে করে। এত টাকা পয়সা কই পায়
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩১
নতুন নকিব বলেছেন:
উনারাই ভালো জানেন। একাধিক বিয়েও এখন বিজনেসে পরিণত হয়েছে।
৮|
২৪ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬
নতুন বলেছেন: বহু বিবাহের নিয়ম থাকতেই পারে, পুরুপুরি নিষেধ করা ঠিক না। অনেক সময় ২ বিয়ের দরকার হতেই পারে।
কিন্তু এটার পক্ষে একভোকেসি করা একটা বাটপারী মাত্র। ঐ লোক তার যৌন লালসা পুরনের জন্য বিয়ে করে কিছুদিন পরে তালাক দিয়ে নতুন বিয়ে করেছে, এটার বিপক্ষে ইসলামী আলেমদেরই আগে কথা বলা উচিত ছিলো।
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩২
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ। ভালো বলেছেন।
৯|
২৪ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের নাস্তিকদের বিচারের আগের এসব ভন্ড আলেমের বিচার করা উচিত...
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩২
নতুন নকিব বলেছেন:
সেটাই। সহমত। ধন্যবাদ।
১০|
২৫ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৩২
রাজীব নুর বলেছেন: যারা ধার্মিক, মুখে দাড়ি আছে, তাদের মধ্যে ঘাপলা আছে।
২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৫১
নতুন নকিব বলেছেন:
দাড়িতে এলার্জি তো ভালো লক্ষণ না! আবার ধার্মিকেও সমস্যা! আপনার সমস্যা তো মনে হচ্ছে, মেন্টাল! দ্রুত ডাক্তার না দেখালে এই সমস্যা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা কিন্তু মোটেই উড়িয়ে দেওয়া যায় না। ![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: তিনি বীর্য বীর ! গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।