| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
একদিন আমি চলে যাবো
একদিন আমি চলে যাবো, নিঃশব্দে,
কেউ জানতে পারবে না, কেউ দেখতে পাবে না,
এখানের আলো-বাতাসে থাকবে না আমার ছায়া,
আমার নিঃশ্বাসের উষ্ণতা থেমে যাবে।
আমার অলক্ষে পদতলে পিষ্ঠ হবে না
আর কোন নিরীহ পিপড়ে,
অন্য কোন ক্ষুদ্র প্রাণীর জন্য
হয়ে উঠবো না যন্ত্রণার কারণ,
আমি চলে যাব নিঃশব্দে,
শুধু কিছু নীরবতা সাথে নিয়ে,
স্মৃতির কোণে থাকা অল্প কিছু ছায়া,
যা শুধু হৃদয়ই অনুভব করবে।
আমি থাকবো না তোমাদের হাসি-কান্নায়,
কিন্তু ভালোবাসার মতোই হয়তো
বেঁচে থাকবো আরও কিছুটা দিন,
প্রতিটি স্মৃতি, প্রতিটি নিঃশ্বাসে,
তারপর হারিয়ে যাব চিরদিনের মত।
আমি মিশে যাবো ওপাড়ের অনন্ত আলোয়,
যেখানে মৃত্যু নয়, নতুন জীবনে শুধু শান্তি, শুধু তৃপ্তি,
যাওয়া মানেই হারানো নয়-
নক্ষত্রের মত চিরন্তন ভালোবাসা হয়ে বেঁচে থাকা।
২|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: কবিতা ভালো হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৭
বাজ ৩ বলেছেন: প্রিয় নকিব ভাই,কবিতাটা সত্যিই সুন্দর হয়েছে।
আপনার সূরে আমিও একটু সুর মিলাই,
যদিও আমি কবিতা লিকতে পারিনা।
হে ভাই আমিও,চলে যাবো একদিন তোমাদের ছেড়ে,
দূর থেকে-বহুদূরে!
সেদিনের পর থেকে, আর কোনো কষ্ট পাবেনা,
আমার পক্ষ থেকে।
যেদিন আমি হারিয়ে যাবো অনন্তে,
পৃথিবী আর দেখবেনা, আমার পাপের-
কালো ছায়া।
পাখীরা ঘুমুবে আরামে বাসায়।
আমার পাপের মলিনতা,
যাদেরকে ঘুমুতে দিতনা শান্তিতে।
মৎস্যকূল আর কাদিবেনা নিরবে,
পৃথিবীবাসির থাকিবেনা দুর্দশাো
যখন চলে যাবো পাপ থেকে বহুদূরে।
শিশুর মুখে তখন ফুটিবে হাঁসি,
প্রেমিকের হৃদয়ে বাজিবে বাঁশি,
যখন চলে যাবো আমি,
পাপ থেকে বহুদুরে।