| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- বন্ধু, কি খবর?
- ভাল না, টেনশনে অাছি।
- কেন?
- অামার কাছে এক ভদ্রলোক টাকা পান। গত ৯ তারিখ রাতে উনি অামাকে কল করেছিলেন। অামি রিসিভ করতে পারিনি। পরের দিন অামিও উনাকে কল দেই। উনিও ধরেননি। তারপর থেকে উনার ফোনে অনেকবার কল করেছি, কিন্তু ফোন বন্ধ পাই।
- তাতে টেনশনের কি?
- অামি কুরবানি দিচ্ছি। শুনেছি, দেনা থাকলে নাকি কুরবানি হয়না। এখন ভাবছি, অাল্লাহ সুবাহানাতালা কি কুরবানি কবুল করবেন?
(কল এন্ডিড)
অাফসোস!!! এভাবে যদি সবাই ভাবত, ঈদ সবার জন্য কত সুখকর হত!!! অাল্লাহ অাপনার ও অামার নেক অামল কবুল করুন। অামিন।।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪
বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।