| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
সামুতে হচ্ছেটা কী?
সামু ব্লগ কি আবারও কোনো কুচক্রী মহলের টার্গেটে পরেছে? কেন আবারও তারা হামলে পড়েছে এই ব্লগ প্লাটফর্মটির উপরে? একের পর এক ক্যাসিনোর বিজ্ঞাপন, সেক্স, চটি ইত্যাদির নামে নতুন নতুন আইডি কেন এখানে?
প্রশ্ন হচ্ছে, এগুলো কারা করছে? কেন করছে? এসবের উদ্দেশ্য কি জুয়া এবং অশ্লীলতার অযুহাত দাঁড় করিয়ে চিরতরে সামুর কন্ঠরোধ করা?
এরচেয়েও বড় প্রশ্ন, যে দুষ্কৃতকারী চক্র এইসব অপকর্ম করে চলেছে এদের কেন থামানো হচ্ছে না? কেন এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
মডারেশন প্যানেলকে বিনীত অনুরোধ, দয়া করে কিছু একটা করুন। এদের বিষয়ে ব্যবস্থা নিন।
নিচের আইডিটা নমুনা হিসেবে দেখতে পারেন -
https://www.somewhereinblog.net/blog/azads
২|
২৮ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:২০
আরোগ্য বলেছেন: @ভুয়া মফিজ বলেছেন: এইসব হইতেছে কেয়ামতের আলামত। সামু'র এখন মা-বাপহীন অবস্থায় আছে........মিত্যু সন্নিকট!!! ইন্না-লিল্লাহ! আমার ৩৫ টা পোস্ট
। নির্দিষ্ট ঠিকানায় পৌছানোর আগেই আগুন ধরার উপক্রম ![]()
৩|
২৯ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: শুধু সামু না পুরো দেশের অবস্থাই ভালো না।
এজন্য দায়ী জামাত শিবির।
৪|
২৯ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হতাশাজনক অবস্থা।
দেশের ক্রিপ্টোকারেনসি বেজড বিজনেস নিয়ে যারা কাজ করছেন, তারাই এই কাজের জন্যে দায়ী বলে মনে হয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:০৯
ভুয়া মফিজ বলেছেন: এইসব হইতেছে কেয়ামতের আলামত। সামু'র এখন মা-বাপহীন অবস্থায় আছে........মিত্যু সন্নিকট!!! সামু'র মিত্যু হইলেই কেয়ামতের আলামত আরো সুস্পষ্ট হইবে!!!!