| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
হাদিকে গুলি করলো কে?
ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী রাজপথের অকুতোভয় লড়াকু সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনা গভীর উদ্বেগ, ক্ষোভ এবং নিন্দনীয় একটি ঘটনা। এই হামলা গণতন্ত্র, আইনশৃঙ্খলা এবং নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। অনেকেই এটিকে নির্বাচনকে অস্থির করার সুপরিকল্পিত অপচেষ্টা হিসেবে দেখছেন।
তফসিল ঘোষণার পর থেকেই সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং অবৈধ অস্ত্রের মহড়া উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক ভিন্নমত দমনে চোরাগোপ্তা হামলা, গুলি ও সন্ত্রাস কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়। এই পোস্ট যখন লিখছি, তার কিছুক্ষণ আগেই সংবাদ পাওয়া গেছে, রাজধানীর বাডডা এলাকায় একটি যাত্রী্াহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। যাত্রী বেশে বাসে উঠে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। নির্বাচন সামনে রেখে সহিংসতার এই ধারাবাহিকতা সরকারের সদিচ্ছা ও নিরাপত্তা ব্যবস্থার সামর্থ্য নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি দীর্ঘদিনের দুর্বৃত্তপোষণ ও দুর্বল রাষ্ট্রীয় কাঠামোর প্রতিফলন। অপরাধী যেই হোক, যে রাজনৈতিক প্রভাবই থাকুক, তাদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
আসন্ন জাতীয় নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি জোর আহ্বান জানাই। নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে যেকোনো ধরনের সহিংসতা এই মুহূর্তে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত।
আমরা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাই।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:০২
নতুন নকিব বলেছেন:
কেমন একটা সময়ে বসবাস করছি, বাসায় থাকলে ভুমিকম্পের আশঙ্কা আর বাইরে বের হলে আকস্মিক দুর্ঘটনার আশঙ্কা। যদিও মৃত্যু আল্লাহর ফয়সালা তারপরও অপমৃত্যু কে চায়।
-একদমই যথার্থ বলেছেন। একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে আছি আমরা। মৃত্যু প্রত্যেকেরই সুনিশ্চিত। কিন্তু আমরা কেউ জানি না, কার কখন কোথায় কোন অপঘাতে মৃত্যু হবে।
সরকারের ডীপ স্টেট যখন কোন কাজে জড়িত থাকে তখন সেই রহস্য সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে। আমার এমনই ধারণা হচ্ছে, আল্লাহ আ'লাম।
-আমার মনে হচ্ছে, দেশবিরোধী, নির্বাচন বিরোধী অপশক্তির কাজ এগুলো।
আল্লাহ তাআ'লা ওসমান হাদীকে মাগফেরাত ও নেক হায়াত দান করুন। আমিন।
২|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০১
কলিমুদ্দি দফাদার বলেছেন:
হাদিকে গুলি করেছে পতিত স্বৈরাচারের দোসররা!
সাথে সহায়তা করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'
স্লোগান হবে দিল্লি না ঢাকা, দালালী না রাজপথ!
ব্যাস! এতটুকুই।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১১
নতুন নকিব বলেছেন:
অবস্থা দৃষ্টে অধিকাংশ মানুষের আশঙ্কাটাই আপনি বলে দিয়েছেন। ওরা তো ঘোষনা দিয়েই রেখেছে যে, দেশ এবং দেশের মানুষকে কোনভাবেই শান্তিতে থাকতে দিবে না। ভাংচূর, নৈরাজ্য, খুনখারাবি, হত্যাযজ্ঞ, জ্বালাও পোড়াও এগুলো ওরা করবে বলে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে। গতরাতেও বাডডা লিঙ্ক রোড এলাকায় দেওয়ান পরিবহনের একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। আশা করি, অচিরেই এর মাধ্যমেই দায়ীদের চিহ্নিত করা সম্ভব হবে।
৩|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১১
মাথা পাগলা বলেছেন: দেশের মববাজি, চাঁদাবাজি হযবরল অবস্থায়, আজকের ঘটনা নিয়ে হাদিকে সামনে রেখে সহজ-সরল বাঙ্গালীদের সহানুভূতি আদায় করা আর হাদিকে আইকন বানিয়ে লীগ-ভারত বিরোধী ভাবনা উস্কে দেবার চেষ্টা চলছে। গত ১৫ মাসের তুলনায় এখন লীগের জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে। অন্যদিকে, ইউনুস-রাজাকারদের জনপ্রিয়তা তলানিতে।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৪
নতুন নকিব বলেছেন:
লীগ মানেই ভারত, ভারতে পলাতকদের জনপ্রিয়তা হয়তো ঠিকই বেড়েছে, কিন্তু বাংলাদেশে নয়, মাথা পাগলা, সেটা হতে পারে ভারতে।
৪|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাদের দাবী অনুযায়ী কাজ করার মত যোগ্য লোক আছে কি? থাকলে তাদের যোগ্যতা জনগণ উপলব্ধি করতে পারছে না।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১৫
নতুন নকিব বলেছেন:
"আমাদের দাবী", কোন দাবীর বলছেন, কথাটা ঠিক বুঝতে পারিনি।
৫|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৩৪
ইফতেখার ভূইয়া বলেছেন: রাজনৈতিক ভিন্নমত দমন কখনোই সুস্থ রাজনৈতিক চর্চার অংশ নয়। চোখের সামনে এভাবে তরুনদের রক্তপাত আমাকে বেশ পীড়া দেয়। গত বছর ৫ই আগস্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে রামপুরার দিকে যাওয়ার সময় আমি গুলিবিদ্ধ রক্তাক্ত তরুনকে দেখেছি। ওর সঙ্গীরা ধরাধরি করে রিকশায় নিয়ে যাচ্ছিলো, রক্তে মাখামাখি ওর পুরোটা দেহ। বীভৎস একটা সময়। সেদিন সন্ধ্যার পর রাস্তায় বসে ভীষণ কান্না করেছিলাম। এ ধরনের রক্তপাত কোনভাবেই কাম্য নয়। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা গেলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বাড়ির কাছের হাসপাতালে এনেছে শুনেছি, তবুও দেখতে যেতে পারছি না হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার কারনে। যাইহোক, ছেলেটার দ্রুত সুস্থতা কামনা করছি। রাব্বুল আলামিন ওর পরিবারের প্রতি যেন সদয় হোন সেটাই প্রার্থনা করি।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩০
নতুন নকিব বলেছেন:
আপনার হৃদয়ছোঁয়া কথাগুলো আমাদের সময়ের নির্মম বাস্তবতা ও গভীর মানবিক যন্ত্রণাই তুলে ধরে। রাজনৈতিক ভিন্নমত দমনে রক্তপাত কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। বিচারহীনতা যতদিন থাকবে, ততদিন এমন হৃদয়বিদারক দৃশ্য আমাদের তাড়া করবেই।
গত বছর আগস্টের উত্তাল দিনগুলোর বাডডা এলাকার কিছু নির্মম ঘটনার সাক্ষী আমিও। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনাসহ ব্র্যাক বিশ্ববিদ্যালয় এলাকায় ভয়ঙ্কর গোলাগুলি - ইত্যাদি অনেক ঘটনাই আমাদের চোখের সামনে ঘটেছে।
আল্লাহ ওসমান হাদিকে দ্রুত আরোগ্য দান করুন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দিন।
৬|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কাউ্য়া-- শ্লোগান কি তারই আবিষ্কার?
১৩ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:৩৩
নতুন নকিব বলেছেন:
আরে, এটা কি বলেন, কাউয়ারে কাউয়া বলাই তো সঠিক! ময়ূর বললে কাউয়া যদি আবার মাইন্ড করে বসে!
৭|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: আপনি বলে দেন, এই কাজ শেখ হাসিনা করেছে।
আপনার তো সব কিছুতে একটাই গান।
১৩ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪
নতুন নকিব বলেছেন:
অপরাধীকে অপরাধী যারা বলে না তারাও আরেক ধরণের অপরাধী। আপনাকে ফ্যাসিবাদের চামচামিতে পেয়েছে।
আমি কি বলেছি যে, হাসিনা হামলা করেছে?
৮|
১৩ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩
কিরকুট বলেছেন: কামডা হাসিনা করছে মুদি কে দিয়া । বলেন ঠিক কিনা !!! আরো জোরে চিল্লাই কোণ ঠিক কিনা ??? ![]()
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১১:৪২
আরোগ্য বলেছেন: কেমন একটা সময়ে বসবাস করছি, বাসায় থাকলে ভুমিকম্পের আশঙ্কা আর বাইরে বের হলে আকস্মিক দুর্ঘটনার আশঙ্কা। যদিও মৃত্যু আল্লাহর ফয়সালা তারপরও অপমৃত্যু কে চায়।
সরকারের ডীপ স্টেট যখন কোন কাজে জড়িত থাকে তখন সেই রহস্য সাধারণ জনগণের ধরাছোঁয়ার বাইরে। আমার এমনই ধারণা হচ্ছে, আল্লাহ আ'লাম।
আল্লাহ ওসমান হাদীকে মাগফেরাত ও নেক হায়াত দান করুক।